Roy Aakash   (Roy_aakasH)
463 Followers · 66 Following

read more
Joined 19 September 2017


read more
Joined 19 September 2017
1 JUL 2022 AT 12:25

হয়ত এটাই পাওনা ছিল

সে বেসেছিল ভালো.., সত্যিকারের
আমি বুঝিনি তখন, দূরে সরিয়ে ছিলাম
আমি পারিনি ভালোবাসতে, কি করতাম আমি?
সে খারাপ, একথাটা একবারের জন্যও আসেনি মনে
তবু, ভালো আমি বাসতে পারিনি।
সে বলেছিল, ফিরে পাবো একদিন ঠিক
আমিতো বিশ্বাসই করিনি, কারণ তাকে বুঝিনি তখন
এর জন্য ক্ষমা চাইলেও,
নিজের ভুলটা গিলে হজম করা হয়ে ওঠেনি তখনো।
আবারো বলি, তার ভালবাসা ছিল সত্যি
পাপী ছিলাম আমি, আজ বুঝি..
এখন যখন আমি ভালোবাসার জন্য,
সব করতে রাজি, সব মানতে রাজি
তবু বোঝেনা সে, এই সে সেই সে না..
না বলেই হয়ত কষ্ট ..
খোঁজ নেয়না একবারও,
যেমনটা করে নিতাম না আমি।
বুঝি তোর কষ্ট আজ, বুঝি তোর ত্যাগ
পাপী ছিলাম আমি, আজ বুঝি..।

-


12 JUN 2022 AT 14:38

দূরে থাকার চেষ্টা ব্যার্থ

আমি সেই গলি দিয়ে হেঁটে যাচ্ছি, যেই গলির সব দেওয়ালে তোরই পোস্টার..

ভালই কাটছে দিনগুলো.. কেনো জানিনা মনে হয়, যদি এমন করেই ধরে রাখতে পারতাম দিনগুলোকে, তবে হয়ত তোকে হারানোর সম্ভাবনাই শূন্য হয়ে যেত।

ক্লান্ত আমি প্রেমের কাছে, ব্যার্থ এখনও নই
শান্ত বসে প্রেমের পাশে, একলা কথা কই
ভালবাসবনা ভেবেই কেন, এগিয়াছিলাম সাথে..
আজকে ভালোবেসেই পাগল হই আমি প্রতি রাতে।
চশমার ফ্রেম ভেদ করে কেন, মনির মধ্যে ঝাঁকি
আর সেই দৃষ্টিতে আহত আমি, তোরই ছবির আঁকি।

অনেক লেখকই ভালোবাসার গল্প লিখেছে। কেউ হেরেছে, কেউ জিতেছে, কেউ জিতেও হারিয়েছে..আবার, কেউ হারতে হারতেও, জিতেছে। তাই, এই বিষয়ে লেখকদের জ্ঞান বেশ গভীর।

আমি: ভালোবাসি খুব প্রচন্ড ভাবে, বলতে পারিনা কেনো?
লেখক: সাথে পেরানো মুহূর্তগুলো ধেরিয়ে যায় না যেন।
আমি: বার বার করে বোঝাই তাকে.., অন্ধ কেনো তবে?
লেখক: আমি ভগবান নই!

-


18 JAN 2021 AT 9:49

অল্প ব্যথা হাসি কান্না
শহরের আলো আবছা তাই..
নতুন সকাল নতুন আলো..
নতুনত্বেই মূর্ছা যাই!

পুরানো ভোলা কঠিন তবু,
পুরানোতেই বাঁচার রাশ!
নতুন যদি পুরানো ভোলায়..
সেই তো আবার নতুন "তাজ"

কাটলো অনেক দিনগোনা রাত..
পাল্টালো সেই আয়নাটা।
তবু কোথাও সবকিছু এক!
আজও একই সেই বায়নাটা..।

সত্যি সময় আসেনা আর
ফেরেনা সেই ভীষণ প্রিয়..!
আলগা প্রেমেই খুঁজে নিতে হয়
অনেক দূরের অসীম প্রিয়।।

-


9 MAR 2020 AT 7:45

তুই ঠিক আমি ভুল মানছি আমি।
আমাকে ঠিক করে নিস তোর মত করে..
যদি পারিস,, পারবি জানি..আমি তো তোর..
আমি তোর সাথেই আছি এক কারাগারে বন্দী।
কিন্তু আমি ছুতে পারছিনা?
না না না না..!
আমি অমন না আমিও কথার দাম রাখি!
আমি তোকেই ভালোবাসি!
কিন্তু আমি হারিয়ে যাচ্ছি বার বার..
তবু তুই আমারই থাক!
আমি কাদতে চাই কিছু বার
আমি দাড়াতে চাই তোর সাথে
আমিও আগলাবো তোকে..!
যেমন করে আর কেউ পারবে না..
আমিও বুঝি তোকে..,
তাইতো আবদার করে ফেলি
কেউ যাতে তোকে আর এমন না বোঝে!
আমার চেয়ে বেশি..!
তুই শুধু আমারই থাক!!
আমি ছুতে চাই তোকে
নিয়ে বেড়াতে চাই সীমানা পেরিয়ে
পথ হাঁটবো একসাথে হাতধরে
তোকে দেখবো..তোর মুগ্ধতা দেখে শান্ত হব..
তুই আমারই থাক! আমি তো তোরই আছি ♥️


-


20 OCT 2019 AT 2:43

এখন আর কেনো আসিস, কে বলে আসতে?
বলছি, আর আসিস না..। আমি আর তোকে আগের মত ভালোবাসতে পারবোনা! তোর অন্ধকারে জোনাকি আমি পেয়ে গেছি.. :)
টিপ টিপ তার আলো যেনো সাদা কালো জীবনটায় রং এনে দিয়েছে। এখন রুপমদার গান গুলো আর শোনা হয় না। একটা মানুষের জন্য একটা গাছ ই যথেষ্ট, তালে আর অক্সিজেন চাইতে হয় না।
- অশ্লীল

-


18 SEP 2019 AT 23:13

তোর হাসি স্বপ্ন জাগায়..একলা গভীর রাতে
তোর গন্ধ মাতাল বানায়, পথ পেরিয়ে সাথে¿?

-


5 SEP 2019 AT 14:14

সুগত স্যারের Analysis, নিরাভ্র স্যারের Space..
সৌমী ম্যাডামের Theorem Proof, শুরু হয়েছিল বেশ :)
শুভব্রত স্যারের গাল ফোলা হাসি.., রোল নাম্বার কল
ক্যাপ্টেন ছিল দত্ত গুপ্ত.. নতুন ক্লাসের কৌতুহল।
পৃথ্বী স্যারের Algebra..! Practice কতবার..
তমালিকা ম্যাম, Integration পুরো টপিক কভার!
ফার্স্ট ক্লাস টা পেতেই হবে সময় কে করো পার..
পাশে থাকবো..! বলেছিলেন এই একটিমাত্র আবদার।
বুঝিনি প্রথমে শত গণিতের সমাধান কিভাবে !?
দেখতে দেখতে তিনটি বছর কেটে গেলো এইভাবে..
শিক্ষা শুধুই শিক্ষা দেননি!, ভালোবেসেছেন সাথে..
আর খেটেছেন দিন এক করে, মার্কার নিয়ে হাতে..।
একদিন স্মৃতি হয়ে যাবে জানি, মনে পড়বে আর..
মনে পড়বে এই সময়কালের এই বিশেষ উপহার :)

- আকাশ

Happy Teachers Day Department of Mathematics, B.E.S.C

-


14 AUG 2019 AT 9:41

তোকে আবার ভালো লেগেছিলো এই ভেবে ,"দেখিস ঠিক হারিয়ে ফেলবো কোনো একদিন.."। তাইতো নগ্ন সন্ধ্যায় ক্লান্ত হয়ে, গভীর রাতে তোর নেশা করি। আর একই ভাবে নাম প্রচলিত অজানা লেখকগুলো যেন ভিড় করে কবিতায়। আমার লেখাগুলো শব্দ খোঁজে স্বপ্ন সত্যির অপেক্ষায়। তার সাথে মদের ঢেউ আগুন জ্বালায় সেই বাশী স্বপ্নে :) আর তাই প্রেমের কবিতা লিখতে গেলে পেনের কালি ফুরিয়ে যায়!

-


16 MAY 2019 AT 9:24

তোর জন্য সব পারি
সময়টাতো কম হলো না অথচ সম্পর্কটা আজও বেঁচে আছে.., আমার মনে আর তোর ফোনে। এখন আর সেই খামখেয়ালী স্বপ্নোগুলোর খেয়াল রাখি না। আসলে, কে যেনো বলেছিল, "তাকে মনে পরলেও, মনে করা বারণ"।
যদিও অনুভূতিগুলো তোর মধ্যেই যাযাবর হয়ে আছে..। আজও ভাবি একজোড়া কানের দুল তোকে দিয়ে, তোর মুখ থেকে "কেমন লাগছি?" শুনব..। কিন্তু, সেই কে যেনো বলেছিল..,"ওই মায়া চোখে চোখ রাখলেও, ফিরে তাকানো বারণ"।
কিন্তু সত্যিই যেদিন তোকে নিয়ে যাব Date-এ..। হাতে হাত ধরে, চোখে চোখ রেখে, প্রেম-টেম করব..। দেখব কে বলে.."আঙ্গুলে আঙ্গুল রাখলেও, হাত ধরা বারণ"।
বি: দ্র: লেখাটা শুধু তোর জন্য..তাই লগ্নজিতা কে কিছু বলার দরকার নেই..!

-


16 APR 2019 AT 13:01

চোখের কালো শান্ত মায়া
মিষ্টি গলার স্বর।
মনের লালে তোরই ছায়া
হাতটা এবার ধর!
অগোছালো আমি তোর প্রেমেতে
গুছিয়ে নিবি আয়..
পাগল পেনে কবিতা লিখি..
আজও তোর অপেক্ষায়।

-


Fetching Roy Aakash Quotes