Rudraneel Bhowmik   (কবিমুন্ডু শূদ্র)
901 Followers · 661 Following

লেখার জন্য লেখা,নোবেল পেলাম বলে!!
খিচুড়ি পাকিয়ে কি যে লিখি,ঝোলে,অম্বলে!
Joined 11 May 2017


লেখার জন্য লেখা,নোবেল পেলাম বলে!!
খিচুড়ি পাকিয়ে কি যে লিখি,ঝোলে,অম্বলে!
Joined 11 May 2017
18 JUN 2019 AT 12:00

সহস্রবার তুমি,
পর্ব-৩০,

রাতের অভিমান জমেছে
ঘাসের শিশিরে,
আদরের রোদ পড়েছে,
সকাল মুছেচে ঘাম।
দিনে দিনে শেষ গ্রীষ্ম,
বর্ষা, শরৎ, হেমন্ত।
ওহে পোষ্টমাষ্টার!
খুঁজে পাওয়া গেল সেই হারানো খাম?
বাংলা ছেড়ে ওড়িশার পথে,
পথ হারিয়েছে কত!
ভুল ঠিকানা,
ধুস্,
দূরত্ব বাড়ায় যত!
আবার ফিরে আসা কাছে,
আমের গাছে গাছে
মুকুল ধরেছে,
বাবুই পাখী তালগাছে বেঁধেছে বাসা।
কত টানাপোড়েন, জোয়ার ভাটা,
তবু বছর পেরোই ঠিকানার খোঁজে,
ছোট্ট ভালোবাসা।

-


8 OCT 2018 AT 22:18

মাদারস্ লাভ,

একটা ফুটফুটে বাচ্চা তার মায়ের হাত ধরে ঠাকুর দেখতে বেরিয়েছে। হাসছে,মুখ দিয়ে লালা ঝরছে আর খুব হাঁপাচ্ছে।তার মা তাকে বসালেন আর বললেন এখানে এসেও বাঁদরামি?পাগল কোথাকার আমাকে শান্তি দেবে না কখনও।এর সাথে দু চারটে চড়ও জুটলো ভাগ্যে তার। না না বিকল অঙ্গ নয় সবই ঠিকঠাক শুধু লাল পড়ে আর হাঁপায়।
আর একটা মা কে দেখেছি তার হাতিমুখো বাচ্চাকে নিয়েও কত সুখী।তোমরাও দেখেছো, আরে গণেশের 'মা' দূর্গা গো। কত গর্ব তার, কোলে কোলে রেখে লাড্ডু খাওয়াচ্ছে দিনরাত আর ছেলের ভুঁড়ি বাড়ছে।এই ছেলেকে নিয়েই সবখানে সেল্ফি তুলছে।
এই 'মা' এর কাছে কি বা আর দাবী থাকে 😊😊।অসুরবিনাশ তো এক্সট্রা পাওনা।

-


14 SEP 2018 AT 0:01

সহস্রবার তুমি,
পর্ব-২৯

শীত ঘুম,স্বপ্ন দেখা রাত।
রাখতে দিও হাত।
হার্মাদ,
পর্তু গালে প্রেম।
দস্যু যদি হতেম।
বুঝি তোর ফিরতো বরাত !

হোক রোজ রাহাজানি আর শব্দ দূষণ,
অভিমান পোষণ।
বিভূতিভূষণ,
এ পথের পাঁচালী লেখা থাক।
অস্কার তুলে রাখ।
শুধু চলি দুই জন।






-


18 JUN 2018 AT 23:49

সহস্রবার তুমি,
পর্ব-২৮,

কতবার তোর ঠোঁট ফোলা জ্বর,
শাষনে,বিরহে একুশটা বছর।
ফিরে দেখিনি।
যে কটা দিন স্বপ্নে গুনেছি,
কানে কানে কত গল্প শুনেছি,
ও প্রেম বাহানা খোঁজো ।
রাগ অভিমান শিউলি কুড়োলো,
বাতাসে বাতাসে গরম জুড়োলো,
চল নিঃশ্বাস নি।
হতে পারে রোজ একই আলাপন,
স্থির হতে হলে আগে হোক আলোড়ন।
তারপর চোখেচোখ।
বালিশে বালিশে হোক চিৎকার,
মুঠো মুঠো হাত হোক ধিক্কার।
করি পুনঃরুদ্ধার।
নতুনের মত আজকের দিন,
অনেক হয়েছে মেড ইন চীন।
শক্ত থাকি রে।
কোকিল গরমে গান ভোলেনি,
রবি কখনও প্রাণ ভোলেনি।
আসি শুরুর কাছে।




-


3 MAY 2018 AT 13:48

বাতাস আর ঝড়ের মাঝে আছে পার্থক্য।
আমি বুঝি সব।
তবুও এই মন
অবিরত।
শরীরগত।
বাড়াই যত,
পাপ।
মুখের ওপরে মুখোশ,গেরুয়া রঙের প্রেম।
ভেবেছি আলাদা আমি!!!
মানুষের চেয়ে মুখোশের দাম বেশি।
এলোকেশী,
তোমায় দেখে আজ অস্থির মস্তিষ্ক।
ছুটে ছুটে যায় টর্নেডো।
কে বলে ঝড়ের আগে হয় বাতাস শূন্য!!
যা কিছু শূন্যতা সব আসে পরে,
ভাঙা হৃদয় ধুকধুক করে ভীষণ জ্বরে।
হেরে যায় শরীরের কাছে মন।
এর থেকে ভাল কাফন,
মনের মৃত্যু মানেই শেষ।


-


28 APR 2018 AT 17:38

অন্ধকার।
চোখ বুজলে পাই আলোর সন্ধান।
নিঃশ্বাসে ছেড়ে দিলাম যত আবর্জনা।
থামালাম চলাচল।
আমার ভেতরে ফুসফুসে পাই বিশুদ্ধতা।
রক্তে রক্তে করি আনাগোনা ,
শিরায় শিরায় অনুভব করি।
চুপ,নিশ্চুপ!!
মাঝে মাঝে এখানে ওখানে ভেসে যাই।
ভাসিয়ে দিই, চলে যাক না তারা,
চিন্তারা,
ভাবনারা।
আবার ফিরে আসি।
বুকের ভেতর ওঠানামা,
স্পর্শে স্পর্শে অনুভূতি।
আছি আমি, আমার সাথে।
ধ্যানে আমি,
জ্ঞানে আমি,
পরিপূর্ণ আমি,
সম্পূর্ণ আমি।
শান্তি,
শান্তি,
শান্তি।
....
...
..
.

-


26 APR 2018 AT 23:05

শব্দের কাছে হাত পেতে থাকি,
দেওয়ালের কানে কান।
কবিতা একটা আসবে বোধহয়,
ভেতরটা শুনশান।
মনের যোনী ছিঁড়ছে মগজে,
খুলিতে মারছে লাথি।
ছোট্ট শিশুর বাবা না পেলে,
খুঁজে নেব রাতারাতি।
হাতের আঙুলে বেরোবি তুই?
নাকি মুখের ভেতরে কাঁদিস?
তোর 'মা' যদি হয়ে যাই আজ,
কাল সমাজ খুলবে হাদিস।
তুই কি বুঝিস কষ্টের দাম?
শুধু ছন্দ ছন্দ খেলা।
বড় হয়ে এই কবিকে দেখিস,
তোর 'মা' আমি ছোটবেলার।
স্বপ্ন ভীষণ তোকে বড় করা,
তাই নিঁখুত করে আঁকি।
তোর প্রতিমাই জ্যান্ত করে,
কোলের মধ্যে রাখি।




-


23 APR 2018 AT 22:22

ক্লান্ত হই।
দিনে দিনে যত বেড়েছে স্বপ্ন,দুঃস্বপ্নে ডুবেছে পা মাটির ভেতর।
শেকড়ের শিরা লোমকূপ হতে
তিলে তিলে গেছে সমৃদ্ধির পথে।
আমার খনিজ চাই,চাই ভূমিষ্ঠ জল।
হতভাগা হাত,জ্যোতিষ পাথর,
পাথরের ডালে দুহাত রূপান্তর।
আমার বাহির, আমার অন্তর,
হয়েছে মন্থর।
ক্লান্ত হই।
মেরুদণ্ড!! সে তো কাণ্ড!!
হৃদপিন্ড খোঁজে খালি মানুষের রূপ।
বাকী আর আছে কি!!

'দুচোখ' তবে তুই হোস দুটো সবুজ পাতা,
করিস শুকনো স্বপ্নের সালোকসংশ্লেষ।







-


26 MAR 2018 AT 12:13

সহস্রবার তুমি,
পর্ব-২৭

খালি মেঘ বাতাস দিল ঢেলে,
হতেও পারে আজকে বৃষ্টিপাত।
তোর ঘুম ভাঙলে আমি পাশে,
ছাদে চল!ভিজবো সারারাত।

সকাল হলে দেখব সবুজ ঘাস,
নেতিয়ে পড়ে ঠান্ডা লাগা জ্বরে।
শিশির দেবে কপালে জলপট্টি,
রোদের ওষুধ জানলা খোলা ঘরে।

ক্লান্ত চোখে ভুলব অনেক কষ্ট,
অসুখ শরীর মনকে করবে খুশি।
মাঝে মাঝে এরম বৃষ্টি এলে,
পুরাতন বৌ লাগবে যে প্রেয়সী!


-


20 FEB 2018 AT 0:11

বিভীষিকা রাত্রি কখওনও উত্তর দিও।
হায় হোসেন!! তোমার রক্তাক্ত দেহ,দেওয়াল জুড়ে বিদ্রোহ।
ঈশ্বরী বেশ তো পদোন্নতি!!
এদিকে বৃদ্ধ হরপ্পা,সঞ্জীবনী নিঃশ্বাসে হয় ঘা।
কত রাত হবে?ওরে নিস্তব্ধ যন্ত্রনা,জাপটে ধর।
ঈশ্বরী,প্রেত না হরি?
অসহায় লাগে।
এ আত্মার মরণ নাই, ধরন নাই,বৃষ্টি নাই,সৃষ্টি নাই।
কৃতদাস।

-


Fetching Rudraneel Bhowmik Quotes