Sudeshna Basu   (✍️ Sudeshna Basu)
73 Followers · 77 Following

Joined 24 November 2019


Joined 24 November 2019
4 MAY AT 19:25

পৃথিবী আমারই মতো একই কক্ষপথে ঘুরে
ফিরে আসে দিন থেকে রাত ঘুরে দিনে।
আমারও যান্ত্রিক জীবনের ধারা
ঘুরে মরে একঘেয়ে পথ চিনে চিনে।
অপেক্ষা নেই কোনো আশ্চর্য্য আলাদিনের
মাঝে মাঝে হেঁটে আসা স্মৃতির আলিতে গলিতে।
আগামীর জন্যে নেই অবশিষ্ট আশা কল্পনা
শুধু কিছু অতীত জড়ো হয় রোজকার দিনলিপিতে ।

-


3 MAY AT 12:36



দোয়াত কলির গল্পে তোমার কথা অল্পে
ফুরোয় না।
হাজার দিস্তে ঝগড়াঝাটি তবু গল্পের নটে গাছটি
মুড়োয় না।
সাদা কালো ইচ্ছেগুলো আর রঙবাহারি পাতাগুলো
কুড়োয় না।
গল্পে এখন মেঘের ভার তবুও স্তিমিত উত্তাপ তার
জুড়োয় না।

©sudeshna basu







-


2 MAY AT 16:51

ফেলে আসা স্মৃতি কত জীবনের বাঁকে
আসে না দৃশ্যপথে, ছায়া ফেলে রাখে।
সময় লুকায় মুখ, মুখোশে ব্যস্ততা
তবু মন হাতড়ায় স্মৃতি কথকতা।
অবসরে স্থির জলে জলছবি আঁকে
আবার মিলিয়ে যায় ছুঁতে গেলে তাকে।
স্মৃতির কোলাজ জড়ো মনের দেওয়ালে
নিত্যকার আসা যাওয়া আপন খেয়ালে।।

-


1 MAY AT 20:34


বুক জুড়ে অপেক্ষারা মৌন ঋষির মতো ধ্যান মগ্ন
চারিপাশের কোলাহলে কিছুমাত্র বিচলিত নয়
গ্রীষ্মের তপ্ত দুপুরের মতো প্রলম্বিত তবু
সবকিছু তোলপাড় করে ঠিক যেন কালবৈশাখী—
আসলেই কেটে যাবে মেঘ-সংশয়।

-


1 MAY AT 20:22


প্রতিটা দিনই নতুন হোক যেন চারার নবীন পাতা
যাতে এখনো পড়েনি ধুলোর আবরণ
এখনো ছোঁয়নি ধূসর মলিনতা।
প্রতিটা দিনই নতুন হোক, নতুন করে শুরু হোক পথচলা
পুরোনো বিবাদ, বিষাদ মুছে ফেলে
হোক না আবার মৈত্রীর কথা বলা।
প্রতিটা দিনই নতুন হত যদি লেখা হত অন্য উপন্যাস
নতুন পাতার সজীব মায়ায় বেঁধে
থাকত শুধু জীবনের উল্লাস।


-


30 APR AT 11:03

সূর্যের দেশে গৈরিক বেশে   তাপিত ভানু হয়ে নতজানু
মহাযোগী সেজে প্রখর তেজে মেঘের আড়ালে হঠাৎ হারালে। 
দগ্ধে ভুবন।     আসে বর্ষণ।

প্রত্যুষে রবি আঁকিছে ছবি   আনে দিবাকরে কৃষকের ঘরে
ঘন নীলাকাশে  সু-শুভ্র কাশে  নবান্ন ধানে শিশিরের স্নানে
স্বর্ণ কিরণ।                             নব জীবন।

ঊষার তপন মেলিছে নয়ন       জাগে ভাস্করে কোকিলের স্বরে
কুয়াশা স্নাত বিমল প্রাত।        বর্ণে রূপে রসে দখিনা বাতাসে
মন মোহন।                       সঞ্জীবন।

                  



-


28 APR AT 10:01


হৃদয়ের ফুলদানিতে যত্নে রাখা টাটকা গোলাপ
যৌবনে শুনিয়েছিল সুবাসিত খেয়ালী প্রলাপ।
সময় মেনে জমল ধুলো
ঝরে গেল পাপড়িগুলো
রইল বইয়ের ভাঁজে, ভালোবাসা হোক অপলাপ।
সময়ের গতি মেনেই বুঝেছি সবটুকু ভুল
তবুও ফুলদানিতে এখনও সাজাই যে ফুল
হোক না ক্ষণস্থায়ী
সকলেই পরিযায়ী
মুহূর্তরা সাজিয়ে রাখে হৃদয়ের একূল-ওকূল।

-


26 APR AT 12:55


ইচ্ছেরা ডানা মেলে উড়ে গেছে অবহেলে
পূরণের নেই কোনো দায়
কোথাও রাখিনি লিখে, বয়স নিয়েছে শিখে
ডোবে না আর হতাশায়।
বাস্তবের কঠিন ভ্রূকুটি, ইচ্ছেরা নিয়েছে ছুটি
বসত গড়ে না অন্তরে
ছোটো ছোটো ইচ্ছেরা , ইচ্ছে করেই তারা
হারিয়েছে ফুস মন্তরে।


-


26 APR AT 12:06


নতুন পাতায় লেখা থাকে জীবনের জয়গান
নতুন করে বাঁচা, ভুলে অতীত অভিমান।
ঝরিয়ে দিয়ে জীর্ণতা, অঙ্কুরিত আগামী সম্ভাবনা
নতুন প্রাণের অভিষেকে সজীব উন্মাদনা।
রিক্ত হয়েও পর্ণমোচী দাঁড়িয়ে অপেক্ষায়
আবার নতুন পাতায় আসবে ফিরে জীবনের জলসায়।

-


3 APR AT 21:51


কারণ মিলিয়ে যায়, পড়ে থাকে তিক্ততা শুধু
যেখানে জন্মেছিল চারা, পড়ে থাকে মরুভূমি ধূ ধূ।
বিবাদ বিস্বাদ লাগে, বিষাদের রাত্রিযাপন
কত আপন পর হয়ে গেছে, কত পর হয়েছে আপন।
কারণ তুচ্ছ লাগে সময়ের স্রোতে একদিন,
ক্ষতও হয়ত সেরে যায়, অকারণে দাগ থাকে ক্ষীণ।

-


Fetching Sudeshna Basu Quotes