চন্দন 😎   (☆ব্যর্থ কলম☆~(চন্দন রাম))
68 Followers · 162 Following

ভাষাহীন আমি ভাষা র সন্ধানে ।।
Joined 8 February 2018


ভাষাহীন আমি ভাষা র সন্ধানে ।।
Joined 8 February 2018
1 MAY 2023 AT 22:46

তুমি তোমার নেশাতুর চোখের কারণ,
তোমার প্রেমে পড়া বারণ,
তুমি তোমার খোলা জানালার পাতা ,
তুমি জীবন্ত এক কবিতা
তুমি ভাবছো বসে কি একা ,
তুমি ভালোবাসার ঈশিতা ।
তুমি তোমার ঈশিতা ।।

-


23 APR 2023 AT 21:14


তুই কি বল, হবি জোনাকির দল ,
কাটাবি আঁধার মনের আঙিনায়।
তুই কি বল , হবি মনের-ই জলছবি,
রঙের ই টানে ভরাবি এই ক্যানভাস।
ভালোবেসেছি তাই , তোকে না পাওয়ার আশায়
ফিরেও ফিরবেনা এই মনের যন্ত্রনা ।
তোকে কাছে পাওয়ার আশায়,
বার বার ধরা দিচ্ছি তাই তোর মনেরই আয়নায় ।



-


17 APR 2023 AT 0:23

যদি এমন হতো , ভালোবাসা হাতছানি দিত
ভালোবাসবো বলেও ভালোবাসি নি ।
তবুও তোমার ছায়াপথে , ফিরেছি ভিনদেশেতে
মনে মনে কথা দিয়েও কথা রাখিনি।
তবুও হাতাছানি দেও, মনের চিলেকোঠায় ,
ফিরে এসেছি তাই , তোমার আঙিনায় ।

যদি এমন হতো , ভেসে যাওয়া মেঘ বৃষ্টি দিত
তবুও ভিজে মাটির গন্ধ ধরা দেয় নি ।
তোমার চোখের জলে , ভেসেছি ভাসবো বলে
তবুও মনের টানে ফিরছি তোমার গহীনে।
তাই মন শুধু চাই গান গেয়ে বেড়াই
তোমার চোখের নেশায় কি বলি তোমায়! হে প্রিয়তমা।।

-


26 FEB 2023 AT 20:14

মনের নেই আজ কোনোও নির্বাসন,
চুপি চুপি শুনি তাই স্যাক্সোফোন ...

বুঝেও বুঝছে না এই অভিমানী মন,
খুঁজেও খুঁজছি না তাই টেলিফোন ।

কেউ বুঝেও বুঝবেনা কোনোদিন,
কিভাবে গোলাপে ফোটে সেপ্টিপিন্, চুপি চুপি ।।




-


22 FEB 2023 AT 1:04

বাঁচার জন্য ফোটে অক্ষরের ঝুলি,
এই ভাষাতেই হয়ে গীতাঞ্জলি।

ভাষার টানে ভাষার গানে
ফিরে আসে জোয়ার মরা গাঙে।

ভাষাই বাঁচায়, ভাষার জন্য লড়াই
হাসতে হাসতে মোরা প্রাণ দিতে চায়।।

-


17 FEB 2023 AT 23:58

পাশে থাকবো বলে কি পাশে থাকা যায়,
পাশে থাকার জন্য কখনো ছাড়তেও হয়।

হাতে হাত রাখলেই কি প্রেমে পড়া যায়!
হাত না রেখেও প্রেমে বাঁচতে হয়।

ভালোবাসি বল্লেই কি ভালোবাসা যায়,
ভালোবাসি না বলেও ভালোবাসা হয়।।

-


17 FEB 2023 AT 23:32

শূন্য আর শূন্যতার ফারাকটা -
কোথাও গিয়ে মিলে যায়,
শূন্য তোমাকে গড়তে শেখায় ,
আর শূন্যতা শেখায় বাঁচতে ।

-


16 FEB 2023 AT 23:07

ভাঙ্গতে ভাঙ্গতে আর ,
নামতে নামতে না জীবন শেষ হয়ে যায় ।
তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করা ছাড়া ,
হয়ত আর কোনও কিছুই করার থাকবেনা।।

-


16 FEB 2023 AT 20:25

আসমানী নীল , অগোছালো দিন
রাত বয়ে যায় তোরই আঘাতে।
স্বপ্নরা আজ, হয়েছে কঠিন ;
তোর চোখেরই ভাষাতে ।

আলোতে চল , আরও গভীরে চল
দিলদড়িয়ায় নেই , নেই নেই সীমানা ।
এই ফাগুনে , ভালোবাসা দিনগোনে,
নেই নেই , নেই কোনও ফেরার ঠিকানা ।।

-


14 FEB 2023 AT 21:10

শহরে আজ ফুটেছে শত লাল গোলাপ,
কাটছে দিন, কাটছে না যে রাত ৷

নামে রাত ভালোবাসার ওই নেশায়,
লাল নীল স্বপ্ন গুলো আজও তোর অপেক্ষায় ।

রেস্তোরাঁ-য় ভালোবাসা যেন থমকে যায়,
চায় ধরতে হাত কিছু কথার অপেক্ষায় ।

ময়দান আজ, সুপ্ত ভালোবাসার ম্যানহোলে!
বাদাম গুলো বন্দি ওই প্যাকেটের বেড়াজালে

গঙ্গার ঘাট শুধু হাতছানি দেয়,
পাশে বসে কাঁধে মাথা রাখতে চায়

শহর জুড়ে ভালোবাসার মানে বোঝে না,
হাতটা ধরতে চেয়েও কেউ ধরেনা।

ভালোবাসা কি? শহর তা বোঝোনা
ভালোবাসি বলেও তো ভালোবাসা যায় না ।

- *ব্যর্থ কলম* ~ (চন্দন)

-


Fetching চন্দন 😎 Quotes