Moving on is hard for everyone what does it mean that it doesn't seem the same for me..just because I don't want to show or make a negative environment around myself people think that i dont care..ook and i am totally fine with your thinking i guess i am great at wronging people's belief and yes i am happy everyday with no regrets coz there's no reason to be regretful for those who left i am more worthy than them and i know my value and the people who support me and are around me.I am not here to do any drama that i am sad everybody here is going through problems each day doesnt mean i do the same..i seem to make people assure around to be mindful and happy always will wish you the same. 🌻
-
A lot of women would rather stay single… and honestly, who can blame them?
They’ve loved with their whole hearts. They’ve given their time, their energy, their loyalty, their softness… only to end up empty. They’ve bent over backward to make relationships work. They’ve lowered their voices, swallowed their feelings, made excuses for behavior they didn’t deserve....because they wanted to be “understanding,” because they believed love meant patience, forgiveness, and sacrifice.
But time and time again, they’ve poured into people who didn’t pour back.
They’ve given their best to men who gave them the bare minimum. They’ve tried to fix men who had no intention of changing. They’ve stayed longer than they should’ve, hoping he’d finally see their worth.
And each time, it left them drained. Each time, it left them wondering why love had to hurt so much.
So now? Now they’re protecting their peace.
Now they’re prioritizing their mental health.
Now they’re choosing themselves.-
Hurting a good woman will cost you more than you realize. Genuine love is rare, and once it’s gone, it doesn’t come back. You might assume she’ll wait forever or that someone better will replace her—but you’re wrong. When you push away a woman who truly loved you, you lose more than just her. You lose loyalty, unwavering support, and a love that saw the best in you even when you couldn’t.
She wasn’t just your partner—she was your safe place, your biggest believer. And when she walks away for good, you’ll finally see what you took for granted. By then, it’ll be too late. Real love doesn’t beg to stay. Once she’s done, she’s done. And no regret will bring her back.-
when they call me mean and selfish now, but all my life i was the kindest person who put everyone else first and got walked all over. i gave and gave, even when i had nothing left. i helped others even when i needed help myself. i said yes when i should've said no. i let people treat me badly because i thought being kind meant never standing up for myself.
but now that i finally say no, now that i protect my peace, now that i stop letting people use me, they say i'm selfish. they call me mean because i no longer let them walk all over me. they don't see the years i spent being kind to the wrong people. they don't remember the times i was there for them, even when no one was there for me. they only notice the change, not the reasons behind it. they only talk about the boundaries i set now, not the pain that made me set them.
i'm not mean. I'm still kind. i still care. i just care about myself too now. and that doesn't make me selfish. i'm just learning to choose myself for once.-
"সবই বোঝ, শুধু মনটা বোঝো না..."
আঁকড়ে ধরা মানে কেবল ধরে রাখা নয়, সেটা ভালোবাসার টান, হৃদয়ের জোর। যেমন ঝিনুক তার মুক্তোকে আঁকড়ে রাখে ভালোবেসে, যেমন মেঘ আকাশের বুক ছেড়ে যেতে চায় না—তেমনই আমিও তোমাকে আঁকড়ে আছি। না ছাড়ছি, না একেবারে ধরে রাখছি—কোন এক অদ্ভুত দোলাচলে।
আর অনাদর? ভালোবাসা যখন মনের ভেতরে ছলছল করে, অথচ কেউ তার খোঁজ রাখে না—তখনই বোঝা যায় অনাদর কাকে বলে। কেউ পাশে থেকেও যদি হৃদয়ে না থাকে, সেই শূন্যতা কুঁড়ে কুঁড়ে খায়।
দূরত্ব কি সবসময় দূরত্বেই থাকে? মাঝে মাঝে মানুষ কাছে থেকেও কত দূরে সরে যায়—চোখের সামনে থেকেও অস্পর্শ, অচেনা।
অভিমান মানে না বলা হাজারটা কথা, যা কেবল গলায় আটকে যায়। যেমন করে পাখি একা একা উড়ে বেড়ায়, তেমনই মনটা কথা খুঁজে বেড়ায়।
অবহেলা? তা তো সবচেয়ে নির্মম—ভালোবাসা দেওয়ার পরও কারো উদাসীনতা বয়ে বেড়ানো, কারো জন্য অপেক্ষা করা, যে আসবে না জেনেও...
তুমি এতকিছু বোঝো—প্রকৃতি, মানুষ, পৃথিবী—তবুও আমার মনের ভাষা বোঝো না। আমি যেভাবে ভালোবাসি, সেভাবে আমার জায়গাটা কেউ বুঝতে চায় না—তুমিও না...-
ভালোবাসা কি?
ভালোবাসা শুধুমাত্র আকর্ষণ নয়, নয় শুধুই মানসিক টান বা অভ্যস্ততা। ভালোবাসা এক রকম আত্মিক সংযোগ, যেখানে তুমি নিজেকে খুঁজে পাও আরেকজনের চোখে। ভালোবাসা মানে সেই অনুভব, যেখানে কেউ তোমার ভেতরটা না দেখেই বুঝে ফেলে তুমি ঠিক কেমন মানুষ।
তাকে দেখলেই তোমার মনে হয়, এ তো আমি! তার হাসিতে তুমি নিজের আনন্দ খুঁজে পাও, তার দুঃখে তোমার মন ভেঙে যায়। ভালোবাসা তখনই জন্ম নেয়, যখন তুমি বোঝো—তোমার অস্তিত্বের একটা অংশ তার মধ্যে মিশে আছে।
ভালোবাসা মানে একে অপরের আয়নায় প্রতিফলিত হওয়া।
When you can see your soul’s reflection in someone else, that’s not just connection—that’s love.❣️-
"ভালোবাসা তখনই পূর্ণতা পায়, যখন তার ভিত গড়ে ওঠে পারস্পরিক সম্মান আর বিশ্বাসের উপর। সম্পর্ক শুধু আবেগ দিয়ে নয়, গড়ে ওঠে একে অপরকে বোঝার, শ্রদ্ধা করার ও পাশে থাকার চেষ্টায়। ভালোবাসা মানে শুধুই অনুভূতির প্রকাশ নয়—এটা একজন আরেকজনকে তার মতো করে গ্রহণ করা, তার চিন্তা-ভাবনা, মতামত ও ব্যক্তিত্বকে সম্মান জানানো। যদি সম্মান না থাকে, তবে ভালোবাসা ধীরে ধীরে ক্ষয়ে যায়। তাই ভালোবাসার সবচেয়ে বড় সৌন্দর্য হলো, যখন দুজন মানুষ একে অপরকে শ্রদ্ধা করে, সমান গুরুত্ব দেয়, এবং একে অপরকে নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করে।"
-
"একজন মেয়ে যখন সত্যিকারের ভালোবাসে, তখন সে আর কেবল একজন মানুষ থাকে না—সে হয়ে ওঠে একরাশ ভালোবাসার গল্প, এক শিশুসুলভ মানুষ । তার অভিমান হয়, কারণ সে চায় তুমি তাকে বুঝো। তার রাগ হয়, কারণ সে চায় তুমি তাকে সময় দাও। আর তার চোখে জল আসে, কারণ সে তোমার ভালোবাসার ছায়ায় নিজেকে নিরাপদ ভাবতে চায়। সে আদর করে, সে জড়িয়ে ধরে, সে হাজার প্রশ্ন করে—এইসবই তার ভালোবাসার ভিন্ন রূপ।
অনেকে ভাবে, এগুলো 'বাচ্চামি'—তুচ্ছ কিংবা অপ্রয়োজনীয়। কিন্তু এই ছোট ছোট প্রতিক্রিয়ার মধ্যেই লুকিয়ে থাকে এক বিশাল নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসায় নেই কোনো হিসেব, নেই কোনো শর্ত।
যদি কখনো সে অভিমান করে দূরে সরে যায়, একবার ফিরে তাকাও—দেখবে, তার চোখে শুধুই অপেক্ষা, শুধুই একটা প্রশ্ন—‘তুমি কি এখনো ভালোবাসো আমাকে?’
তাই বিরক্ত না হয়ে, অবহেলা না করে তাকে একটু সময় দাও, একটু বুঝে নিতে শেখো। কারণ, এমন ভালোবাসা বারবার আসে না—এটা একবারই আসে, আর সেটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে মূল্যবান অনুভব।"-
"মন খারাপের চক্করে ভালোবাসাটাই হলো না…
হৃদয়ের কথা কেউ বুঝল না, বোঝার সময়ও দিল না।
ভালোবাসার যে ছোট্ট স্বপ্নটুকু ছিল, সেটাও হারিয়ে গেল মনখারাপের ধোঁয়ায়।
আমি চেয়েছিলাম শুধু একটু বোঝাপড়া, একটু কাছের মানুষ—
কিন্তু মন যখনই খুলতে গেছি, সামনে ছিল কেবল নীরবতা।
ভালোবাসা শুরু হওয়ার আগেই ক্লান্ত হয়ে গেল দুটো মন—
কারণ কেউই জানল না, ভাঙা মনও গভীরভাবে ভালোবাসে।"-
কথায় আছে না Learn the person before you love the person. আসলেই তাই।
"ভালোবাসা মানে শুধু নাম জানা বা মুখ দেখে মুগ্ধ হওয়া নয়—ভালোবাসা মানে একজন মানুষকে আত্মার গভীরতা থেকে অনুভব করা। তার নীরবতা বোঝা, চোখের ভাষা পড়া, হাসির আড়ালের কান্না খুঁজে নেওয়া। কাউকে ভালোবাসার আগে তার ভিতরের পৃথিবীতে হেঁটে যাওয়া জরুরি—তার ভালোলাগা, অপছন্দ, ছোট ছোট অভিমান, কেন যেন হঠাৎ মন খারাপ হয়ে যাওয়া—এসব না জেনে ভালোবাসা কেবল একটা মোহ হয়, সম্পর্ক নয়। আসল ভালোবাসা শুরু হয় তখন, যখন তুমি তার না বলা কথাগুলো শুনতে পারো, অনুভব করতে পারো তার অসহায় নীরবতা। তাই কাউকে ভালোবাসার আগে, তাকে জানতে শেখো—মন দিয়ে, সময় দিয়ে, মায়া দিয়ে। কারণ ভালোবাসা তখনই সত্যি হয়, যখন সেটা বোঝার উপর দাঁড়ায়।"-