Indrajit Pal Chaudhuri   (খোলা আকাশ)
11 Followers · 6 Following

Joined 17 December 2019


Joined 17 December 2019
29 MAR AT 4:33

রিনি এখন ভুলে যেতে শিখেছে…
ভুলে যেতে শিখেছে কিছু পুরোনো পথের বাঁক,
ঘষা কাঁচে লেগে থাকা স্মৃতি…
ভুলেছে সে...
ভুলেছে ট্রামলাইনের মন্থর গতিতে চষে ফেলা
গোটা মন সমুদ্রটাকে…
রিনি হয়ত ভুলে যেতে চায়…
ভুলে যেতে চায় প্রেমিকের পথ চেয়ে বসে থাকা…
বুকে চেপে রাখা না বলা কান্না গুলোকে…
তাই রিনি এখন ভুলে যায়…
কারণ,
মনে পড়লে, রিনির মন খারাপ হয়…
এখনও…

-


25 DEC 2023 AT 7:03

রিনি এখনও বিশ্বাস করে,
এই নিশ্ছিদ্র শহরের বুকে আজও পেঁজা পেঁজা নক্ষত্র লেগে আছে…
তাই রিনি এখনও গলা ছেড়ে গান গায়…
কোন এক মৃত কবির মত,
ট্রামলাইনের নদীর পাড়ে
এখনও সে খুঁজে বেড়ায় মুক্তোর সমুদ্র…
নতুন বইয়ের গন্ধ এখনও রিনি বুক ভরে নেয় বারবার…
বর্ষা মাখা রাস্তায় এখনও রিনি ছুটে যায়,
জাপটে ধরে, আদর করে তাঁর প্রেমিক শহরকে…
এখনও…
রিনি স্বপ্ন দেখে…
কারণ এখনও রিনি স্বপ্ন দেখে…

-


9 DEC 2023 AT 2:24

আমি মাটি থেকে শুধু শূন্যে উঠি,
ফেলে রেখে কত স্মৃতি বিজড়িত প্রাণ…
আমি মাটি থেকে শুধুই শূন্যে উঠি,
পিছে ফেলে রেখে শরীরের যত ঘ্রাণ…
দৃশ্য তবু বদলাতে না পারি…
ছায়াপথ রোজ বুকে এসে মিশে যায়…
আমি মাটি থেকে কেবল শূন্যেই উঠি…
কারণ সব শেষে সবই শূন্যতে মিলায়…

-


25 OCT 2023 AT 0:46

কিছু মুছে যাওয়া শব্দের লাভা আজ ছিন্ন করেছে বাক্যজাল...
তবু আবেগের লতায় পাতায় আজও তোমার গন্ধ লেগে আছে...
অনুভূতির কুয়াশা আজ বড্ড সাদা কালো...
তাই বড্ড ভয়, রাস্তা হারাবার!
জানি কিছু বিষাক্ত, তীক্ষ্ণ প্রশ্নের সমুদ্র অপেক্ষায় আছে...
ভিতরের কষ্টিপাথরকে এফোঁড় ওফোঁড় করছে তারা নির্দ্বিধায়...
জিতছে কে জানি না..
মৃত্যু হয় খালি সম্পর্কের...

-


19 AUG 2023 AT 8:03

আজ ঘুম ভাঙ্গানো সন্ধ্যা ভোরে তোমার কথা ভেবেছি…
ভেবেছি সুখ পাখিদের কলরব,
আঁখি পল্লবের ভিজে ভাব…
ভেবেছি রাত জেগে বসে থাকা
সেই গান, সাহিত্য, সিনেমা, কবিতা…
যারা বিনিদ্র রজনীর টুং টাং শব্দে একাকার হয়ে যেত…
তাদের ঠিকানা আজ নিরুদ্দেশ…
তাই ঘুম ভাঙ্গানো সন্ধ্যা ভোরে তোমার কথা ভেবেছি…
শুধুই ভেবে চলেছি…

-


12 AUG 2023 AT 8:19

নিয়ন আলোর নিশপিশ, চোখে,
বুকেতে জমছে ভয়…
চারিপাশে দেখি শব্দ বানিয়ে,
আবেগ বুনতে হয়…
কাঁচপোকারা থাকে চুপটি করে,
হৃদয় আনাচ কানাচ…
হৃদপিন্ড আজ দুর্বার বেগে,
ভুলে যাক সব লাজ…
আগুন যদি বা নাই পোড়ালো,
পোড়াক শরীর, মনে…
জমাজলে আজ নৌকা ভাসিয়ে,
মিশে যাক, ঈশান কোণে…

-


12 JUN 2023 AT 12:35

कभी अगर लहरे गिनने की ख्वाहिश हो,
तोह मेरे दिल के किनारे आ कर बैठ जाना।

-


15 APR 2023 AT 2:24

আমি বারবার ভুল নীল খুঁজে নিয়ে
ভুল শরীরে মেখেছি...
সাজিয়েছি ভুল কালো নক্ষত্র দিয়ে সারা মহাকাশ...
আবেগ ধূমকেতুরা যখন হৃদয় সমুদ্র তোলপাড় করে শব্দ খুঁজে বেড়ায়,
তখন তাদের দিকে ভুল ছুঁড়ে দিয়েছি...
বারবার...
মিথ্যা বৃষ্টিরা যখন অশান্ত শরীর বেয়ে ছুটে চলে,
ভুলের বাঁধ দিয়ে রুখে দাড়িয়েছি...
একবার নয়, শতবার...
এই ভাবেই এক দিন সর্বনাশের দিনেও ভুল রেখে যাবো...
এক অক্লান্ত জেদে...

-


23 JAN 2023 AT 2:14

আমার এক চিলতে ঘরে রোজ এক পশলা বৃষ্টি আসে,
ভিজিয়ে দিয়ে যায় আমার রঙিন পাতায় মোড়া এক যুগ শব্দদের...
পূব দিকে যে জানালা আছে! যাতে রোজ দেখা যায় এভারেস্টের চূড়া!
রোজ সেই জানালা আমায় উপহার দেয় তুষারপাত...
শিশুচোখ দিয়ে অবাক হয়ে তাই দেখি...
রোজ...
তারপর ছুটে যাই দখিনের দরজায়,
যেখানে দুধসাদা ঢেউ এসে ঢেকে দেয় আমার পায়ের পাতা...
আবার তারা ফিরে যায়।
পরে থাকি শুধু আমি, আমার এক চিলতে ঘর,
আর কখনো কখনো আমার একলা গিটার...

-


21 NOV 2022 AT 1:32

তোর উষ্ণতা বলে আমার ভালোবাসার কথা...
তোর নিশ্বাসে পাই আমার মনের বাস...
ছুঁতে চেয়েছি তোকে বহুযুগ ধরে,
হয়তো ছুঁয়ে ফেলেছি বারবার তোর অবকাশ...
নিয়ন আলো তবু বাঁধ ভাঙবে জানি,
আগুন ঝরাবে তপ্ত সজীব মন...
নক্ষত্রলোকে শীৎকার পৌঁছে যাওয়ার আগে,
খুঁজে যেনো পাই তোর হৃদয়কোণ...

-


Fetching Indrajit Pal Chaudhuri Quotes