Sreya Tripathi  
430 Followers · 138 Following

Joined 1 June 2017


Joined 1 June 2017
15 APR 2019 AT 16:56

অপূরণ রইলো যা ফুরানো ওবছরে,
"নতুনে" তো চেষ্টারই হয় জন্মান্তর ;

আশা-বীজ, একমুঠো বোনে ভারি আদরে,
যুদ্ধটা চলে....তবু বাঁধে জয়গান তো !!


"শুভ নববর্ষে" রইল আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা,
শুভ হোক প্রতিটা দিন

-


15 SEP 2018 AT 17:26

ঘুম- মেশিনটা, বহুদিন হলো বিকল হয়েছে, বিকল্প নেই.......
স্বপ্ন বেচে, রাতের মোড়কে ভোর কিনে আনি, খুব অল্পতেই।।

-


10 SEP 2018 AT 21:12

তুই দূরে গেলে, মনে ভাঙচুর
কাছে থাকলে....জীবন-মুখীতা ।।

-


7 SEP 2018 AT 14:06

একরত্তি জীবন, তবু
"আমি"র খেলায় মগ্ন...
সত্তা ও তো সস্তা খুবই,
মনের শরীর, রুগ্ন ।।

-


25 AUG 2018 AT 23:35

মনের চিৎকারে, ঘুম ভেঙে যায় রোজ,
আর স্বপ্নের মতো রোজ ভেঙে যাই...... আমি....।
শরীর হাতড়ে ভাঙা টুকরোর খোঁজ,
অভুক্ত মন,বহুদিন ধরে, খাবার জোটেনি ।।

ঘুমের ওপরে চাপিয়ে দিয়েছি বালিশ,
প্ল্যানচেটে নামে "ইচ্ছের" মায়া শরীর....
মুক্তি পায়নি.....রোজকার একই নালিশ,
বারবার আমি রাস্তা ভুলেছি বাড়ির ।।

তবুও যেখানে যতটা পেয়েছি রং...
প্রলেপে ঢেকেছি রক্ত, জমাট বাদামি...
শিরিষ-সমাজে ঘষে তুলে ফেলা জং,
ভেঙে গিয়েও রোজ দাঁড়িয়ে থেকেছি "আমি" ।।

-


21 MAY 2018 AT 13:36

এক সমুদ্র....গভীর চুম্বন চোখে নিয়ে তোমার তাকিয়ে থাকা....
আবছা প্রায়, ছায়া-শীর্ণ আমাকে,
অবয়ব দেয় যেন ;
মনের নানান খাঁজে,ভাঁজে,পরতে,
ধূলো-কথা জমিয়ে রাখা...
আগ্রহী বুক পেতেছো, বহুযুগ পরে তাই
কথা ঝেড়েমুছে গৃহস্থী সাজানো।।

সব যন্ত্র বাজে না সব আঙুলে,
শরীর-সেতার, শিল্পী ঠিকই চেনে....
তুমি ছুঁলে আগুন নামে স্নায়ুর তারে,
দীপক রাগ পুরুষ অনুরণনে।
অবাক ভাবে একইসাথে ঝড় থেমে যায় মনের,
মেঘ-মল্লার তানে... বুক ভেজায় ;
ইচ্ছেনদীতে জল জমে আবার...
এযাবৎ ছন্দহীন নির্লিপ্ত বৃষ্টির পরে....
তোমার সাথে অন্ত্যমিলটাই বাঁচায়।।


-


24 APR 2018 AT 10:45

ক্ষমা করে দেব তবে....
যত্ন করে মুছে দেব প্রেম
ধুয়ে দেব স্মৃতি...তবু শরীরের
বহু আনাচে কানাচে তুমি ঠিক থেকে যাবে।

-


15 APR 2018 AT 19:06

জীবন যেমন বইতে বইতে নতুন ঘাটে এসে,
ভুলে যাবে ভাবে প্রতিরোধ সব, খুঁজে নেয় সুখ-চর ।।
মুঠো ভরে নেয় কিছুটা আশা, ঢেকে দেবে ভুল...শেষে,
ঠিক হবে সব চৌদ্দ-পঁচিশে, বাংলা নতুন বছর ।।


শুভ নববর্ষের শুভেচ্ছা ❤

-


13 APR 2018 AT 19:08


তুমি প্রায়ই বলো, আমায় দাও নি কিছুই..... উপহারে,
আমি বলি.....
দেখা হলে দেখাবো, হিসেব রেখেছি...
তোমার পাঠানো
একটা একটা রাতের.....তারা আঁকা খামের ভেতরে ||

তোমার পাঠানো রাত, জাগিয়ে রাখে আমায়, তোমার মতো....
গভীর রাতে তোমার রাত জড়িয়ে ধরে আমায়,
কানের পাশে চুল সরিয়ে বৃষ্টি ঢেলে দেয়.....
আমি চাদর ভেবে রাত জড়িয়ে
চুপটি করে থাকি........... ভিতর-দালান বড় অশান্ত ||

তুমি যেভাবে আকাশ আঁকো, ঠিক সেভাবেই......
তরল প্রেমে তুলি ডুবিয়ে ফিকে করে দাও অন্ধকার
তারপর আর ভয় করে না.... তোমায় দেখি স্পষ্ট
জন্মান্তরের শাপে তোমায় ছোঁয়া বারন
তোমার রাত কথায় ভোলায়.... ভালো রাখে রোজ, এভাবেই ||

ভোরের আলো ফোটার আগে,রাতটাকে খামে ভরার আগে,
ওকে আরো একবার বলি.…." লাগ যা গলে ".....
রামধনু কে রং দেব সব, নীল টা থাক আমার ভাগে,

আরো একবার নীলচে আগুনে পুড়ুক মন আর দেহ.......
" সায়দ্...... ইস্ জনম্ মে.......মুলাকাত হো না হো " ||

-


12 APR 2018 AT 1:37

পৃথিবীতে ঋতু বদলায় না আর তেমন,
কমছে মনের তাপ......যদিও উষ্ণায়ণ ;
অবিশ্বাসী খরার সাথে আবেগ অনাবৃষ্টি
শুকিয়ে দিয়েছে বুক... রুক্ষ মনের মাটি।।
তবু....তবুও আজ, সম্পর্ক-গাছ... জন্মায়;
সৃষ্টিদিনের মতোই সব পাতায় সবুজ মাখায়,
প্রথম প্রেমের রংও, যেন তাইই, একই থাকে,
ভার্চুয়াল আকাশ, শব্দ-বাহী বাতাস তাকে যত্নে রাখে।।
সবুজ তাতেও সবুজ থাকে না, হলুদ বেয়ে খয়েরি,
ঝরার পথটা, জেনে নেওয়াটাই ভীষণ দরকারি।।

ইদানিং প্রায় রোজই মরে যায়...সারে সারে,
সদ্যোজাত নরম প্রেমের শিমুল তুলোর চারা;
সম্পর্ক-গাছেরা তবুও জন্মায় বারে বারে,
হাওয়ায় ভাসা...একরত্তি ভালোবাসা বীজেরা।।

-


Fetching Sreya Tripathi Quotes