Ratna Das   (রত্না দাস)
340 Followers · 29 Following

read more
Joined 9 November 2018


read more
Joined 9 November 2018
21 HOURS AGO

দাওয়াত দিল দোয়াত কলম কাগজকে
ফুটিয়ে তোলো গল্প, কবিতা মনের কথায় সাজিয়ে,
বাস্তবের রুক্ষ ও বাসন্তী ছোঁয়া একটু নিও লাগিয়ে
মনের আগল দাও খুলে, কাছে রেখে মনকে।

সাদা পাতায় কালো আখর ছবি হয়ে ফোটে
মনের খোরাক জুগিয়ে দিয়ে বুকে ঢেউ ওঠে...
বই শুধু বই নির্ভরতায় সঙ্গী একক-
একলা জীবন, যৌথ জীবন সব জীবনেই সে সাথী বটে!

-


YESTERDAY AT 9:50

ঝরাপাতায় লেখা থাকে কিশলয় কথা
নতুন দিনের নতুন আগমনী বার্তা...

-


2 MAY AT 20:46

স্মৃতির ধুলো উড়িয়ে নিল
আজকে ডাকের চিঠি
গোলাপী খামে অচেনা নামে
হাওয়ায় সুর মিঠি।

পুরনো সেই চিলেকোঠায়
ফেলে আসা আলমারিতে
জমানো কথা গোপন ব্যথা
দিন গুনে যায় কখন কি-
হঠাৎ আবার আচম্বিতে!

-


1 MAY AT 17:10

ভাবতে পারি, চাইতে পারি
আনতে পারি! দিন নতুন!
বলতে পারি, গাইতে পারি
কি বলতো! মনের মতন!

চাইলেই যদি পাওয়া যেত
তবে কত কি চাওয়া হত-
কিছু তার আসতো হাতে
কিছু যেত উল্টো পথে ।

হিসেবে মিলতো না সব,
সে অঙ্ক ভারি কঠিন...

-


30 APR AT 16:56

অপেক্ষা... একটা কালো আকাশ
অপেক্ষা... দুরন্ত দামাল বাতাস
অপেক্ষা... উড়িয়ে নেওয়া মন
অপেক্ষা... মিঠে আনন্দক্ষণ
অপেক্ষা... শাওন পড়ুক ঝরে
অপেক্ষা... রিমিঝিমি জড়াবে আদরে...

-


29 APR AT 15:47

কেউ কী চেয়েছে যেতে
তীব্র জ্যোতিপুঞ্জে চোখ ঝলসে গেছে!

তাও বরাভয়, নির্ভয়, নির্ভীক শাশ্বত
রোজ উঁকি না দিলে জীবন ব্যাহত কার্যত...

রবি তোমার, রবি আমার রবি ভুবন ভরা
রবির প্রেমের জোয়ার জলে সবাই মাতোয়ারা...

-


28 APR AT 17:35

জীবনের গতি বক্র
কলম সরলীকরণ করবে কি করে!
জটিল কুটিল তীক্ষ্ণতায়
সব রেখা সাদাকালোয় ঘোরে।

কলম চাইতে পারে একটা সুন্দর স্বর্ণালী সন্ধ্যা
বৈশাখী ধরণী তীব্র দাহে করে দিল তাকে বন্ধ্যা!

-


27 APR AT 21:37

তৃষ্ণা গহন মনের দহন রাখছে চাতক দৃষ্টি
কখন কালো মেঘ নিয়ে সব আবেগ অঝোর বারি বৃষ্টি!

ঘনঘন সঘন চমকিলা রঙ্গিলা বাজে রিমিঝিমি,
অশনি আভাসে সোহাগী বাতাসে
কোন সে আওয়াজ, বলে চিনি চিনি...

-


27 APR AT 17:03

ফুল রেখেছি ফুলদানিতে হৃদয় ছিল শান্ত
কখন যে কে তুলে নেবে, মন কি সেটা জানতো!
মনের আর দোষ কি বলো, ভুল তো সে করেই বসে
কেউ যদি দুটো মিঠে কথা, বলে ফেলে ভালোবেসে!

মিষ্টিতে যে অনেক তিতো বুঝতে বুঝতে গেল বেলা
জমতে জমতেই ছানা কেটে সাঙ্গ হল খেলাধুলা,
টক, ঝাল, নোনতা, মিঠে এ নিয়েই তো স্বাদের বাহার
মেশাও যদি উচ্ছে তিতো হয়ে যাবে সব ম্যাসাকার...

-


26 APR AT 15:19

কচি কিশলয় এনেছে মুকুলের ঘ্রাণ
তীব্র দহনেও সরসিত প্রাণ
পল্লবে পল্লবী পল্লবীত মুখরিত-
পত্র পুষ্পে গাঁথা হলো নতুন দিনের গান।

-


Fetching Ratna Das Quotes