নাঈমা জাহান নুসরাত   (নাঈমা জাহান)
45 Followers · 10 Following

read more
Joined 7 May 2020


read more
Joined 7 May 2020

আসলেই কি হারায় তারা!
ভালো মূর্হত দেখলেই তোহ মনে হয়"থেকে গেলে আমার ভালো দিকটার ও অংশীদার হতে"।
আসলেই হারায়!
তবে কেন ঘৃণার রাজ্যের প্রধান চরিএে বসে থাকে।
কাজল চোখ কেন লেপে যায়
নোনা জলের উচ্ছ্বাসে!
আমরা তাদের ছাড়াও
ভালো থাকি,
তবু ও কেন জানি
ভাবনার প্রাচীরের আশেপাশে
ঘুরে বেড়ায়
অশরীর রুপে।

-



কি করার!
চোখের ক্ষুধা আর মনের ক্ষুধায়
মও মোরা।
লক্ষীমনা সব কিছু লাগে
কেবল পোড়া পোড়া।
অন্তিমকালে টের পাই
আসলেই আমরা
মুখচোরা।

-




হাসিটাতো সবাই দেখে,
হোক মিথ্যে,হোক সত্যি।
তাই আর গোপন থাকে না।
অথচ
কারও চোখের জল
সহজেই
দেখা যায় না।
কারণ সেটা গোপন সত্য।


""""পৃথ্বীধর"""

-



অন্যের মাঝে
নিজেকে খোঁজা বোকামি,
আমার মাঝে
আমাকে খুঁজতে ব্যস্ত আমি।


""""ক্যানকা""""

-



এক সময়ের
তৃষ্ণার্ত হৃদয়
এখন কেবলই মরীচিকা।


""""জলীয়বাষ্প"""

-



স্বপ্ন আর স্বার্থ
ফুরিয়ে গেলে
মানুষ পালিয়ে বেড়ায়।

-



বসন্ত নয়
অবহেলা এসেছিল
ভালোবাসার নামে।

-



অপ্রয়োজনীয় গিঁটে
বাঁধন আলগা হয়,
হতে হতে খুলে
যায়।
তারপর বিফলে যায়
নোনা জলের
কণা।
তারপর আর কোনদিন
কোন গিঁট
লাগাতে হাত দু'টো
এগিয়ে যায় না।

"""""কবরবাসী""""

-



অপরিচিত থাকাটাই ভালো,
এতে মুখোশ লাগানো
মানুষটাকে
ভালোবাসা যায়,
না হয়
দেখামাএই ঘেন্না আসবে।

"""না পেলে কিছু"""

-



শুনেছি,
তোমার শহরে নাকি খুব বৃষ্টি হচেছ!
সাবধানে থেকো।
ঠাণ্ডার সমস্যাটা আবার বেড়ে গেলে কি করবে?
তেল মালিশ করে কেউ ঘুম পাড়িয়ে দেবে না,
আমার মতো করে।
কেউ না।


""""একমাত্র আমি""""

-


Fetching নাঈমা জাহান নুসরাত Quotes