পদার্থবিদ্যার অপদার্থ   (অঙ্কুশ মাজি)
1.2k Followers · 12 Following

read more
Joined 14 November 2019


read more
Joined 14 November 2019

কান্না যদি গানের মতো হতো,
তাহলে বাবার বুকেও থাকত একটা গোপন হারমোনিয়াম—
রাত্রে, দরজা বন্ধ করে,
সে বাজাত নিজের ছেলেবেলাগুলো।

-



আমি তোমায় এমনভাবেই ভালোবেসেছিলাম—
যেমন শুকনো তুলসীগাছ জানে,
তাকে একদিন কেউ গলায় পরাবেই।

অবশেষে তুমি ফিরলে—
ততক্ষণে আমি 'তুমি' শব্দটা ভুলে গেছি।

-



তোমার অনুপস্থিতি এক বিষাক্ত উপপাদ্য,
যার সমাধানে আমিই প্রতিদিন নিঃশেষ হই।
ভাঙা স্বপ্নের হাড়গোড় ছড়িয়ে আছে মস্তিষ্কে,
অস্তিত্বের প্রান্তরে আঁকা—তার নির্বাক দায়িত্বহীনতা।

প্রেম কি তবে ছিল এক অন্ধারণি গণিত,
যার উত্তরে কেবল নীরবতা, আর আমি—এক চিরস্থায়ী প্রশ্নচিহ্ন।

- পদার্থবিদ্যার অপদার্থ

-



আক্ষেপ কি?
স্মৃতির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে,
হারিয়ে যাওয়া মুহূর্তগুলো আবার ছুঁতে চাওয়া?
নাকি,
ভুল শব্দে গাঁথা দিনলিপির পাতা উল্টাতে উল্টাতে,
শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে চলা?

আক্ষেপ—
হয়তো সেই পাথর,
যেটা ঠিক হৃদয়ের ভারে বাঁধা।
চলার পথে মুখ ফেরায়,
তবু ছায়ার মতো পিছু নেয়...

- পদার্থবিদ্যার অপদার্থ

-



তোমার পছন্দের একটা সাদা ফুল যেমন ধরো
জুঁই, শিউলি কিংবা বেলি আমার রক্তে রাঙিয়ে
তোমায় গোলাপ হিসেবে উপহার দেব।

-



আমি জানি সে আসবে
কিন্তু,
সময় কই?
মৃত্যুর হাতছানি দৃশ্যমান।

-



কি খুঁজছো তুমি
ধনী, রূপবান নাকি এমন
একটা মানুষ
যে তোমায় ভালবাসবে?

-



কিছু প্রশ্ন
তোমার অপেক্ষায়,
কত মিথ্যে বাহানায়
আর ভুলিয়ে রাখবো তাদের?

-


Fetching পদার্থবিদ্যার অপদার্থ Quotes