Dr.Sunanda   (@ dr sunanda)
375 Followers · 303 Following

Joined 11 October 2019


Joined 11 October 2019
8 JUN 2022 AT 19:39

এবার থেকে যত্নে থেকো

-


27 OCT 2021 AT 11:47

কেউ যেন বলেছিলো
ওসব হৃদয়- টিদয় কিচ্ছু নয়
হিসাব নিকাশ জানো ?
সেই থেকে হৃদয় বিক্রি করে
কাঠগড়ায় দাঁড়িয়ে আছি আসামির মতো !
জটিল যুক্তি তর্ক শুনবো বলে l
কারা আবার বলেছিলো
দূষিত গ্রহ নক্ষত্রের কথা..
বলেছিলো কোষ্ঠিতে ভালো কিছু নেই অবশিষ্ট,
তারপর থেকেই আমি নামাজে আত্মশুদ্ধি করি
আর গঙ্গায় করি আত্মতর্পন !
তারপর কতজনে কতকিছু বলে গেলো
বুঝতে পারিনি কিছু..
শুধু আবছা আবছা মনে পড়ে
কেউ একবার বলেছিলো
খুব ভালোবাসি! তিন সত্যি !
তারপর থেকে সব কাজ ছেড়ে দিয়েছি আমি l
এখন বুকের ভিতর এক হাঁটু পাঁকে
লাল পদ্ম চাষ করি ll

-


21 OCT 2021 AT 22:54

একবার বাইরে বেরিয়ে এসে দেখো l
এখনো আলোতে ভেসে যাচ্ছে চরাচর..
নীরবতায় ভেঙে যাচ্ছে শব্দের অহংকার...
ভালোবাসায় ডুবে যাচ্ছে অরণ্যের একাকিত্ব ...
কিচ্ছু নিয়ে আসতে হবে না তোমায় ,
ওসব রূপ, রস ,গন্ধ ,স্পর্শের
সাজানো জিনিস ছেড়ে
শুধু অগোছালো অপূর্ণতা নিয়ে বেরিয়ে এসো l
দেখো মুছে যাচ্ছে বিষাদ !
ভেসে যাচ্ছে জমানো কথা !
মেঘের মতো উড়ে যাচ্ছে চাওয়া পাওয়া !
ফুলের মতো ঝরে পড়ছে মুক্তি !
আর
অকাতরে মুক্তি বিলিয়ে
কিভাবে শেষ হয়ে যাচ্ছে একটা নিরীহ রাত !

একবার এসে দেখো !


-


7 JUN 2020 AT 7:49

ভালোবাসা খোলামকুচির মতো পড়ে আছে রাস্তায় !

-


22 MAY 2020 AT 19:40

আমার বিষাদ চোখে উষ্ণস্রোত
চুঁইয়ে পড়ে জ্যোৎস্নার মতো ।
জোয়ারের নদী একে একে গ্রাস করে পাড়,
সবটুকু মাটি , অবশিষ্ট সম্বল ।
বাতাসের চাবুক তছনছ করে
আমার অন্দরমহল ।
আমি পাগলের মতো খুঁজে বেড়াই ধ্বংসস্তুপ ।
টুকরো টুকরো যা কিছু
বিপন্ন । বিচ্ছিন্ন । বিধ্বস্ত ।
প্রাণপনে জড়ো করি সব .. ...
সবকিছু ..
আর অপেক্ষায় থাকি ..
কবে সব টুকরো জুড়ে
একদিন নতুন একটা পৃথিবী হবে !

-


11 MAY 2020 AT 12:34

আমাদের আর কথা হয় না ..

-


6 MAY 2020 AT 22:22

কয়েকটা হাতে গোনা রাত শেষ হলো শুধু

-


3 MAY 2020 AT 22:21

Beykas basti mein aap
aagh lagane ki koshish kar rahe hai ..
Jiske pass kuch nahi usko
lutne ki koshish kar rahe hai ..

Abhi lafz bhi nahi hai
Mein bolu to kya bolu
Aap kuch diye bina hi
Hisab mangne ki koshish kar rahe hai ..

-


20 APR 2020 AT 23:35

Aab maut ke sath uthna baithna
zindagi chhup ke baitha hai kisi kona mein.
khabr hai ki jang ched chuka hai zindagai aur maut ke bich mein ..
insaan ko baachna hai
insaan se dur rehkar
insaan kab najdeek tha insaan ki ?
insaan kab tha insaaniyat mein ..?
khabr hai ki jang ched chuka hai zindagai aur maut ke bich mein.

-


20 APR 2020 AT 22:57

যদি নক্ষত্রেরা নেমে আসে কোনোদিন

-


Fetching Dr.Sunanda Quotes