সুদীপ ভট্টাচার্য্য   (সুভট্ট)
284 Followers · 422 Following

Fittings এর ওপর ঢিলেঢালা
Joined 18 November 2019


Fittings এর ওপর ঢিলেঢালা
Joined 18 November 2019

জ্বলতে পুড়তে ছাই পৃথিবীর দায়ভারে,
ভুল দেখি ফুল ফোটে ঘরকুনো লাইটারে।

-



पृथिव्यां पुत्रास्ते जननि बहवः सन्ति सरलाः
परं तेषां मध्ये विरलतरलोऽहं तव सुतः।
मदीयोऽयं त्यागः समुचितमिदं नो तव शिवे
कुपुत्रो जायेत क्वचिदपि कुमाता न भवति॥

-



সন্ধ্যা ঘনালে আঁধার জড়ানো নবপল্লীর বুকে
বনমল্লিকা ঘোমটা আড়ালে নিত্য বাজায় শাঁখ,
প্রদীপ শিখায় সধবা মুখটা সোনারঙ সিন্ধুকে
ধূলোয় ঢাকা পিলসুজ বলে এসে গেছে বৈশাখ।
আলতা পায়ের নিচেই আছে মাটির কোমলতা
চলার ছন্দ হলেও মন্দ পাড়াপড়শীকে বলবেনা,
লোধ্রপরাগ ঢেলেছে সুবাস খুবই মায়ামেদুরতা
পদ্মাপাড়ে শুক্রবারের হাট থেকে সবই কেনা।
মহুয়ার বন হাওয়া শনশন বাতাসে নেশা উড়ুক
আদিবাসী বুড়ি বেহুলার কথা বলেছেন অলচিকি,
খোলা পিঠে অফুরান আল্পনা কাঁচুলিতে ঢাকা বুক
তিমিরাভ চুলে মহাজাগতিক গ্রহ তারা ঝিকিমিকি।
বাউল পাগল বাজলে মাদল থামতে জানেনা পা
তাকা-ধিনধিন মদিরা রঙিন আগুনে ঢেলেছি ঘি,
তার রনদুন্দুভি এমনই মাতাল দিকবিদিক কাঁপা
শরীরে জ্বলন পাপের স্খলন চিতা ঢলে ধিকিধিকি।
চোখের কাজল মেয়েলি আঁচলে মুছে দিলে সম্ভোগ
লাল সূর্যটিপটা মুছে দিতে চায় লোলুপ পুরুষ হাত,
একটি জন্ম চেপেচুপে রাখা জটিল অজানা রোগ
মদের পাত্রে ডুব দিয়ে নাকি তারা হয়েছিল বরবাদ।

-



আগে মন ভাঙে, তারপর সম্পর্ক।

-



শরীরে আগুন শীর্ষ,
কত কারচুপি
আমব্রেলা ও টুপি
বঙ্গে এসেছে গ্রীষ্ম।
যেন তোরই নামে,
ফোঁটা ফোঁটা ঘামে
ভেসেছে ক্লিভেজ
এ তবে মধুর দৃশ্য।

-



তরমুজ চোরা লাল,
দেখিয়াছি চিরকাল
বাহিরে তাহার সবুজাভ আভা,
গঠনে রয়েছে মসজিদ কাবা
এখন কিছুই যাচ্ছেনা ভাবা
আসিয়াছে দ্রোহকাল,
আমি জানিনা এ কার চাল।
ফাটিয়া ফুটিয়া ভাত হয়ে যাবে,
নতুবা কুপোকাত হয়ে যাবে
আদরে সাদরে কুমির ডাকিয়া
কেটেছ সুয়েজ খাল,
সবুজ তরমুজ চোরা লাল।

-



তোমার চলন সান্দ্র,
তুমি চুপিচুপি আসো
এসে ভালবাসো
আবার গিয়েছ ফুরিয়ে,
আমার হৃদয় বুড়িয়ে
চাপদাড়ি মোটা চশমায়-
বঙ্গ আঁতেল হয়েছি,
তবুও মানুষই রয়েছি।

-



তারারা যৌথ থাকে চাঁদটা একাকী,
আকাশের দিকে চেয়ে চেয়ে থাকি।
আর সূর্য পূর্ব দিকে জ্বেলে দিল দীপ,
শুকতারা আসলেতে আকাশের টিপ।

-



ভাঙাচোরা মন নিয়ে
জানালার কাছে বসে থাকি,
প্রতিটা গোলাপি তারা
হয়ে যায় সন্ধ‍্যা-জোনাকি।

-



আঁধার ঘনিয়ে এলে
আমরাও ঘরে ফিরে আসি,
প্রতিটি শালিক পাখি
আসলেই ভ্রমনবিলাসী।

-


Fetching সুদীপ ভট্টাচার্য্য Quotes