Sukhendu Poddar   (সুখেন্দু পোদ্দার)
203 Followers · 326 Following

read more
Joined 6 May 2019


read more
Joined 6 May 2019
11 APR AT 21:00

বছর ঘুরে আসে এ দিন , আসমানে বাঁকা চাঁদ;
ছোটো বড়ো সবাই মাতি,কচিকাচাদের মুখে হাসির বাঁধ।
ওই চাঁদের আলো ভরিয়ে তুলুক, সকলের বাসা-
হিন্দু-মুসলিম একসাথে পাক, নিখুঁত ভালোবাসা।

বাঁকা চাঁদের আলোয় শান্তি নামুক, বিশ্বভরা প্রাণে;
ভয়-দুঃখ মিটে যাক, আজকের এই ঈদের আগমনে।
রমজানের মাসে, থাকে যে রোজা ভাঙার দিবস-
নতুন পোশাক, আতর-সুরমা, কোলাকুলিতে ঈদ- মুবারক।

এবারের ঈদের নামাজ জুড়ে দিক; যা কিছু আছে ভাঙা-
হাসি ফুটুক তাদের মুখেও, হাসতে ভুলেছে যারা।

-


29 MAR AT 16:11

হৃদয় ভাঙার মরশুমে, আসমানে উড়ে বাউন্ডুলে ঘুড়ি;
বোবা টানেল ব্যাথার মলম,নিদ্রাহীন রাতের কান্না গুলি।।

শুভ জন্মদিন The ম্যাজিসিয়ান ❤🎂

-


28 FEB AT 23:41

সাঁতারে পোক্ত আজও আমি, সাগরের কিনারায় বাড়ি-
তবু তুমি ঢেউ সেজে এলে, ভালোবেসে ডুবে যেতে পারি।।

-


6 FEB AT 22:33

মিথ্যে কথায় ভিজছে তোর সুখ, হাওয়ার দাপট শুধু এ স্তব্ধতায়;-

শান্তি খুঁজে পায় পুরোনো অসুখ, শব্দ জমা থাক এই বিষন্নতায় ।।


-


28 OCT 2023 AT 22:59

গর্ভে কণ্যা সন্তান জন্ম নিলে,
সকলের মুখ হয়ে যায় ভারি;
তবে কেন জমিয়ে পূজো করো আজ!
লক্ষীও তো এক নারী।।

-


31 AUG 2023 AT 10:58

পবিত্র থেকে পবিত্রতম হোক সকল ভাই বোনেদের বন্ধন-
আজকের রাখি পূর্ণিমা নিয়ে আসুক এক মিষ্টি আবেদন।
রাখির বাঁধনে ভালোবাসা আছে, রয়েছে কত খুনসুটি মজাদার।
সারাবছর অপেক্ষা করা কিছু চাওয়া পাওয়া আর আবদার।

ধর্ম-বৈষম্য ভুলে, রাখি থাকুক সকল ভাইয়ের হাতে-
এ বন্ধন মৈত্রীর বন্ধন, ভেদাভেদ চিরতরে যাক মুছে।
ফুলের থেকে পরাগরেণু নিয়ে কপালে তিলক দিক এঁকে,
আলোর মতো জ্ঞানের দূত্যি ছড়িয়ে পড়ুক, আশির্বাদের হাত থাকুক মাথাতে।

খুনসুটি আর ঝগড়াঝাঁটি, ভাই বোনেতে মিলে;-
লুকিয়ে আবার রক্ষাকবচ, গোপন ঘরে মেঘ ছুঁলে।
কবি গুরুর আহ্বানে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান-
পালিত হয়েছিল রাখিবন্ধন, আছে যত ভারতীয় সবাই সমান।

আজ প্রভাতের উজ্জল শিখায়,ধর্ম নির্বিশেষে সব রাখি আমেজে ভাসে-
জাতির মেল বন্ধনেও একটা নতুন মাত্রা আসে।
বছর বছর ফিরে আসুক, আজকের এই শুভ দিন-
ভাই-বোনের ভালোবাসার মাঝেও একটি বিশেষ দিন।।

-


12 AUG 2023 AT 17:15

পুরোনো সকল অতীত ভুলে;
সেজে উঠুক খুশিতে জীবন,
রাগ অভিমান কে দূরে ঠেলে।।

-


7 AUG 2023 AT 14:46

বাড়বে বয়স, কমবে সময়,
থাকবে এমন হেঁসে;
আমায় তুমি আগলে রেখো,
এভাবেই ভালোবেসে...❤️

-


3 AUG 2023 AT 15:00

তোমার চোখে মুখে সকাল আঁকা দেখে,
আমার ইচ্ছে হল, হবো ভোরের পাখি;🕊️
ওই দুটি চোখ তোমার কালো পরশ পাথর,
আমি হবো বয়ে যাওয়া এক গভীর নদী।🌊

-


19 JUN 2023 AT 15:02

“হার না মানা হিরো”
----------------
স্বপ্ন গুলো ডানা মেলে, বাবার হাতটি ধরে-
কঠোর ভাবে শাসন করে, জীবনটা দেয় গড়ে।
প্রখর রোদে শহর গলি ঠিকানা মাখা ধুলো,
বাইরে তাহার শক্ত লৌহ, অন্তরটা যে তুলো।
যন্ত্রণা কখনো পাঁজরে বসাতে পারেনি থাবা;
আদর যত্নে সন্তানকে আগলে রাখা, সেই মানুষটাই বাবা।
বাবা মানে, একটা বাঁধ যে ভরসা দেয় রোজ-
বাবা মানে, খুশির প্রাসাদ, স্বর্গ সুখের খোঁজ।

কষ্ট হল সহজাত স্বভাব, আঘাত থাকুক হাজারো-
সন্তানের কাছে বাবা চিরকাল, ‘হার না মানা হিরো’।
আশ দেয়-শ্বাস দেয়, দেয় সাহস, যা যায় যাক;-
সবার মাথায় বাবার মতো একটা আকাশ থাক।
বাবা মানেই স্বপ্ন পূরণ, সবকিছু যায় চাওয়া;
যে মানুষটা মুখ বুজে, সকল কিছুই দেওয়া।
বাবা মানে, আগলে রাখা, না বলে পাশে থাকা শিক্ষক;-
পর্দার আড়ালে লুকিয়ে থাকা জীবনের মহানায়ক।।

-


Fetching Sukhendu Poddar Quotes