Lopa Das   (Lopa)
133 Followers · 134 Following

read more
Joined 16 September 2019


read more
Joined 16 September 2019
24 OCT 2022 AT 11:03

To enlighten the day with some new, old memories, nostalgic aura.

-


24 OCT 2022 AT 10:59

জগৎ সাজিয়ে, আলো জ্বালিয়েছে
মনের কোণে কোণে,
কালো রূপেই সৃষ্টি ধরণী,
দুষ্টের দমনে খড়গ বাহিনী,
দুর্গার তেজে কালো রূপেই
শুম্ভ নিসুম্ভের মৃত্যু তরণী,
তুমি পৃথ্বী, তুমিই লাভা
জ্বলন্ত আগ্নেয়গিরির জ্বালা মুখে,
তুমি পবিত্র অগ্নিময় তেজে,
নারী রূপের অন্তরের শক্তি।
তুমি প্রতীক নারী মুক্তির;
কালো রূপেই তাই বিশ্ব সেরা।

-


6 OCT 2022 AT 11:40

মাতৃ আরাধনায়,
কাশের বনে আজ
দোল খেলে খেলে
পার করে সারা বেলা।
সাদা সাদা তুলোর পোশাকে
সেজেছে যেন পরীর বেশে,
নীল আকাশে রোদের আলোয়
দেখাচ্ছে শরতের সোনা।
মেঘেরা নিয়েছে ছুটি তাই
আকাশে উড়বে পালক হারা;
পাখির সাথে করছে লকোচুরি
কি মজা! বর্ষণ শেষের বেলা।

-


6 OCT 2022 AT 11:31

শুভ বিজয়া

বিজয়ার আনন্দে আজ
সবাই মাতোয়ারা,
তবু দেবীপক্ষের অবসানে
অবসাদে যেন সারা বেলা।

মাতৃ শক্তি আজ মনের মাঝারে
করে প্রতিস্থাপন জেগে ওঠো সব,
দেবীর আশিসে দেবিশক্তির মতো।

আসুর আজও চারিদিকে আছে
ঘরে বাইরে সর্বত্রই,
মূর্চ্ছে না পড়ে দমন করো
মনের খড়গ হস্তে প্রাণপণ।

-


26 SEP 2022 AT 7:29

বিদ্যার পারাবারে বাংলাকে
করে সিক্ত, বিদ্যাসাগর উপাধি
পেয়েছো অমর হয়ে;
প্রণাম তোমায় শুভ আগমনের
তিথীর বার্ষিক আবর্তনে।

-


22 AUG 2022 AT 8:05

আকাশের তারার মতো
জীবন আছে দাঁড়িয়ে,
খুশি হও আর দুঃখ পাও,
সকাল হলেই যাবে
সবকিছু আলোয় মিলিয়ে।

-


15 MAY 2022 AT 19:12

সাদা কালো ছবি গুলো
আজও অনেক টানে;
মাটির বাড়ি, মাটির হাঁড়ি,
বাঁশের ঝারে চড়ুই ভাতি,
পথের পাঁচালীর মাঝেই থাকি।
আজ জীবন অনেক ঝলমলে,
চারিদিকে আলো, আকাশ ছোঁয়া,
চাঁদের আলো বেজায় বেমানান;
তবু যেন বাঁধানো রাস্তা আজ উত্তপ্ত,
গাড়ির কাঁচ আজ ঝাপসা চোখে
মন শুধু পুকুর পাড় খোঁজে।

-


14 MAY 2022 AT 20:49

The state of soul,
So, he can paint
With word colour
To visualise the invisible,
To concretize the abstract,
To shape the shapeless.
The poet knows
The truth, the mind,
The cosmos beyond vision.

-


27 FEB 2022 AT 11:02

যত্নে মনের গহনে,
অমাবশ্যার আকাশে চাঁদ হয়ে
যদি পথ দেখায় পথ হারায়ে,
ভেজা পথে শীতল ঘাস হয়ে,
কখনও আবার ওই দূর গগণের
গোধূলি বেলার রবি হয়ে,
গল্প গুলো থাক মনের পাতায়
উপন্যাসের হলুদ অধ্যায় সাজিয়ে।

-


27 FEB 2022 AT 10:54

Shrill tune of success
In the mind set
With beat of heart
To surpass
All the Chaos.

-


Fetching Lopa Das Quotes