Md Rejaul Karim   (Md Rejaul Karim)
0 Followers · 4 Following

Joined 21 April 2023


Joined 21 April 2023
2 JUL 2023 AT 22:35

ভোটের জ্বালা
মোঃ রেজাউল করিম
শক্ত কাঠের চেয়ার গড়ে
থাকে বসে নেতা।
আমজনতা পচে মর,
কে শোনে কার কথা।

আবদার আছে যত তোমার,
ভোটে মেটাবে তারা।
তোমার কানে ঢুকিয়ে দেবে,
বিপক্ষদের হারা ।

পায়ে পড়বে ভোটের আগে,
দিবে হাজার কথা।
পাকা রাস্তা হবেই হবে,
বাড়ি হবে ইটে গাঁথা।

যুবক সমাজকে হাতে নিয়ে,
ভোটের পচার করে।
ভোটের শেষে কে রাখে খোঁজ,
মরলে মরুক পচে।

ওরা যে সব নামে নেতা,
ভোটের শেষে খালাস।
ভোট গণনায় জিতে গিয়ে,
বলে কেনো তোরা জ্বালাস।

গান্ধীর ছাপ লাগানো কাগজ,
ছড়িয়ে দিচ্ছে মুখে।
ভোটটি তোমার নিচ্ছে কিনে,
বলছে কাটাও সুখে।।

-


3 MAY 2023 AT 22:12

~ ° ওহে যুবক °~

সভ্যতার এই ভরা আগুনে
যাচ্ছে পড়ে আমজনতা,
এই সমাজকে না সামলে
কিসের দেখাও যৌবনতা।

হে মহৎ যুবক দলেরা
নাও দায়িত্ব কাঁধে,
পিছনে বসে কাটাও জীবন
এটা কি তোমায় সাজে?

দরিদ্র মোড়ানো মানুষ মোরা
গলায় পড়েছে ফাঁসি,
এতেই নাকি বড়লোকদের
মুখে ফোটে হাসি।

ওহে যুবক তীক্ষ্ণ রাগী
জ্বলে ওঠো তবে এবার,
এবার যে হাল ধরতেই হবে
সমাজটা যে সবার।।

-


24 APR 2023 AT 12:14

°°~ বাসনা ~°°

এই যে মেয়ে আছো কেমন?
শুকনো কেন মুখটা এমন ?
ঠোঁটের কোণে তোমার হাসি,
জাগিয়া দেয় মোর মনের বাঁশি।

দেখলে তোমার শুকনো মুখ ,
সুবজ এ গগন পাইনা সুখ ।
তাইতো বলি একটু হাসো,
শ্যামল প্রকৃতি গায়ে মাখো ।

ভীষন ইচ্ছা করে কী জানো,
প্রশান্তর ন্যায় চোখে ডুবি।
আছে যেথা তোমার কাছে ,
জানিয়ে দিল সজাগ ভুবি ।

ইচ্ছা করে আরো আমার ,
তোমার চুলের পরশ পেতে।
যে চুল শুধু আছে তোমার ,
চেষ্টা করছি প্রেমিক হতে ।

সব জিনিস শুধু তোমার নিবো ,
তা কখনো কি হয়।
শাড়ি পরিয়ে তোমায় দিবো ,
করবে নাতো ভয়?

ভালো থেকো ,সুখে থেকো ,
মন থেকে যেথা চাই ।
বিধির কাছে দুহাত তুলি,
পূরণ জানো হয় ।

Md Rejaul karim

-


24 APR 2023 AT 12:05

☀️ সূয্যি মামার খেল☀️

সূয্যি মামা, সূয্যি মামা,
দিচ্ছো কেন তাপ।
বলে দাওনা মোদের সবার,
কি করেছি পাপ?

তোমার দেওয়া ভরা তাপে,
যাচ্ছে ভিজে জামা।
তবুও কি হয়না দয়া,
ওগো সূয্যি মামা।

স্নান ঘরেই কাটছে সময় ,
আর যাবো মোরা কোথায়।
বহুবার গোসুল করেও আমার ,
ঘামের বোঝা মাথায় ।

বাইরের কথা বাদই দিলাম ,
ঘরের কোথায় আসি।
ছাদ থেকে তাপ নামছে এত,
আর ফোটেনা মুখে হাসি।

গরমের জ্বালায় যাচ্ছি মরে,
ঝলসে যাচ্ছি পুড়ে।
তাইতো শরীর ঢেকে রেখেছে ,
ভিজে গামছায় মুড়ে ।

শেষের বেলায় বলি মামা ,
একটু কমাও তাপ।
যদিও জানি ভুল আমাদের,
তাই দিচ্ছ পাপ।

-


24 APR 2023 AT 8:12

ফিরে দেখো শৈশব

হারিয়ে ফেলেছি শৈশব কে আজ
দিনগুলি আর নেই,
মনের কোনে জমে আছে
ছোট ছোট স্মৃতি সেই।

কোথায় যেন হারিয়ে গেছে
হাসিখুশি আর খেলা,
চাইলেও ফিরে পাবো না যে আর
মায়া ভরা ছেলেবেলা।

ছেলেবেলা কবে হারিয়ে গেল
বড় হয়ে ওঠার ফাঁকে ,
আজও কি কেউ বিকেল হলে
'খেলবি' বলে ডাকে।

নানী , দাদি , আর পিসিমার কাছে
হাজার গল্প শোনা,
আর হবেনা এটাও জানি
হলেও হাতে গোনা।

এখনো করে খেলতে যেতে
ঘড়িতে বাজলে বিকেল চারটে,
সেই জোর আজ পাইনা গায়ে
চোখেও পড়েছে কিছুটা মরচে ।

নেটওয়ার্ক বিহীন ছেলেবেলা
কতইনা ছিল ভালো,
আধুনিকতার ছেলেপেলেরা
ব্যস্ত হাই হ্যালো।

-


Seems Md Rejaul Karim has not written any more Quotes.

Explore More Writers