Ashik Elahi.   (বেলা•Shese✍🏻)
0 Followers · 4 Following

read more
Joined 22 November 2023


read more
Joined 22 November 2023
23 MAR AT 12:38

◑ বন্দি কথা ◑

নীল আকাশের কোথায় তোমার অস্তিত্ব?
কোন শরতের শূভ্র মেঘে ফুটে ওঠে
তোমার মুখের আদল?
জানা আছে?

তুমি জানো না-
কোন অন্ধকার দেয়ালে উঁকি দেয়
তোমার চোখ?
কার কুহকের অলীক চরিত্র তোমার অবয়ব!
তা কেউ জানে না -

জানে না কারন,
যেন এক অধরা প্রেমিকার মহাপরিনির্বাণ।
এক বোবা প্রেমিকের গল্প,
যার অবগত ছিল রচনার নির্মম উপসংহার।

বলো কতদিন? কত রাত্তির অপেক্ষা এ প্রাপ্তির?
কত সমুদ্র, ক'টা নদীর যাত্রা এ তপস্যা?

বিষন্নতার ভিড়ে আমি নিজেকে খুঁজে পাই না।
দুঃস্বপ্নের কালো রাতে শুনি কান্না
সবার পথের দিশারি সেই ধ্রুব তারার।
সে জানে,
আমার গল্পে তার আলো নিরর্থক।

আমার জীর্ণ শরীরটাকে তুলে ধরো,
দেখে নিও নাড়ির স্পন্দন
আমি বাঁচতে চাই প্রিয়, সামান্য প্রান বায়ু
আর তোমার শুভাগমন।।

-


23 MAR AT 12:29

আসুক সবুজ হয়ে,
মৃত মানুষের স্বপ্ন।
পড়ে থাকা মানুষের
পোড়া জীবনের শেষ ক্ষণ।

আসুক সবুজ হয়ে,
দেশের খবরের কাগজ।
নিপীড়ন, জ্বালা ফুরিয়ে
দূর্বাঘাসে শিশির পড়ুক।

আসুক সবুজ হয়ে,
এই নাট্যমঞ্চ, হোক রক্তের যতন
হোক শুভ, শুভ যবনিকা পতন।।

-


23 MAR AT 12:09

Saturday, always a good,
Always bring a old wind
make remembrance, exposing hood
Sunday at the door,optimistic mind.

-


22 MAR AT 16:22

Favour In Melodicity

Accumulation of the brightness,
the yellow bloody clouds gathered.
Proclaimed the beginning of the morn
to the verge of the field, scattered.

As an ingrate witness
the bewitched soul
felt the cool wind
and the atmosphere whole.

The melodic surrounding was opaque
due to the little mist fall.
The favour of the Lord astonished me,
that never deny at all.

It's ultravires to break the melodic pattern
this expose the supremacy of The unit one.

-


21 MAR AT 19:29

শুভ সান্নিধ্য

তোমার ছোঁয়া আমি পাইয়াছি
জীবনের রূঢ় নগ্নরূপে
মধুর প্রলেপে ভূষিত করেছ,
হে সাহিত্য।
তুমি আছো হৃদয়ের কম্পমানতায়
এ সত্য তোমার নিকট জ্ঞাত।
আমাকে প্রাক্তন করে দিও না,
হে সাহিত্য।
আবেগে হতাশায়, শোক ও দুঃখে
পৃথিবীর পানে একবার চেয়ে দেখা,
অমোঘ শক্তির শুভ দিশা তুমি
হে সাহিত্য।
নীরস সমাজের যান্ত্রিক গতি
আর নিষ্পাপ প্রানের অপমৃত্যুতে
পাথরেও বাজিয়েছ কোমল হৃৎস্পন্দন,
হে সাহিত্য।
রক্তের প্রতিবাদে অগ্নি অক্ষর
বারুদের পরে গান
বিধ্বংসীর, ধ্বংসলীলায় তুমি
হে সাহিত্য।

আজি হতে শত বর্ষে দূরে, যে কবি
প্রেরনার বীজ বুনেছিলে তুমি-
শত আমাদের তরে।।

-


20 MAR AT 19:27

প্রাসের গতি থেকে প্যারাবোলা, ব্লক থেকে থাইরক্সিন, শুধু তোমাকেই খুঁজে পাই।
খুঁজে পেতেই চাই...

হিসেবে ডুবে খুঁজি 1.618
কিংবা asymptote এর কাহিনী নিজের জন্যে ভেবে আশংকায় মরি।

কিন্তু কেনই বা ভাবি এসব...?
আমি তো নিজেই Tangent,
অসম্পূর্ণ প্রেমের অবয়ব।

-


20 MAR AT 6:09

Still, you are the 'SYSTEM' in my thermodynamics, i don't care the 'SURROUNDINGS'.

-


Seems Ashik Elahi. has not written any more Quotes.

Explore More Writers