Debjani mukhopadhyay   (কথাকলি)
37 Followers · 25 Following

read more
Joined 28 April 2018


read more
Joined 28 April 2018
7 FEB AT 9:10

সুবর্ণলতা বকুলকে জোর করেছে কিনা উপন্যাস জানায়নি,
তবে আমাদের সত্যবতী সংসার ত্যাগ করতে পারেনি অকাল বৈধব্যের জন্যে,
নিত্যানন্দ কোনো কাজে বাধা তো দেননি,বরং সাধ করে শখেই ডাক্তারি পড়তে উৎসাহ দিয়েছিলেন, আর নিয়তিকে জানেই বা কে,যে এই শখই সংসার প্রতিপালনের একমাত্র অবলম্বন হয়ে উঠবে…

( উপন্যাসের বীজ প্রত্যেক সংসারের চার দেয়ালের মধ্যেই ডানা মেলতে শুরু করে ,কেউ খেয়াল করে,কেউ করেনা)

-


16 DEC 2023 AT 22:30

যার পাঁজরের মধ্যে আমার একটা পাকা কুঠুরি আছে জানি ভেবেই কত বৃষ্টিতেই না ভিজেছি ,
এমন কখনো আশঙ্কা না করেই ভেসে গেছি
কত সহস্র আঁকা বাঁকা নদী পথ,মোহনা আর সমুদ্র ছুঁয়ে,


অথচ প্রবল ঠান্ডায় জমা বরফের মত অন্ধকারের হাত থেকে কোনোভাবে ঘুম ভাঙা
রাতে হাত বাড়িয়েছি যেই, সহসা সমস্ত রাজপথ
জুড়ে স্লোগানে মিছিলে ভরে গেছে
এই বলে : যে দরজায় তুমি কড়া নেড়েছ,
বহু আগে ভাগে 'কাল' বসে আছে 'ডানা' মেলে,
আর আমি হারিয়েছি 'বাস্তু'…

-


22 SEP 2023 AT 18:17

হিসেব করলে দুঃখ বাড়ে,
জমা ক্ষতির হিসেব না হোক তুলেই রাখি,
আমার এখন ঘুম পেয়েছে খুব,
যতই ভাবি , ঘুম ভাঙে না কই …!!!

-


13 SEP 2023 AT 0:02

দিনের শেষে জেনো
তুমি যার জন্য অবসর খোঁজো,
সে অন্য কোথাও ব্যস্ত …

-


28 JUN 2023 AT 10:11

একটা সময় দুই ভিন্ন মানসিকতার মানুষের পথ ভিন্ন ভিন্ন দিকে বিভক্ত হয়ে যায় ,
না হলে ঘোলা জলের টানে স্বচ্ছ স্রোতও ক্রমে দিকভ্রান্ত হয় এবং সমস্ত নিয়ে ওই ঘূর্ণিতে অস্তিত্ব বিসর্জন দিতে হয়।।

-


31 MAR 2023 AT 23:49

যখন সময় হবে
তখন এসো ।

বারবার সময়ের আগে
চলে এসো না ।।

-


18 MAR 2023 AT 4:23

শিরদাঁড়া বিহীন মানুষ বাস্তবকে না সহ্য করতে পারে না গ্রহণ করতে পারে,
না বহন করতে পারে না পরিত্যাগ করতে পারে…

বাস্তব এখানে সত্যও হতে পারে মৃত্যুও হতে পারে,
আমিও হতে পারি,তুমিও হতে পারো,

ব্যাকরণে ভুল অধিকাংশের তবু বাক্যরচনা সকলেই করে…
আর যারা ব্যাকরণে ভুল হবার আশঙ্কায় বাক্য রচনার প্রহসন করে তারা কেবল রচনার ভানই করেনা শয়তানীও করে…

-


30 AUG 2022 AT 21:44

সব বেপথুরা
একদিন
ঠিকানা খোঁজে ।

-


10 JUL 2022 AT 21:51

সমস্ত স্মৃতি মুছে যাওয়ার আগেও কিছু স্মৃতি থাকে,

কিন্তু যাদের ঘিরে সে স্মৃতি তারা নিঃসাড় নিঃস্পন্দ হলে সে স্মৃতি কেবল বোঝাসম হয়ে পড়ে, তাই সে সমস্ত স্মৃতিঋণের ভার বয়ে বয়ে ক্ষয় হতে হতে সমস্ত স্মৃতিকে শূন্যতা দিতে বড় ইচ্ছে করে…

-


13 JUN 2022 AT 12:54

কতকিছুই রইলো পড়ে
বন্ধু বাকি হিসেব খোঁজে,
দিনের শেষে শাড়ীর ভাঁজে
একটা ছোট গোলাপ রাখি।

সাহসী কে ,কে তা জানে,
ছন্দ মিলের হিসেব খোঁজে ।
ছদ্ম মিলের আসর মিছে।

কত কিছুই রইলো পড়ে,
বন্ধু বাকি হিসেব খোঁজে,
শাড়ীর ভাঁজে গোলাপ রাখি ,
কত কিছুই রইলো পড়ে ।।

-


Fetching Debjani mukhopadhyay Quotes