ভালবাসার চিঠি   (ভালোবাসার চিঠি)
38 Followers · 97 Following

সাধারন মানুষ
Joined 11 March 2019


সাধারন মানুষ
Joined 11 March 2019

জীবন সংগ্রাম

অস্থায়ী জীবনে চিরস্থায়ী ভালবাসা
আজকালকার জীবনে
ক্ষণস্থায়ী মানসিকতার লক্ষণ।
বঞ্চিত মানুষকে অকাঙ্খিত স্নেহ দিলে সেই মানুষ কাঙ্খিত অবাঞ্চিতের মতোই কাজ করবে।
সারা জীবন পাশে থাকার অঙ্গীকার যে করবে চরম বিপদে সেই তোমার সঙ্গে থাকাটা অস্বীকার বলে মনে করবে।
যাকে নিয়ে স্বপ্ন দেখো বাঁধবে
তোমার মনের মতন ঘর
সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি অবলীলায় অবহেলায় তোমাকে বলবে তুমি বর নও বর্বর।
জীবনের যাঁতাকলে পিষ্ট হতে হতে ভাবছো তুমি গড়বে এক সোনার সংসার
হায়রে বিধাতা অভাগা জানেনা
জীবনের মাঝপথে সেই ছাড়বে তোমার দায়ভার।
তুমি কেমন পুরুষ স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারো না বলবে এটা নিন্দুকে
তাদেরকে আর কে বোঝাবে ভালোবাসা থেকে সংসার সবকিছুই হয় এখন টাকার সিন্দুকে।

-



মনের যত ইচ্ছে আবদার লিখে রেখেছিলে তুমি একটি কাগজে ,
আজ ষাট টি বছর পর খুঁজে পেলাম তা আমার আলমারির খাজেতে ।
সেথায় তোমার নিপুন হস্তে লেখা ছিল প্রেমের ওই কাগজ খানি ,
সে তো শুধু চিঠি নয় ছিল আমাদের মান অভিমানের সোনার খনি ।
আজ যখন শেষ বয়সে ভাবছি কত বড় করলাম ভুল ,
হঠাৎ দেখি সেই চিঠির খামে রয়ে গেছে তোমার বানানো যৌবনের প্রেমের কাগজের ফুল।

-



সৌন্দর্যের কি আদৌ কোন সংজ্ঞা হয়!
আমার তো মনে হয় সৌন্দর্য টা মনের হওয়া উচিত ।
শারীরিক সৌন্দর্য একদিন চিতার আগুনে দের কেজি ছাই তে পরিণত হবে।
আর মনের সৌন্দর্য মৃত্যুর পরও তোমার ভালবাসার মানুষদের চোখের জলের মধ্যে দিয়ে চিরস্মরণীয় করে রাখবে।

-



শহরের কলতান মুখর জীবনে
ভালোবাসার বাহির প্রাঙ্গনে
যৌবনের এই সীমাহীন উদ্দাম আনন্দের আসনে
হে বন্ধু তোমার জগত কি শ্রেষ্ঠ আসন লবে
হে নিঠুর হে পাশবিক হে দৌড়দণ্ড প্রতাপ তোমার মায়াবী করাল ভৈরবীর জালে যখন সমগ্র বিশ্ব ধ্বংসের মুখে অবতীর্ণ
তবু তোমার শিরায় শিরায় তখনো তাবেদারির আনন্দে উত্তীর্ণ
নরখাদক পিশাচের দল ওঠো জাগো হিংস্রতার আক্রমণে আজ সমাজের দর্প চূর্ণ হয়ে গেছে যাদের আক্রমণে শিরায় শিরায় তাবেদারির নোংরা অহংকার যখন হানা দিচ্ছে তখন এই নরখাদক বিষাদদের আহবান করি নতুন সমাজ কে পুরাতন কুলুষিত বিবর্ণ মানব জাতির হাত থেকে ধ্বংস করে নতুনের সমাজের আহ্বান করি।

-



যখন জীবনে চলার পথে হোঁচট খাবে কাটার বেড়ার তারে
বুঝে নিও জীবন তোমার পরীক্ষা নেবে কুরে কুরে
সময় এসেছে এবার হাত ধরে একসাথে বাঁচবার আহবান করি তাই নতুনকে আরেকবার
নইলে বুকের মধ্যে যে যন্ত্রণাটা আছে
সেটা কেঁদে উঠবে ডুকরে ডুকরে বারবার

-



দূরের ওই পাহাড়ে মিলিয়ে যাওয়া স্নিগ্ধ শান্ত বাতাসের কলরব আজও মনে করায় তুমি শুধু আমারই

-




নাই বা হল তোমার সাথে দেখা
খরস্রোতা নদীর মত চলব একা একা
নাই বা হল তোমার আমার মিলন
তবু তো জানব তোমার ঔরসে রয়েছে
আমাদের শ্রেষ্ট নির্দশন
তোমার ঘৃনার আগুনে না হয় পুড়ে যাক
আমাদের শেষ ভালবাসা
শেষ জীবনে সঙ্গী‌ হোক হতাশা আর নিরাশা।

-



প্রেমের শতাব্দী

পরন্ত গোধূলি লগ্নে সেদিন হয়েছিল আমাদের পথ চলা,
পাঁচটি বছর করলাম প্রেম তাও
রয়েগেছে কথা কিছু যা হয়নি বলা
সে প্রেমের রেশ আজও আছে অন্তরেই,
তোমার আমার ভালবাসা ছুটছে আজও দ্বিগবিজয়ের তেপান্তরে।
তোমার সেই কাজলকালো চোখের মাঝে দেখেছিলাম আমার প্রতি তোমার প্রেমের স্নিগদ্ধতা,
সেদিন থেকেই বেসেছিলাম ভাল, বাড়িয়েছিলাম হাত, ছড়িয়েছিলাম প্রেমের উষ্নতা।
রয়েছে বাকি আজও পথচলা,
যতই আসুক না বাধা,
লড়ব একসাথে মানবো না হার,
সৃষ্টি হবে নতুন গল্পগাথা।
এই গল্পে পুরোটাই ছিল আমাদের প্রেম শুরু থেকে শেষ অবধি,
ভালমন্দ মিশিয়ে না হয় উদযাপিত হোক আমাদের প্রেমের শতাব্দী ।।

-



পরজন্ম
ক্যাপসানে দিলাম
পড়ে দেখবেন বন্ধুরা..

-



অনেক গল্প লুকিয়ে আছে সেই সকালের রোদে,
ছোট্টবেলার খেলার স্মৃতি আজও হাতছানি দেয় ঐ চিলেকোঠারই ছাদে।
শৈশব থেকে কিশোর হয়ে বার্ধক্যের পথে,
চলতে চলতে থমকে দাড়াই জীবন সংগ্রামের ক্ষতে।
বাস্তবতার জীবন যুদ্ধে ধূসর হল ছেলেবেলা স্মৃতি সেই
চিলেকোঠার ছাদে,
কোনঠাসা মন ব্যাকুল হয়ে অন্তরেই কাঁদে।



-


Fetching ভালবাসার চিঠি Quotes