ব্যর্থ জীবনের গল্প🇧🇩   (মোঃজামিল)
2.3k Followers · 633 Following

Joined 31 July 2018


Joined 31 July 2018

চলেইতো যাবে!
শেষ দেখাটা নাহয় প্রথম পরিচয়ের স্থানে হোক।
হয়তো কিছু দিন কাটবে স্মৃতির কাব্য লিখে,
তারপর হঠাৎ একদিন ভুলে যাবো তোমায় হারানোর শোক।।

-



বই মানেই সময় কাটানোর
সহজ লোভ্য উপায়।
বই আমাদের জ্ঞানের আলো,
জীবন বুজতে শেখায়।

-



যার জন্য কাঁদছি প্রভু আমি জনম ভর,
তার আঁখিতে দিও নাগো লোনাপানির ঝড়।

-



ভালোই হলো যে আঘাত তুমি আগামীতে হলেও দিতে,
সে আঘাত বর্তমানেই দিয়ে দিলে।
চার দেওয়ালে বন্দীকরে যে মানুষিক অশান্তি আমার জন্য রেখেছিলে,
তা থেকে একেবারে মুক্তি দিলে।।

-



সে আমার ছিলো ততো দিন,
পকেট ভারি ছিলো যতদিন।

-



যদি পারতাম তবে অতীতটাকে
একে বারে মুছে ফেলতাম জীবন থেকে।

-



তোমাকে বুঝতে গিয়ে
আমি নিজেকে বোঝাতে ব্যর্থ হলাম।

-



প্রিয় মানুষটার প্রতি লোভ হয়না আর,
যেদিন হতে হয়েছে সে অন্য জনার।
থাকুক সুখে সে আমি যাবোনা ভাঙতে ঘর,
অবিচারের দায়ে একদিন তার জীবনেও আসবে ঝড়।

-



ভুলে গেছি এই আমি প্রিয় কবিতার লাইন গুলো,
তাঁকে রাখা ডায়েরিটায় জমেছে অনেক ধুলো।
ভুলে যাবো সব কিছুই ইচ্ছেরা মরে গেছে,
আশা ছাড়া কেউ কি কখনো কোনো ভাবে বাঁচে?
তবুও বেঁচে আছি জীবন্ত লাশের মতন,
ব্যথা দিয়ে চলে যায় আমায় যে যার মতন।

-



ভুল তোমার ছিলোনা কখনোই,
আমিই ভুল করে সুখ খুঁজেছি অন্য মোহনায়
আর তোমার মন ভেঙেছি এক নিদারুণ ছলনায়।

-


Fetching ব্যর্থ জীবনের গল্প🇧🇩 Quotes