Pritam Mahapatra   (pri-pen)
975 Followers · 1.9k Following

read more
Joined 8 February 2018


read more
Joined 8 February 2018
19 MAY 2021 AT 20:16

Whatever it takes, let it.
I'm for you,
I'm with you,
I'm in you.

-


3 JAN 2021 AT 1:00

ভালোবাসা অসুখের মত বারবার ফিরে আসে। প্যারাসিটামল শুধু ক্ষণিকের নিস্তার দেয় । কিন্তু ভালোবাসা আবারও ফিরে আসে ভিজিয়ে দেয় সেই অতি প্রাচীন গন্ধে, বড্ড চেনা গন্ধ। যেন অর্ধতরল রং শরীরজুড়ে লেপে যায় কাদার মত। তুমি শুধু সাক্ষী হতে পারো, শুধু অনুভব করতে; তবু শত চেষ্টার পরও ভালোবাসতে পারোনা। রেখে দিতে পারোনা। চলে যায় আবারও ফিরে আসার জন্য। বারবার ফিরে আসে অসুখের মত

-


9 AUG 2020 AT 15:46

পাশে থাকা আর সাথে থাকার মধ্যে পার্থক্য বিস্তর !

-


1 AUG 2020 AT 9:58

কোথায় ধর্ম খুঁজছেন?
আজ যে চাঁদটা ঈদের থাকবে
পরশু সেই চাঁদটাই রাখি পূর্ণিমার !
ভেদাভেদ টা মানুষের মনের ।

- সৌম্যজিত পাল

-


25 JUL 2020 AT 23:35

বয়েস হলে বলব সেসব কথা,
যা সব তোমায় হয়নি গুছিয়ে বলা
কাব্য করে বলব তোমার মাতাল চোখ, মিষ্টি ঠোঁট, নুপুর আর নাকছাবি|
বয়েস হলে গাইবো গান বাউল হয়ে পাড়ায় পাড়ায়,
তোমার ঐ চুলের গন্ধে, চুড়ির সুরে ধরব গান সন্ধ্যে হলেই;
তুমি নাহয় বাড়ির ভেতর, ইসৎ আলগা জানালাটার পাশে বসে আনমনে তাই শুনবে|
বয়েস হলে আবার আমরা প্রেমে পড়বো,
সন্ধ্যে শীতলপাটি বসব দুজন পাশাপাশি
হয়তো কোনো ঝলকা বাতাস তুলবে ঢেউ নদীর জলে,
ছলকে পড়বে তোমার চোখের তারার ঝর্ণা হয়ে,
তখন নাহয় কাধে মাথা আর অভিমান সব হারমানা

-


24 JUL 2020 AT 23:16

ঠিক কতটা ছন্নছাড়া হলে এভাবে তাকিয়ে বসে থাকা যায়
তা হৃদস্পন্দনের ছন্দে টের পাওয়া দুষ্কর
তুমি সামনেই বসে থাকতে সমানে বকে যেতে, "এটা হয়েছে, ও ওটা বলেছে"
মাঝখানটায় একটা প্রশ্ন জুড়ে দিতে "এভাবে তাকিয়ে আছো কেন, কি দেখছ?"
উত্তরটা হয়ত কোনো এক বঙ্কিম উপন্যাসের থেকেও বড়, তবু বলে উঠতে পারিনি কখনো।
পথচলার মাঝে এভাবে হটাৎ আটকে যাওয়া হয়ত দাবিহীন, অধিকারহীন।
জর্জরিত এক পশলা বৃষ্টির মতো সেঁতসেতে, তবুও তার ওপর দিয়ে হেঁটে চলা সে দারুন এক অভ্যেস
তাই ভালোবাসাটাও কয়েকটা বিরক্তিকর অভ্যেসে দাড়িয়েছে।
তুমি-আমি বড্ড অভ্যস্ত, তবু আজও দুপসলা বৃষ্টির আসায় পথ চেয়ে

-


8 MAY 2020 AT 22:20

তোমার জানলায় থাকা রোদ
আর আমার বৃষ্টি ভেজা ছাতা
ছব দুটো আলাদা, হয়ত সাদাকালো
তবুও গল্পগুলো কেমন যেনো চেনা
খুব নিজের, স্বার্থপর বললেও ক্ষতি নেই
কিন্তু দিনের শেষ সময় টুকু
আমার বা তোমার নয়, আমাদের
জীবন হোক বা দিন, শেষ সময় টা
না চাইতেও আমাদের হয়ে যায়

-


1 APR 2020 AT 10:25

না তুমি পাহাড় দেখেছো, না আমি বৃষ্টি
তবুও তো এক হতে চেয়েছিলাম
আর এই অনধিকার চাওয়া পাওয়াটাই
এক অনাসৃষ্টি
না আছে দুঃখ, না হাসি,
তুমি পারলে বদলে যাও মেঘ হয়ে
আমি সেই পাহাড়-ই;
আর আমার পাহাড়ি রাস্তার ফুল

-


7 MAR 2020 AT 18:18

সব টুকুই অস্থায়ী

যদি বলো কষ্ট পাও, তাও অস্থায়ী
যদি বলো কান্না পায় তাও অস্থায়ী
যদি বল হাতে ধরা, চুমু খাওয়া তাও অস্থায়ী,
স্থায়ী শুধু তুমি
আর তোমায় আঁকড়ে থাকা ভাবনা
তাই দিন শেষের সেই দু কলি গান
"মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে" ||

-


15 FEB 2020 AT 10:55

She told me "I LOVE YOU",
and BLUSH

-


Fetching Pritam Mahapatra Quotes