অশ্বত্থামা   (Diptangshu)
864 Followers · 36 Following

read more
Joined 31 December 2018


read more
Joined 31 December 2018

ওগো ঘুমপাড়ানি পথ এতদিনে তুমিও জেনেছ, আমাদের অর্ধেক জীবন
কেটেছে একা একা
বাকিটুকু রূপনারায়ণের জলে ডুবোনো আঙ্গুল। কে লেখে আজ
হৃদয়ের ভীষন অসুখ? জানো তুমি পরিতৃপ্তিহীন সঙ্গম ওরফে
হলদে দেওয়ালের কালো ছোপ? 
ঘুমের গভীরে মেয়েটির আধো অন্ধকার চাঞ্চল্য মনে পড়ে
জাগিয়ে রেখেছ কেন আমায় এখনও অবধি
তোমাকে আগেও বলেছি স্বচ্ছ কাঁচ হওয়া ছাড়া, মেয়েটির ভালোবাসা হওয়া ছাড়াই
আমায় ঘুমিয়ে পড়তে হবে আবার

-



চলে যাব বলেছিলাম
কিন্তু এতদূর যাব, ধারণা ছিলনা
যা হয় তা ভালোর জন্য, বলে কোন শালা
যা হয় তার কিছু দুঃখের জন্যও হয়
আমি তাকে ছুঁতে রাজি আছি, আমি
তার উৎকর্ণ হাত নিজের বুকে রাখি
অন্য হাতে গুঁজে দিই সূর্যমুখী বীজ

আমি চাই পরবর্তী জন্ম সেই গাছ
ভালোবাসতে কেটে যাক আমার

-



প্রতিটি বসন্তের দিনে আমি রোদ আদরে জমাই
যত্নে রেখে দিই সূর্যমুখী বীজ
কার্নিশ থেকে অবহেলায় বাড়িয়ে দিই পা, ফের ফিরে আসি
"আমি খুন-খারাবি চাই না এমন মনখারাপে পেলে"
দেখি নীল মেয়েটি ও তার সাদা ফুলের মাঠ
এখনও শরীরের হাওয়া আমায় ওড়ায় যেন পাহাড়ি কিশোরের ঘুড়ি
ইশারায় আমি তার মাথার থেকে বৃষ্টিকে ডাকি,
মৃদু হালকা হাত ধরবার জন্য ডাকি অন্য পুরুষ
ঘুমের স্পন্দন থেকে তীব্র ব্যথায় জেগে আমি হেসে উঠি ফের
বুকে হাত দিয়ে দেখি সব ঠিকঠাক

-



হাত থেকে ফুল খসে পড়ে, হৃদয় থেকে ভুল
এইখানে সিলভিয়া প্লাথ শুয়েছিল,  অনেকদূর হেঁটে
তার শিরদাঁড়ার নৈঃশব্দ্য পড়ে আছে বিস্তৃত
সিলভিয়া আমায় যদি সামান্য ঘুম ধার দিতে পারো
উঠে দাঁড়ালে আমার পায়ের পাতা ডুবে যায় ভুল জলে
আমার সমস্ত স্বপ্ন মায়ের হাতের মত কোমল
আমি সব ভুলে যাব। আমি সব ভুলে যাই
শুধু হাওয়ায় উড়েছিল মেলাঙ্কলির মত মেয়েটির নীল জামা
বৃষ্টি পড়েছিল। আমি সব মনে রাখি। আমি সব মনে রাখি
এই ঘোর নিয়ে আমি কতদূর যাব

-



And love, don't keep me guessing
Oh, love, don't keep me
Show yourself, show yourself

আঁচড়ে নাও এহেন অগভীর ক্ষত। দুঃখ পড়ে, পড়ুক -
নিজেকে গোছাও। তুলে রাখো অসমাপ্ত যোগব্যায়ামের ম্যাট
স্পর্শ করতে না পারা প্রেম,
বহুদিন ভালোবেসে এই জেনেছি আমি, মানুষ নিজের দর্পণ নয়
বরং এই শীতসন্ধ্যের আকাশে যে লোক দেখেছে নিজের চোখ
কম্পমান, ক্ষণস্থায়ী, বিবর্ণ
সে যথার্থ ভুলেছে সুখ। তার বুক থেকে ওই যে উজ্জ্বল নীল ছাই
ছড়িয়ে পড়ল আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত -
একমুঠো তুলে নাও। দিও পরবর্তী প্রেমিককে,
এইবেলা শিখে নাও, এখনও জেগে আছে হৃদয়

-



কবিতার মত মেয়েটি হেঁটেছিল, সমস্ত শরীরে ফুল
আমি তার নরম সুগন্ধের ছাপ ভুল করে তুলে ফেলেছিলাম
নিজের শরীরে
সামান্যই ছোঁয়া
রাস্তা পাহাড়ের মত, বৃষ্টি ও হাওয়ায় এবং শহরের জঞ্জালে
তার নীল পোশাক আলগা ঘুড়ির মত উড়েছিল
তারিফের চেয়ে গভীর ছিল পথচারীদের বিভ্রান্ত দৃষ্টিপাত
এমন আশ্চর্য মেঘে সে আমায় রেখে গেল
চশমা, শার্ট, আলগা বোতাম, হৃদয় সব সব... ভিজে একাকার

-



শব্দ হয়। দুঃখের বিবর্ণ ডাল থেকে আমি ঝেড়ে ফেলি বুনো
শীতকাল, অশান্ত হিমশীতলতা, বিষন্ন ফুলের সুবাস
রাস্তায় অন্ধকার নেমে এলে হাঁটি বারাঙ্গনার মত বাড়িঘরগুলি
নিয়ে পাশে
এখানে আকাশ ভালো। সিঁড়ি বেয়ে উঠে যাওয়া যায়
যায় বুকের পাথরগুলি ছড়িয়ে ছিটিয়ে রাখা
ফিরে আসে হাত আনমনা প্রেমিকার ক্লান্ত মাথায়
এইভাবে
দুঃখদের ভুলে যেতে হয়

-



Tripping water, you take me for a fool
Isolated, abandoned, knees buried in sand
I am nothing new but fragments of former lovers
Stitched together
They left a gaping hole in me
I nourished it, turning it into a cavern
Flesh, bone, tissues turned into stones
So that they have a home in me

-



And it was love for a while
Until you set me free from
Lilies and their white lie
"It must have been love"
But I have forgotten it
As a man forgets his shadow
As a man steps out of the Sun into bewilderment.

-



১. বন্ধুত্ব এমন পিছুটান। হাত থেকে কেড়ে নেওয়া খাতা
শব্দ রাখো। যাও, ডুব দিয়ে ওঠো হে নতুন কবিতা

২. একসাথে বসিনি কতদিন। ঠান্ডা চা এবং ছাই
শিরার ভেতর থেকে মুছে আসে
আমি কি ওদেরই ছিলাম কেউ? প্রশ্ন, আয়

৩. দূরত্ব যদি বলে শেষ - মানব না। আনাচে কানাচে
বন্ধুরা সব ইতস্তত ক্যানভাসে রং হয়ে আছে।

-


Fetching অশ্বত্থামা Quotes