Diti shit   (❣️ দিতি ❣️)
886 Followers · 9 Following

read more
Joined 14 March 2020


read more
Joined 14 March 2020
13 APR AT 21:21

হাতের লোমে জমে থাকা সময়ের ধুলো সরিয়ে
এসেছে চিত্ত চিরে চৈত্রমাস ;
নিষিদ্ধ প্রেমের গৃহে হিমাঙ্কের নিচে উষ্ণতার খোঁজে
হয়েছে প্রেমাঙ্গনার সর্বনাশ ।

-


25 JUL 2023 AT 12:22

স্মৃতিগুলো আজ দুঃস্বপ্ন হয়ে মনকুয়াশায় নিবৃত,
চক্ষু-আড়াল কষ্টরা কেবল বঙ্কিম নিঃশ্বাসে আবৃত ।
আলোক সন্ধানী অস্পষ্ট আশাগুলো হয় মনোয়ারা,
বেদনার বেনোজলে স্পন্দমান দিনগুলো যেনো দিশেহারা ।

-


30 NOV 2022 AT 16:48

সুক্তির ভ্রষ্ট নীড়ে আর্তনাদে ভেজা ঘ্রাণ,
অন্তহীন ভাবনা জন্মান্তরের বীজ করে বপণ।
প্রেমায়ু হৃদপাটিতে উত্থিত চেনা অবয়ব
উদগ্র আবেগে মনঃসমীক্ষণে অজ্ঞাত আস্ফালন ।
বৈরাগিনী বেশে পড়ন্ত বেলায় একলা অতীত ,
বক্ষমাঝে আঁকড়ে ধরে কমলা রোদ ;
মেদুষ্ণ শরীরের ভাঁজে অসময়ের কালসিটে রেখা,
সোহাগ-জলে ভাসতে চায় মনো-নির্বোধ ।

-


14 SEP 2022 AT 8:46

মনের আলেয়ার রক্তিম লাবণ্যে মুদ্রিত প্রেম
কেবল ব্যাকুলতায় ভরা ঠাসবুনন ;
ব্যর্থতার নীলাভ শিখায় অস্থির সময় লেখে
আফ্রোদিতির অব্যক্ত দিনকাহন !

-


12 SEP 2022 AT 21:25

সময়ের অবাঞ্ছিত প্রভাবে চেনা অবয়ব
আজ স্মৃতির আয়নাতে ;
ইচ্ছের ঘরে শায়িত আবেগের ধ্বংসাবশেষ
মনস্তাপের জীবন্ত লাভাতে !

-


16 JAN 2021 AT 22:33

মেঘের সীমায় রোদের পাড়ি ,
ঝরলো নিদ-মহলে ইলশেগুঁড়ি !
ডানার ভাঁজে মুখ ঘষে রাতজাগা পাখি ,
আজও অচেনা প্রশ্নের ভীড়ে অপেক্ষা আঁকি !
খেয়ালী ভাবনায় একলা মন বেপরোয়া ছন্দ বোনে ,
আবেগের কোলাহলে শব্দেরা বন্দী গোপন খাপে !
কড়ি কাঠের ফোকরে উঁকি মারা অজস্র স্মৃতি ,
সময়ের ঘরে জীবন্ত ফসিলে দিনবদলের নথি !

-


1 NOV 2020 AT 11:13

অনুভূতির চোরকাঁটায় হৃদয়াঞ্চল স্থবির ,
ভাষাহীন ব্যথার আড়ষ্টতায় নির্ঘুম প্রহর কবির !
স্বপ্নঘেরা পরিসীমায় বিষাদী ক্ষরণে সিক্ত মন-আকাশ ,
রোজনামচার শহুরে ব্যাস্ততায় কীর্ত্তিবৃক্ষের নির্মম পরিহাস !
ক্রান্তিকালের কলমের মসিতে ফোটে সমাজের বিধ্বংসী ছবির ,
লেখনীর ক্ষুরধারে দুঃখের অলঙ্কারে সৃজনশীলতার প্রকাশ !
জীবন্ত কবিতাগুলো শুভ্র জ্যোৎস্না মেখে কাটায় প্রহর হয়ে বধির ,
কলমটি বোঝে আক্ষরিকে অপ্রকাশ্য অন্তরের সুপ্ত দীর্ঘশ্বাস !

-


27 MAY 2020 AT 18:12

সুখের পালক বানভাসি,ছাপোসা ইচ্ছে ভেজা চোখের কার্নিসে জমাট বাঁধা দুঃখ,
ক্ষণিক রিরংসায় কালো চিহ্নে বিবসতার বুক বয়ে চলে অপ্রকাশিত রাতের ক্ষত!
নির্বাক ওষ্ঠ্যে গেথেঁ রইলে তুমি 'প্রাক্তন' হয়ে,
একাকিত্বের বিদ্রুপ হাসি বলে গেল- আমি 'নষ্টমেয়ে'!

-


15 DEC 2021 AT 11:46

জীর্ণ শরীরে নিঃশেষিত শক্তি,
ক্লান্তির মেলানিন রুদ্ধ করেছে পথ !
পথিক জানে উৎপাদিত বিরক্তির দেবে না কেউ মূল্য ,
হৃদয়ের বিষাদ কারাগারে কেবল নিশ্চুপ আর্তনাদের প্রাবল্য ।

-


15 NOV 2021 AT 15:42

আলসে মন, অগোছালো বিছানায় ভাবনার জড়তা,
গতিশীল সময় থামতে চায় কম্বলের ভাঁজের উষ্ণ ওমের পরশে !
স্বপ্নহীন প্রহরে বিরহবিধুর চোখের পলকে জড়িয়েছে হিমকুয়াশা ,
শহর জুড়ে ঘুমের চাদরে শীতের সূর্য আড়মোড়া ভাঙে নব হরষে ।

-


Fetching Diti shit Quotes