Subhajit Das   (কলমে শুভ)
25 Followers · 31 Following

🆂🆃🆄🅳🅴🅽🆃
Joined 14 May 2020


🆂🆃🆄🅳🅴🅽🆃
Joined 14 May 2020
26 APR 2022 AT 21:16

শেষমেশ এই অদ্ভুত মধুর যাত্রার সমাপ্তি ঘটলো
কাল থেকে আর আর ওই আকাশী জামা আর নীল প্যান্ট পরা ছন্নছাড়া ছেলেদের সহজে একেই ভাবে দেখতে পাওয়া যাবে না।
আর দেখতে পাওয়া যাবে সেই শেষ বেঞ্চ বসে থাকা স্বপ্নপুর্ন জোড়া শালিকদের যারা জীবনকে সম্পূর্ণ উপভোগ করতো।
সেই ছেলেরা আর একসাথে স্কুলে যাবে না,বেঞ্চে মাথা নামিয়ে ঘুমিয়ে পিরিয়ড মিস করবে না,একসাথে বসে টিফিন খাবে না।
সাত বছরের এই দীর্ঘযাত্রার আজ অন্ত ঘটলো।
সেই বেঞ্চ থাকবে কিন্তু বেঞ্চে বসা তিন বন্ধুকে দেখতে পাওয়া যাবে না।
যাই হোক এই যাত্রায় অনেক চড়াই উতরাই থাকলেও শেষে একটা গভীর বিচ্ছেদ নিয়ে এই যাত্রা শেষ হলো।

-


30 JUL 2021 AT 8:33

এই অকাল বৃষ্টি অনেক কিছু
বলে যায়,
কখনো তা ডিভোর্সি জীবনের গল্প অথবা
ব্যর্থ প্রেমের সাত কাহন ও প্রাক্তনের গল্প অথবা
ভালোবাসার ছোঁয়া ।
সেই সব গল্প পরে ওঠার কারোর সময় নেয়
ব্যস্ত হয়ে পড়েছে সকলে,
কেও কাজ আবার কেও মিথ্যে ব্যস্ততা ব্যক্ত করায়।
তাই ওই সব গল্পগুলো থেকে যায় মুক্তোর মতো
সুপ্ত অবস্থায়।🙂🥀

-


22 MAY 2021 AT 6:49

তুমি থাকো অন্য কারোর সাথে,
আমি চলে যাই নীরবে।🥀
তুমি থেকো চিরবসন্তে,
বর্ষা নামুক আমার কবরে।।🙂

-


5 APR 2021 AT 22:41

One sided love হল এমন এক বস্তু
যেখানে কিছু হারানোর কোনো ভয় নেই।🙂🥀

-


30 MAR 2021 AT 21:45

পথ চারি

এই সবুজ প্রান্তর,
এই ঘাস ফড়িং এর ঐক্যতান,
এই বিস্তীর্ণ সমভুমি,
এই চিরবসন্তের দেশ,
না,এ আমার দেশ নয়।

এই রক্তিম লাল গোলাপের
অদ্ভূত চাহনি,
এই সবুজ উপত্যকা,
এই কোকিলের গান,
না,এ আমার দেশ নয়।

এই রুক্ষ প্রান্তর,
এই উচ্চ বালিয়ারি,
এই বিস্তীর্ণ মরুভুমি,
এই বালির সমুদ্র,
হ্যাঁ,এই আমার দেশ।

এই ক্যাকটাসের জঙ্গল,
এই ঝলসানো উত্তাপ,
এই চিল,শকুনের কোলাহল,
এই নরখাদক বায়ু,
হ্যাঁ,এই আমার দেশ।

-


27 MAR 2021 AT 11:07

মানুষ হল এক অদ্ভুত প্রাণী,সর্বদা তার অস্তিরতা কাজ করে
কিন্তু এই অস্তির মানুষই একদিন স্থির হয়
যখন সে জানতে পারে সে যা ছেয়েছিল তা সম্ভবকর নয়।🥀

-


15 MAR 2021 AT 15:15

আমি নারী

-


11 MAR 2021 AT 22:31

ভালোবাসা ও প্রেম এর মধ্যে basic different
হল এই যে ভালোবাসা হল নদীর মত,অনেক উচুঁ নিচু চরায় উতরায় আছে🥀 আর প্রেম হল সমুদ্রের মত,যতই বাধা আসুক নদী সমুদ্রে গিয়ে মিসবেই।🌼

-


16 FEB 2021 AT 22:22

প্রতিটি মায়ের কাছে তার মেয়ে দেবী সরস্বতী-এর সমান।

-


19 JAN 2021 AT 23:02

এ কী রাত্রি,নাকি কোনো এক মহাজাগতিক প্রতিযোগিতা।
যে প্রতিযোগিতায় অংশগ্রহন,করেছি আমি আর তুমি।
তারার কাটাকুটি খেলার মাঝে,আমার দুজনে লুকোচুরীতে ব্যস্ত।
যদিও এটা স্বপ্ন,বাস্তাবতায় নিয়ন আলোর নিচে সবাই আবছা।

-


Fetching Subhajit Das Quotes