𝑺𝒐𝒖𝒎𝒆𝒏 𝑷𝒂𝒕𝒓𝒂.   (𝒯𝒽𝓮 𝒯𝒽𝒾𝓃𝓀𝓮𝓇...)
149 Followers · 42 Following

read more
Joined 6 March 2018


read more
Joined 6 March 2018

চেনা ডায়েরির পাতায় টেনে আমি ইতি,
শীতল বালিশের নিচে খুঁজি উষ্ণতার প্রতিশ্রুতি।


-



if you don't show what you feel,
you'll lose what you love, what you need.


-



এ জানলায় দুপুর এসে বসে,
প্রতিদিন প্রতিনিয়ত।
পরক্ষণেই মেঘ চিরে বৃষ্টি নামে,
মাটি ক্ষত-বিক্ষত।।
গোধূলিও এবার বিদায় জানায়,
উপসংহার রঙকেলি।
শিশির জমে ঘাসের ডগায়,
দিনের অন্তিম গলি।।
যতো রাত বাড়ে ক্ষত জাগে,
নিস্তব্ধতার ভিড়ে।
ঝিঁঝিঁর ডাকে আধভাঙা মন,
ব্যথার উপশম খোঁজে।।

-



At The End of The Day
""""""""""""""""""""""""""""""
and at the end of the day
some love to hate,
some hate to love.
~
and at the end of the day
some promises break,
some break promises.
~
and at the end of the day
some end that ends,
some end that begins.
~
and at the end of the day
some see as night,
some as sunset.

-



Before you leave
can we live those
moment one last time,

bellow the sky
beside the hill.

-



বৃষ্টি ভিজুক শহর,
                  ভিজুক তাসের ঘর।
হালকা সোঁদা ঝড়,
                  হয়েছি আমি পর।
মনে জাগে সাধ,
                  রাখবি হাতে হাত।
ভিজবো দুজন,
                  হারাবো পরক্ষণ।

বৃষ্টি ভিজুক শহর, আমার ভেজা বারণ ।।


-



মধ্যরাতে তোমাকে খুঁজি, অন্ধকারে,
সিগারেটের ধোঁয়ায়।
ধরতে গেলেই বাতাসে হারাই,
চোখের সামনে ভাসে অন্য জগৎ,
সৈন্যদল, দেহরক্ষী, ঘোড়সওয়ারী।
তারাও নাকি খুঁজছে তোমায়!

হেঁটে চলেছি লাল মাটির পথ ধরে,
পলাশের আগুন পায়ে মাড়িয়ে।
শুধু জানি দেখা পাব তোমার
আবার এই শতকে।

-



Ke ishq unko bhi ho zaroori hai kya?
Woh bhi humko chahe zaroori hai kya?

Hum dil toh unse lagaye baithe,
Ke hum dil toh unse lagaye baithe!

Par woh bhi humpe dil lagaye! zaroori hai kya?


-



তোমার নীরব উপস্থিতি
আমার অস্তিত্বে টানে ইতি।
একলা মন, আর সংকল্পের বাঁধ,
তোমার প্রবেশ দেওয়ালে চিড়ফাঁট।
আবেগের বাঁধ ভাঙে, বিবেকে বাধে,
মস্তিষ্ক চায় দূরে যেতে, হৃদয় গুমরে কাঁদে।

-



একটা শ্রাবণ তোমার নামে,
অনুভূতি জমা হলুদ খামে।
বুকের ভিতর আলতো বামে,
ভালোবাসা আজ বাসা বাঁধে।

আর একটা শ্রাবণ তোমার নামে,
গল্প বলার ফাঁকে, চোখের কোণে।
ভেজা চুল আর কানের দুলে,
হৃদস্পন্দন আমার বাড়ে কমে।

এভাবেই আগামী সহস্র শ্রাবণ
লিখে যাব আমি তোমার নামে।

-


Fetching 𝑺𝒐𝒖𝒎𝒆𝒏 𝑷𝒂𝒕𝒓𝒂. Quotes