S@Y@NTiiK@ RoY ChOwDhUrY   (কলমে V@s¤)
37 Followers · 45 Following

read more
Joined 1 October 2018


read more
Joined 1 October 2018
29 APR AT 19:18

আমি তোকে ভাগ করে নিতে চাইনি,তাই সরিয়ে দিয়েছিলি তো?
হারানোর ভয়ে আকুল হয়ে কেঁদেছিলাম তাই বিরক্ত হয়েছিলি বল?
বলেছিলি তোর জায়গা কারুর হবে না,অথচ সবাই জানতো যে আমার জায়গা খুব সস্তায় বিক্রি হয়ে গেছে।


আসলে সবাই জানতো ,আমার জায়গা অনেক আগে থেকেই বিক্রি ছিল, শুধু তুই ভুলে গেছিলি যে আমি "বিক্রি"নেই,আমাদের "বিক্রি" হয়না!

-


22 FEB 2023 AT 0:06

দিনকাল এগিয়েছে,বেড়েছে ঝাঁ চকচকেবিদেশী চমক💥
বাঙালী কবে জানবে ম্যানেজারের বাংলা ব্যবস্থাপক‼️
হাজার ব্যর্থতা ওঠাপড়ায় ,শুধু হামারি আধুরী কাহানি নয়😏
রবিঠাকুরের কালজয়ী গান সবচেয়ে মানানসই হয়👌
বাংলা শুধু বিদ্যায় নয়,থাকুক চর্চায়,মজ্জায়,ঠোঁটের ডগায়❤
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকুক কবির লড়াই,পঞ্চব্যঞ্জন আর ধারালো কলমের আগায়✒️🎵🥗

-


27 JUL 2022 AT 22:27

বাড়ি ফিরে শুলে আলস্যি লেগে যায় বলে বন্ধুকে না ঘুমিয়ে Assignment লেখার কথা দিয়ে বাড়ি এসে রাত 8টায় ঘুম থেকে উঠে পটল দিয়ে ডালিয়া খেয়ে বসে থাকা আমি।।

-


11 JUL 2022 AT 21:38

কলেজের কিছু কাজ করছিলাম.. বাবা ঘরে ঢুকেছিল কোন প্রয়োজনে,ক্ষিদেটা feel করতেই চেচিঁয়ে বললাম বটে কিন্তু বাবা জাস্ট দরজা টা বন্ধ করে চলে যাওয়ার সময়ে;অতএব শুনতে পায়নি বুঝলাম।।

মিনিট দুই পরে বাবা আবার এল..হাতে প্লেটে বিস্কুট!!😄

আমি হেসে বললাম-"ভাবলাম শুনতে পাওনি.."
বাবা বলল-"এটা কখনও ভাববি না..তোকে শোনার বা বোঝার সময় নেই আমাদের ; যেটুকু হয় তা কেবল বয়সের হের ফের।।

-


11 JUL 2022 AT 21:13

Patience ! till Achievement..

-


11 JUL 2022 AT 21:09

ভালোবাসা তো অতীতের উপকথা হতে চায় সে মুক্ত ,

কেউ কি জানে তারই মায়া জালে আজও কেউ আবদ্ধ

-


21 JUN 2021 AT 0:34

সারাবছর অক্লান্ত পরিশ্রম,মানসিক চাপ,পরিবার প্রতিপালন আর সবশেষে দুটো পয়সা বাঁচানোর তাগিদ :
শুধুমাত্র মায়ের শরীর ভালো নেই বলে,
বছরের একটা মাত্র দিনও" আরে ছাড়!মা ভালো হলে সব হবে " বলে দুশ্চিন্তার ভাঁজ হেসে কাটিয়ে দেওয়ার নামই "বাবা "

-


13 MAY 2021 AT 21:40

IN ThiS Entire OrdinarY make UrselF

THE EXTRAORDINARY-EST

-


13 MAY 2021 AT 21:36

রাতের ভরং এক এক রকম
দিনে খতম হয়

পায়রা দিয়ে তার পাঠালেই
মিথ্যেবাদী নয়?

-


12 MAY 2021 AT 1:22

ফুটফুটে সাদা ড্রেস
তাদের দেখতে লাগে বেশ 🤍

লোকে বলে এমন মুখরা
পালিয়ে বাঁচে ব্যাধি জরা💥

Labour Room থেকে মহামারী
আমরা সব সামলাতে পারি 👌

তাঁরা Florence রুপি AngeL
কখনও বা রাতের Nightingale 🌜🧚🏽‍♂️

-


Fetching S@Y@NTiiK@ RoY ChOwDhUrY Quotes