Hritick Polley   (মহীরুহRik)
69 Followers · 6 Following

read more
Joined 17 October 2017


read more
Joined 17 October 2017
23 AUG 2022 AT 0:18

দিয়েছিলে কব্জি মোড়া যন্ত্র,
সময়'কে বন্দি করে খাঁচায় ;
তার সাথে কাটিয়ে এক জন্ম,
এখন আমি বৃদ্ধ হয়েছি প্রায়॥

®মহীরুহ

-


4 MAY 2022 AT 0:12

#র্ভাভ
কিছু ফুল দুলতে ভালোবাসে আর কিছু ঝরতে,
কিছু মানুষ বলতে ভালোবাসে আর কেউ করতে;
কিছু রং ফুঁটে উঠতে ভালোবাসে, কিছু রং চায় মিশতে।
কিছু খেলা যেখানে জিততেই হবে আর কিছু খেলায় হবে হারতে,
কিছু বিষয় কাছে আসতেই হবে বাধ্য, কিছু বিষয় কে হবে চাইতে।
কিছু খুশির মুহুর্ত যখন একে একে হারাবে তখন সফলতা আসবে খুঁজতে,
কিছু কথা যেগুলো না বোঝাই থেকে যাবে, কিছু কথা হবে বুঝতে;
কিছু সন্ধ্যার বারান্দাটায় তারা এসে চমকাবে, শহর সড়ক কখনো চাইবে ভিজতে।
কিছু ঘটে যাওয়া ঘটনাতে মজবুত মন ভাঙবে, কখনো জাদুর শিক্ষা হবে শিখতে।।

©মহীরুহ-Rik
— % &

-


30 JAN 2022 AT 16:31

শেষ টাই বেশ অবশেষ হয়ে যেতো,
কিছুই থাকতোনা মনের বিছানা ঘরে।
কথা তার হারানো,
যদি ফিরতনা রাতের অন্ধকার ঘরে।
আলো টাও একই রঙে জ্বলে,
শুধু রাস্তা টা অচেনা ভিন্ন শহরে ;
ঝড় বৃষ্টির রাতের সেদিন,
ভিজে শোয়টার খুঁজে নিয়ে উষ্ণতা,
আর তিন রাত ঘুম নেই দারুণ জ্বরে।।

-


31 AUG 2021 AT 22:45


অগোছালো রাত, ভিজে অজুহাত
অপ্রিয় রং ;
ছেঁড়াখোঁড়া জিন্স, অচেনা সে সিন্স
ভালোই বরং।
তুমি চলে যাও, সুখ খুঁজে নাও
শকুন্তলা ;
অবশেষে ভালো, অনুভূতি গুলো
নাবলা।।

-


1 AUG 2021 AT 23:05


লজ্জা কিসের প্রেম প্রয়োগে!
ভালোবাসার যোগ বিয়োগে।।

-


28 JUL 2021 AT 0:06

জীবন'টা শুধুই গল্প না,
জটিল প্রেমের উপসংহার।
প্রকাশক সে যেই হোক না,
লিখবে সে'ই কলম'টা যার।।

-


27 JUL 2021 AT 21:33

তুমি অন্যের স্মৃতি আঁকড়ে ধরে,
গল্প লেখা শুরু করো,
আমি লিখব শেষে।
কিছু ভালোবাসারা হারিয়ে যায়না
শরীর মনের আব্বুলিশে॥

-


27 JUL 2021 AT 14:02

নিয়ন্ত্রণ হীন শরীরে, অণুনয়ের চাদর জড়িয়ে,
বিরহের মেঘে ভেসে ভালোবাসো বলেছি বারবার।
বৃষ্টি হয়ে নেমেছি যখন, বৃথা ভিজেছো দাঁড়িয়ে,
ভুলে গেছি আমি সে বিদ্যা তোমার অসুখ সারাবার।।

-


21 JUL 2021 AT 22:49

রক্ত দিয়ে পরাধীনতা ধুয়ে দিতে চেয়েছিলেন বোকা বিপ্লবী;
অস্ত্র তুলে নিয়েছিলেন হাতে,
যাতে যুদ্ধ না বাঁধে ভবিষ্যতে।
কিন্তু, বিপ্লব বাবু!
সমাজ তো আপনাকে ছুঁড়ে ফেলে দেয় কাজ এর শেষে;
মাটিতে পড়ে আপনি চাষ করেন, আর মিস্টার সরকার তখন আকাশে।
এক প্রজন্মের কথা ভেবে প্রাণ দিয়েছিলেন,
হাঁসি পাচ্ছে নিশ্চই দেখে বাস্তব টাকে।
কিন্তু স্যার এখনও অনেক বিপ্লব ঘুমিয়ে ,
আছে বাংলার গালির আঁকে বাঁকে।
পারমাণবিক হৃৎপিন্ড কখনো তেজস্ক্রিয়তা ভোলেনা,
শুধু ব্যবহারিক প্রয়োগ টা পাল্টেছে সামাজিক ধাঁচে।
নিউক্লিয় নিরস্ত্র বিপ্লবী।
যেমন টা আপনি চাইতেন স্যার,
কোনো চাগু-মাকু দেখানো বিপ্লব নয়।
বাস্তবিক বিদ্রোহের, প্রাকৃতিক হেস্তনেস্ত;
কারণ ওরা শিক্ষিত স্যার,
ওরা জানে, যুদ্ধ কখনো থামবেনা।
হাল্লা রাজার মুন্ডুপাতেও,
লড়াই শেষ হবেনা।
স্যার, কাঁটাতার তুলে নিলেও
রক্তক্ষরন বন্ধ হবেনা।
দেশ স্বাধীনতা পেলেও, পৃথিবী স্বাধীন হবেনা।

-মহীরুহRik

-


6 JUL 2021 AT 10:52

সেদিন ও একা হেঁটে গেছি,
হিমালয় এর গা ঘেঁষে,
তুমি দেখতে পাবেনা বলে।

পারিনি অলক্ষ্যে অদৃশ্য হয়ে,
তোমার দৃষ্টি-সীমানার,
বাইরে যেতে চলে।।

-


Fetching Hritick Polley Quotes