গল্প কথা   (গল্পকথা)
477 Followers · 360 Following

read more
Joined 13 August 2020


read more
Joined 13 August 2020
7 APR AT 22:09

কুয়াশা, না মেঘের পর্দা আশঙ্কিত
অভিমানী ঝোড়ো হওয়ায়, মেঘ জমায় অগোছালো
পরিচিত ভয় -ডর ফুলে ফেঁপে ফেনা ভাসায়
নোনাজলে লোমকূপ বদ্ধ- পাগল
অমাবস্যার তারা গোনে
ওপারের দমকা হাওয়া গান শোনায় গত রাতের
বালি কিচকিচ গলার নলি
শুকিয়ে গেছে উড়িয়ে ধুলোবালি
কোমর ছাড়িয়ে সোনালী সুতো বন্ধনী
শেষ ঢেউয়ে বালি সরিয়ে ফেনীল
নীলিমায় তারি আরও গাঢ় হলে -
টান মারে ছড়িয়ে দেবে উলুবনে মুক্ত
কোমর অবধি ফুরফুরে কালো অন্ধকার -
ছাপিয়ে যাবে যত দুঃখ জড়ো করা বারান্দায়
চোরা বালি টেনে নিলেও টের পাবেনা -
নিকোটিনের ধোঁয়ায় এঁটেল চামড়া বর্ষা - নদী।।

-


16 MAR AT 1:01

প্রাগ - সত্যভাষীক

পচা আলু নষ্ট ডিম ঠান্ডা পায়েস ফুটো বাটি
ডাক এসেছে পচা পান্তায় পেঁয়াজ লংকা সাজার
ছুটে গেছে অণুজীবের চামড়া খাওয়ার ধমকে
শুনেছি ওদের চোখের তলায় কালি
কপালের ভাঁজ, চিবুকে লাল দাগ
ঠোঁটে সেলাই আটকে চোয়াল খোলার চেষ্টা?
শুনেছি অদৃশ্যদের হাড় চিবনোর গ্রন্থ
কাউকে বলেনি -
আমি তো জানি !
শুনেছি ওসব সেলাই কেটে বেরিয়েছে চকচকে দাঁত-
নড়েছে চোয়াল হেঁটেছে বারুদ , ফুল ফুটেছে ।
কেউ জানেনা জানবেও না -
কাটা গতকাল, অন্ধকার রাত , অমাবস্যা
তোমার - আমার , সবার ।

-


10 MAR AT 11:37

ঘরে ফেরাও প্রশ্নপত্র সময় সূচির নিদ্রাভোর
আধবোজা চোখ উপশিরায় ঠিকরে বেরোয় শব্দকোষ
মানিব্যাগ হাতরে দুটো চুইং গাম তাও এক টাকার!
ধুলো ধুলো লিকলিকে হাত ,থাবা দেওয়া পুঁটলি শোক
মুখে ঠুসে চাল সেদ্ধ , নেশারু দুটোর কন্যা হোক।
বিদায় বিদায় বিচুটি পাতার বিচ্যুতি,
ভোটার লিস্টে নাম আসেনি , রেল স্টেশনে জবরদস্তি।
টাকা হোক গাছ হোক জল হোক অক্ষর হোক
হোক হোক,হুক্কাহুয়া
হুকা খেকোর বদনামই হোক ।
এখুনি এক ঢাউস বোম ,ব্যোম কাঁপিয়ে নাটক হোক
কেদারে কোদাল মেরে চায়ের চুমুক আরাম ভোগ।
জাত বলতে গলা চামড়া পোড়া মানুষ বেকার রোগ
এই রোগের ভাগ দেবনা ,
রক্ত মাংসের দুষ্প্রাপ্য সভ্য লোক।





-


8 MAR AT 22:28

অতঃপর কার আঁচল গাছের বাকলে আটকেছ?
টেনে ছিঁড়ে হাপানো শ্বাসে অন্ধ গলি পার করেছে
মুঠোয় মুঠোয় কোরে আঙ্গুল আটকে আকড়ে রেখে ,
পিঠ চাপড়ে " সোনা" ঘুম পারায়।
থাই চেপে ব্যান্ডেজ ঢেকে থান জড়ায়,
একটা চতুষ্কোনে বিদ্যা - শিক্ষার ঘর পাতায় ।
গলা ফাটিয়ে জিহাদ জারি , একশো চুয়াল্লিশ -
কান টাটানো বিশাল থাপ্পড় ,
নেশা অভিলাষ মুক্ত হয় !

-



মাইগ্রেশন

স্বপ্নের বাড়ি জুড়ে ত্রিকোণ পাথর
বিশালাকার শিরাল ফলক দেখছি
বাড়ির কোনায় দু মিনিট কামিনী -স্নান
দড়ির দলনকাল মেপে রাখিনি তখন -
দুটো পা , মাটি ছুঁয়ে নেমে নেমে আসত যেদিন ।
অম্বলি ফল ভেন্ডী, ইট না লঙ্কার গুঁড়ো,
জলে ভেজা লুচি পাতার লুচি ,
ওড়না দিয়েই কুচি গোজা যেতো।
যে বিশাল দেওয়ালের সিমেন্ট শুষেছে,
দশ আঙ্গুলের গন্ধ
ওইসব আলমারিদের দমবন্ধ, কাঁচ পাল্লায় ।
ফেরত যাওয়ার ইচ্ছে টুকুই মাইগ্রেশন
আজ আছে কাল নেই নড়বড়ে গাথনি,
এক লম্বা লাফে সীমা পরিসীমা ছড়িয়ে -
ডলার ডলার ড্রয়ার, ছুটে এসেছিল হাত পেতে
পেট ভর্তি ভাত মেখে , যদি খাইয়ে দেয় কেউ
স্বপ্নে দেখি রাজমহল, যা গড়ে নিতে পারিনি
মাইগ্রেশন - কাগজ হারিয়েছ এক যুগ আগে ।

-


29 FEB AT 21:29

শেষ বসন্ত

এক লিকলিকে বইয়ের ঘামভেজা পৃষ্ঠায়
এপাশ ওপাশ ফেরা পাশবালিশের নালিশ
বিছানায় চাদরে বাসি আদরের বন্ধুদের বিদায় ।
যতদিন ফিলামেন্ট জ্বলে ওঠেনি,
অন্ধকারের খুঁজে না পাওয়া কারণ
ভারী ভারী আবেগ , হাতরে না পাওয়া অজুহাত,
দিন রাত্রির চব্বিশ ঘন্টা ছড়িয়ে
হাঁটু মুড়ে পাখি গোনা অনমনাদের বিদায়।
বিদায় যতসব ভবিষৎবাণী,
যারা পৌঁছায়নি ভবিতব্যের চূড়ান্ত বর্তমানে ,
প্রথম হওয়ার অপূর্ণ ইচ্ছের শোকে,
মরে যাওয়া উচ্ছল স্বপ্নদেখাদের ।
যে চোখের পাতা পিটপিট করে ,
ভোরের পেট্রোল শুকে ইঞ্জিন চালায় ,
তাদের আসতে দিয়ে বসতে বলেছি -
বরণ পর্ব সারছি, সমান্তরাল প্রতিশ্রুতিদের,
ঘুম ভেঙেই পই পই হাটতে হবে -
পলাশবন ছড়িয়ে যাওয়া অন্তিম গন্তব্যে।
শেষ ঋতু বসন্তের ,যাতে অবাধ ছন্দ বাধা যায় ।।

-


28 FEB AT 22:17

তোমার অযথা সময়ে
অলসে আঙ্গুল ঠেকানো বোতামে
যে মঞ্চ ভরে ওঠে মনকেমনের আড়ালে
আমি সেই গাছের ফাঁকে লুকিয়ে থাকা
খুঁজে না পাওয়া মিঠে রশ্মি,
আবিষ্কার করেছি ,
যেখানে চোখ বুজে -
মাথায় পলাশ কামিনী পায়ে
উদ্দ্যাম ছুটে খাবি খাওয়া নয় ,
বরং মাথার তলায় নরম কোল।
ঘুম ঘুম চোখে আকাশ ভর্তি তারা -
তাদের খুঁজে দিয়েছি ।
ভোরের ঠান্ডা বিশ্বাস বুকের স্বচ্ছ বাতাস
দিয়েছো তো!
তাই নিশ্চিন্তায় স্বপ্ন দেখি রাতে ।।

-



মন্দ কথায় মান করুক না অভিমানেরা
খিড়কি খুলে আলোদের রস্মিপাত,
যতসব মলীন ধুলোমাখা গায়ের চামড়া
তারাও চকচক করে অভ্যাসে -
একটুকাল ছায়াঘড়ির কাঁটা উল্টে দেখবো
কতকাল পেরিয়ে একাল অস্তগামী,
এমন সময় কিছু গোধূলির নিষিক্ত চাঁদ
শুকতারার পাশে জ্যোৎস্না বেঁধে ঘুমোয়
একরাশ কুচকুচে অন্ধকার,
তারস্বরে পর্দা টেনে কাঁচ ঢেকে বলছে -
ওদের মাঝে শূন্য আকাশ ছাড়া আর কেউ নেই ।।

-


21 JAN AT 20:38

পাবলিক প্লেস

সেদিন টিউবলাইটে উড়ে বেড়ানো বাদলা পোকা জানান দিয়েছিলো,
ওদের আজ মান - অভিমান চলছে
এক নম্বর প্লাটফর্মে হুডি জড়ানো আহম্মক,
দাড়িয়ে দাড়িয়ে রপ্ত করছে কব্জি ছাড়ানো বদ বুদ্ধিদের
একটা রেললাইন দূরে দাঁড়িয়ে তাকিয়ে,
প্রত্যক্ষ করে গাল গড়ানো চোখের জলের নমুনা ।
হাতের মুঠোয় দামী স্মার্টফোন বার হতেই
ঘিলু ঘেঁটে প্রথম শব্দ হাকাঁয়, ভাইরাল!!
" পাবলিক প্লেসে প্রাইভেট যুদ্ধ " হেডলাইন।
পিছন থেকে ছ্যবলা আরেক , টুপি টেনে সান্তনা দেয় -
" এবারেও আগের বোর্ডের পুনরাবৃত্তি"- বুঝলি ভাই -
এবারেও ওই পয়েন্ট ফাইভে রিপোর্ট কার্ডটা ফসকে গেছে ।
নাক ফোলানো চাপা বিরক্তিটা এক লাথিতে ফাঁকা বোতল ,
একটাও আর গালগপ্পো চলেনি,
আজও হয়তো টুপিটা রুমাল হলেই পারতো ,
পাবলিক প্লেসে প্রাইভেট নম্বর , আই এ ফেল আহাম্মকের জন্য
এক লাইন ওপারে হতে মোবাইল ওঠেনি ,
ঝগড়া থামিয়ে ,সমবেদনা দিয়েছে দুটো শিক্ষিত মাথা ।।

-


20 JAN AT 22:51

আরও বছর কুড়ি পরে
বুড়ি থুর্থুরি পুরনো পেতল ঘেঁটে
তেতুঁল লেপে ঝকঝকে করা হবে
চামড়া কোচকানো শিরা উপশিরা
তেতুঁল পাতায় চাঁদ খুঁজবে রাতে
তোমার আমার কই কই রবে
কিন্তু টানবে চোখের তোলার কালোয়
সেদিন তোমার হলদে সাদা ছিটে
সিঁদুর লাগবে
গোটা আকাশের তারাদের উৎসব হবে
"আমি - আছি, থেকে গেছি" গানে
তোমার আঙুল ছোঁয়ানো সাদা ভেসলিন,
ঘুম ভাঙাবে আমার শুকনো ঠোঁটে ।।😌💓

-


Fetching গল্প কথা Quotes