Urmi Mazumder   (লেখ্যকীট)
980 Followers · 8 Following

read more
Joined 20 September 2019


read more
Joined 20 September 2019
24 APR 2020 AT 13:52

......

-


29 SEP 2020 AT 20:01

সেপ্টেম্বর
কত ভাঙা গড়ার ভিড়ে
কত না নতুন সম্পর্ক জুড়ে,
যা জুড়ে তা ভাসে নদীর তীরে,
পুরোনো ঘাটে বার বার ফিরে,
শুধুই তার ছোঁয়া খুঁজে নতুন ভিড়ে।

-


21 AUG 2020 AT 18:48

হাজারো দুঃখ মাঝে মুচকি হেসে।
দাবানলের আঁচে বিন্দু সুখ কাঁদে,
বারে বারে নিরাশা বুনে খেয়াল স্রোতে।

-


29 JUL 2020 AT 21:33

স্মৃতি গুলো থমকে গেছে শিশির সিক্ত আঙ্গিনায়,
ভোরের আলোয় ব্যাকুল মন বিকশিত সন্ধানী ভালোবাসায়।

-


28 JUL 2020 AT 17:28

সময়ের অমসৃণ স্রোতে,
ইচ্ছে দূরে দূরে করে বসবাস,
বাধ্য নগরীর অবাধ্য ভুলে।

-


20 JUL 2020 AT 23:16

ধীরে ধীরে গুঁড়িয়ে যাচ্ছে মন,
বাঁধ ভাঙছে নয়ন নদীর সারাক্ষণ,
অন্যের ঝুলি পূরণ হচ্ছে রোজ,
আমার ত্যাগের স্বপ্ন ভাণ্ডারে,
বসে বসে দেখছি তা আজ,
নম্র হাসির উজ্জ্বল আড়ম্বরে।

-


19 JUL 2020 AT 19:27

একরাতে তাতে জুড়বো সুরের টান,
দূর হতে তুমি শুনবে খুব সে গান,
আঁকবে মনে অজানা সুখের নাম।

-


18 JUL 2020 AT 17:21

প্রকৃতি তুমি শান্ত হও,
উত্তাল গগনে ভীন জীবনের পক্ষীরা সংকুচিত আজ,
তাদের নানান কারণেই একে ওপরের বারণেই,
তারা অজান্তেই উপেক্ষিত হচ্ছে রোজ।

-


13 JUL 2020 AT 17:40

শুন্য মেঘলা
অসুখী হওয়ারা
দুলছে ফাঁকে

-


13 JUL 2020 AT 9:36

আমি সব বুঝেছি নীরবতায়।
লিখে রেখেছি যত্ন দিয়ে,তাই মনের পাতায়,
যে ভুল ছিল সবই,আমাদের শেষ দেখায়।

-


Fetching Urmi Mazumder Quotes