মমতা কাঁড়ার   (𝕸𝖔𝖒𝖔)
1.1k Followers · 71 Following

read more
Joined 19 July 2019


read more
Joined 19 July 2019

ব্যস্ততার প্রতিটা ভাঁজে ভাঁজে অভ্যস্ততার টান,
মুঠো- ফোনে মু-ষ্টি-ব-দ্ধ সৌহাদ্র্য অম্লান ।
স্থায়িত্বের ঝুল- বারান্দায় বছর ছ-য়ে-কে-র স্মৃতিদের পলেস্তারা,
করুক স্পর্শ আনন্দের- ধারা,অপসৃত হোক সকল দুঃখ- জরা।
জ- ন- ম দিবসের গুচ্ছ গুচ্ছ প্রীতিসম্ভাষণ ও ভা- লো- বা- সা ,
ওঠুক সেজে প্রতিটা মুহূর্ত নতুনত্বে ও পূর্ণ হোক মনের সকল আশা ।।
- Momo















-



সময়ের বহমানতায় চতুর্থ বর্ষ ছুঁয়েছে আমাদের মিত্রতার পরিসীমা,
রাগ-অভিমান,ঝগড়া-ঝাঁটি,হাসি-কান্নায় থাকুক গচ্ছিত সম্পর্কের বীমা ।
ক্লান্তির আঙিনায় করেছিস বর্ষিত বারেবারে সাহস ও পরাক্রমতা,
জীবন নামক স্টেশনে সহচরী রূপে,হোক তীব্রতর সম্পর্কের গতিশীলতা ।
নিকষ কালো গহন অরণ্যে প্রকৃতির অন্তঃস্থিত গাছপালা যায় যেমন মুড়িয়ে,
তেমনই সুখ ,শান্তি ,আনন্দ,সম্মাননায় ও ভালোবাসায় যাস যেন তুই বুড়িয়ে ।
জন্মদিনের প্রীতিসম্ভাষণ জানাই আজ তোর জীবনসীমার বিশেষ দিনে ,
একগুচ্ছ ভালোবাসা পাঠালাম ঠিকানায় তোর, অকুণ্ঠিত ঋণে ।।
- Momo















-


22 JUL 2021 AT 19:29



প্রতিযোগিতার মিছিলের প্রবহমানতায় মস্তিষ্কের যানজট,
প্রচ্ছন্নতায় ক্ষোভ, হিংসার সংমিশ্রিত প্লট।


ঝুঁকছে পরিমাণে কতটা দাঁড়িপাল্লা?
সংগৃহীত সূক্ষাতিসূক্ষ চালনা ।।
- Momo






-


21 JUL 2021 AT 20:49

অন্তরালের সূচিভেদ্যতায় প্রায়শই অভিভূত,
অন্তমুর্খিনতার কর্ষণে মূকাভিনয় সঞ্চালিত।






-



মাতৃসম সোহাগের চাদরে যখন আচ্ছাদিত এক প্রাণ,
চতুর্দিক জুড়ে তখন অবহেলা,অপমানের অধিষ্ঠান ।
ক্রোড়ে যেন পৃথিবীর সকল দুঃখ- কষ্ট ,গ্লানির অবসান
চোখ ,মুখের ইশতিহারে মুহূর্তের আলাপনে অনুমান ।
মৃত্যু যন্ত্রণা হয়েছে উপেক্ষিত প্রতিক্ষণেই সেই প্রাণের সন্ধান
মাতৃত্ব অর্জনে কি থাকতেই হবে শুধু নাড়ির টান ??








-


10 JUN 2021 AT 18:19

ভালোর সংজ্ঞার্থ,
মেলা দায় !!
প্রস্ফুটিত মনের আয়নায় ।।


-








*বৃষ্টিমেয়ে,*
নয়ন জুড়ে তার ঘন ভাসমান মেঘেরা আছে ছেয়ে ।
*বৃষ্টিমেয়ে,*
তৃপ্তির আবেশ কুণ্ডলি এক পশলার আবরণে আসছে বেয়ে ।
*বৃষ্টিমেয়ে,*
গাঢ় নীলের উজ্জ্বলতায় একদৃষ্টে আছে চেয়ে ।
*বৃষ্টিমেয়ে,*
তপ্ত ভূমির ধারার রসসুধা,ক্ষণিকে পুলকিত মন প্রাণ, সোঁদা মাটির গন্ধ পেয়ে ।
*বৃষ্টিমেয়ে,*
জীর্ণজরা সবুজের মাঝে ফোঁটা ফোঁটা বিন্দুকণা আসছে গেয়ে ।
*বৃষ্টিমেয়ে,*
চাতক পাখির বারির আহ্বান স্থগিত হবে এবার যে...
*বৃষ্টিমেয়ে,*
মূহুর্তের আলাপনে তোর দুঃখ,কষ্ট,অভিমানেরা যদি যায় নেয়ে !!
*বৃষ্টিমেয়ে,*
মেঘবালিকা হবে কি আরও তোর একটি নাম, বৃষ্টিমেয়ে না হয়ে একঘেয়ে ।।
- Momo





-


23 MAY 2021 AT 20:59

অ্যাম্বুলেন্স, মৃত্যুর সমানুপাতে
শব্দ ও গোঙানির একচ্ছত্র ।
স্মৃতিপট জুড়ে বহাল,
শুধুই কিছু চেনা পরিচিতের মুখপাত্র ।।


-


29 APR 2021 AT 21:55










সময়ের স্রোতে সদালাপী হারায় যখন শব্দ ,
প্রাপ্তির ঝুলি ভরে, থাকে পড়ে একরাশ নিস্তব্ধ ।
ভিড়ের মাঝে দূরত্বেরা গড়েছে খসড়া,এক মন্বন্তর,
দিবাশেষে আত্মানুসন্ধানের নিজ নিজেদেরই গুপ্তচর।
নির্জনতা ও সুরের ছন্দের সমাবেশে টুকরোর তৃপ্ত উচাটন,
প্রত্যাহরণের হাতছানি যায় করে সব সম্পর্কের নিস্তরণ ।।
- Momo












-



মিষ্ট কথা আর অপরিহার্যতার এক অপরূপ সন্ধি
চিলতে হাসি এক, ঠোঁটের ফাঁকে থাকে অহর্নিশি বন্দি ।
বিশ্বাস সকল বাষ্পের ন্যায় হচ্ছে ক্রমাগতই ক্ষয়িত
নির্বোধতার প্রায় মনন জুড়ে নিঃশব্দেরা শুধুই এখন পরিগৃহীত ।।


-


Fetching মমতা কাঁড়ার Quotes