Rumki Bagchi  
431 Followers · 21 Following

read more
Joined 14 July 2021


read more
Joined 14 July 2021
18 MAY AT 17:54

ফেসবুকে করুণ মুখে পোস্ট,
"কিছুই ভালো লাগছে না"
পাঁচটি কমেন্ট পরে সাথে সাথে,
"আমি তো আছি ভেবোনা সোনা"
ষষ্ঠ কমেন্ট বউ দিয়েছে...
"আজ আর ছাড় পাবে না"

এই তো চলছে টাইমপাস্,
নড়ছে সংসারের মজবুত খুঁটি।
সকলেই আছে রঙিন চশমায়,
বুঝছে না ভালবাসা কতটা খাঁটি।
সে যে চীনেমাটির ভালোবাসা,
আসলে যা চৌকাঠ গ্যারান্টি।

-


17 MAY AT 17:12

শিখিয়ে গড়তে গিয়ে মনেতে ঘর বাঁধলে সংগোপনে,
পেছন ফিরে দেখতে মানা বলতে তুমি প্রতিক্ষণে।
তোমার কথায় এগিয়ে গেছি চঞ্চলা উৎসাহের জোশে,
হঠাৎ করেই হোঁচট খেলাম একলা হয়েছি অবশেষে।
যেথায় ছিল বাস আমার বুঝিনি হারালো কেমনে,
পুরোনো স্মৃতি দিচ্ছে জানান,ভোলা অভাব এ জনমে।
তবুও পদ্যের মেঘ তোমায় ঘিরে বৃষ্টি হয়ে দেই ঝরিয়ে,
স্মৃতির ঘরে এলে আমি,পাতা উল্টে দেখো সময় নিয়ে।

-


16 MAY AT 17:58

ঘুমিয়ে যখন শহর, নির্ঘুম আমি বাস্তব দেখি,
হেরে যেতে যেতে ভাঙা শিরদাঁড়ায় ছবি আঁকি,
কত কঠিন মুহূর্ত সব স্বযত্নে পাশবালিশে রাখি।

রয়েছে লুকোনো ব্যথার পাহাড় সবার অলক্ষ্যে,
উদিত রবির কিরণের সাথে উজ্জ্বল হাসি মুখে,
মুখোশ পরা পটু কুশীলব,জাগ্রত জ্বালা বক্ষে।

উষ্ণ দিনের অবসরে ভাঙছি সিঁড়ি স্মৃতির ঘরে,
কত কি ছিল আশেপাশে দেখি উল্টো পথে হেঁটে,
ঝাপসা সব সুখের ছবি দুঃখগুলো জাপটে ধরে।

-


14 MAY AT 18:49

দাবদাহে এক পশলা বৃষ্টির পর
নির্মল শান্তির আকাশ,
সে এক ক্ষণিক স্বস্তির গল্প।

শত বিড়ম্বনা,শত লাঞ্ছনা
তবু আশা নিয়েই বেঁচে থাকা,
হোক প্রাপ্তি না হয় স্বল্প।

-


13 MAY AT 18:37

খুব সাধারণ আমি এক নারী,
সবার মত কিছুই নাহি পারি।
কারোর মনে গাঁথার মত নই,
আপন ভাবে এমন মানুষ কই।
নাইবা হলেম কারোর মনের মত,
নিজের মতই স্বপ্ন সাজাই যত।
কিঞ্চিৎ নেই দুঃখ আমার তাতে,
নিজের ঘোরেই দিন রাত্রি কাটে।
বাগ বাহারে যত্নে ফুল ফোটাই,
কুন্দ মালায় অন্তরকে সাজাই।
ভুলে থাকি যত অযাচিত ব্যথা,
অপ্রকাশিত এটাই গল্পকথা।

-


12 MAY AT 14:15

মা তো সদা মা'ই হয়,
সন্তান তার জঠরে রয়।
মায়ের আদরে বেড়ে ওঠা,
যেন একটি কুঁড়ির হয় ফোটা।
সেই আঁচলেই আছে সর্ব শান্তি,
মুখ দেখে পড়া তাঁর ছলাকলা।
শত লাঞ্ছনায় অবিচল থাকে,
যতই বলি হবে তা কম বলা।
সব সম্পর্ক পাশে রেখে,
সন্তান মোহে মা যে বস।
জন্ম দিলে যে দিন আমায়,
সেটাই আমার মাতৃ দিবস।

-


10 MAY AT 18:07

পাশের ফ্ল্যাটে দু মাসের বিবাহিত নবদম্পতি,
খুশীর কমতি নেই তাদের কখনো এক রতি।
একজন এনেছে চা তো অপরে বিছানা সাজায়,
কেউ কাপ ধুলে অপর ব্যস্ত ঝাড়ু পোছায়।
রান্না করছে কেউ তো অন্য বাসন মাজে,
এভাবেই ভালোবেসে দুজনের সংসার সাজে।
সকাল রাত্রি দুটোতেই দেখি ভীষণ দেরি,
রোজ রাতে এসে যায় হোম ডেলিভারি।
ঘুমিয়ে যখন কথার শহর বেলকনিতে কেউ একজন,
পাশেরটার থেকে সুধাই আমি,ঘুমোবে কখন?
নিচুস্বরে বলে,দিদি ওয়ার্ক ফ্রম হোমে নেই আর মন।

-


8 MAY AT 13:42

আজও আলোকিত রবির কিরণে,
উদ্ভাসিত মোরা তোমারে স্মরণে...

বিশ্ব জুড়ে তোমার খ্যাতি,
গর্বিত মোরা বাংলা জাতি।
যুগ যুগ ধরে তুমিই মহান,
লুটছি আমরা তোমার দান।
বিশ্বকবি তোমার জন্মদিনে,
লহ আমাদের সশ্রদ্ধ প্রণাম।
🌼🙏🌼

-


7 MAY AT 18:12

টিপ্ টিপ্ পরে ফোঁটা নিঃঝুম দুপুরে,
ভেসে যায় মনখানি অজান্তে বহু দূরে।
জানলায় চোখ রেখে মিশে যাই ভুবনে,
গুনগুন সুর তুলি পুলকিত মননে।
দেহ মনে দেয় দোলা রিমঝিম ঝংকার,
মধুর মুহূর্তখানি রেস রাখে কি মায়ার।
একাকিনী মায়াময় সুরেলা নীরব দুপুর,
মনকে নাড়িয়ে তোলে কাব্যিক তরঙ্গ নূপুর।
ধিমি তালে বয়ে চলে সুমিষ্ট শীতল বাতাস।
অব্যাক্ত কথামালার অবলীলায় হয় প্রকাশ।

-


5 MAY AT 18:18

কত যুগ ধরে খুঁজেছি ঘাত সংঘাতে,
একাকী অথবা লোকারণ্য জনপথে।
স্বপ্নেও খুঁজেছি বহুবার নিশিরাতে,
নব সূর্যোদয়ের আশ্বাসে প্রভাতে।
এ আমার এক ভীষণ রকম রোগ,
শুধু একবার দেখার তরে শোক।
মরে বেঁচে আছি হয়তো এযাবৎ,
সেই তো ছিল বেঁচে থাকার রসদ।

-


Fetching Rumki Bagchi Quotes