QUOTES ON #দাম্পত্য

#দাম্পত্য quotes

Trending | Latest
29 NOV 2020 AT 11:10

স্নেহ-মায়া-মমতায়,
দাম্পত্যের টক-ঝাল-মিষ্টির ছোঁয়ায়।
তোমাতেই জন্মজন্মান্তর ধরে রয়ে যেতে চাই
যেমনটা বন্ধনহীন ভাবে ছায়া রয় কায়া তে।

-


7 JAN 2021 AT 12:10

আমাদের বেনিয়মের সংসারে গমগমে ঘর আর আগাছা ভরা বারান্দার মাঝে করিডোরে রোজ বসন্ত আর পর্ণমোচী নিজেদের দায়িত্ব বুঝে চলে।

-


19 APR 2020 AT 12:56

শীতল শত্রুতার চিড় খাওয়া আসে বন্ধুত্বে...
যখন প্রভুভৃত্য সম্পর্ক এসে বসে দাম্পত্যে।

-


3 JUN 2020 AT 11:32

চঞ্চল অভিসারিকা

মাত্র দুদিনের ছুটি নিয়ে ঈশানী আর দিব্যেন্দু চলে এসেছিল পুরীর সাগর সৈকতে। রোজনামচায় তাদের দিন কাটছিল অনাড়ম্বরভাবে। তাই ব্যস্ত রুটিনের ফাঁকে বেরিয়ে পড়া, এই সমুদ্রের তীরে দাঁড়িয়ে আরো একবার দুজন দুজনকে অনুভব করার চেষ্টা। সেদিন সন্ধ্যে নামার আগে দিব্যেন্দু আর ঈশানী এখানে বসে ছিল নির্জন তটভূমির বালিয়াড়িতে।
ঈশানী দিব্যেন্দুর কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করল,"এখনও বুঝি সব কিছু আগের মতোই আছে? কিছুই বদলায়নি তো?"
দিব্যেন্দু বলে উঠলো,"আমার মনে তুমি চিরন্তন, সেই প্রথম দিনের চঞ্চল অভিসারিকা।"

-


24 MAY 2020 AT 7:29

রবিবারের গল্প

রবিবারের সকালটা এমনিতেই দিব্যেন্দুর মেজাজটা বেশ ফুরফুরে থাকে। কারণ এই একটা দিন সারা সপ্তাহে অফিসের কাজ থেকে নিষ্কৃতি পেয়ে পরিপাটি করে বাজার করতে পারে। কিন্তু তার বাজার আনার বহর দেখে ঈশানী পড়ে মহা ফাঁপরে। মনে হয় দিব্যেন্দু আজ পুরো বাজারটাই তুলে এনেছে। ইলিশ মাছ, মৌরালা মাছ, তার সাথে আবার পালং আর কচু শাক, দু রকমের আম আর একগাদা আলু,রসুন, পেঁয়াজ, টমেটো রান্না ঘরের মেঝেতে গড়াগড়ি যাচ্ছে। ঈশানী ও সারা সপ্তাহ অফিস আর ঘর সামলায়, ভাবে রবিবার একটু রেহাই পাবে। কিন্তু দিব্যেন্দুর জ্বালায় সেইটুকুও হওয়ার জো নেই। 'আমি এত কিছু করতে পারবোনা।',বলে সবকিছু রেখে দিয়ে রেগে গিয়ে ঘরে চলে গেল ঈশানী।'আহা! এত রেগে গেলে হয়?', বলে দিব্যেন্দু গেল ঈশানীর রাগ ভাঙ্গাতে। ঈশানী কে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে দিব্যেন্দু। কারণ ঈশানী বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। দিব্যেন্দুর ছোট্ট আলিঙ্গনেই সব রাগ জল হয়ে যায় ঈশানীর। তাই সেও ঈশানীর সাথে হাত মিলিয়ে দেয় রান্নাঘরের কাজে। কারণ দিব্যেন্দু জানে, এই দাম্পত্যে প্রতি রবিবারের গল্প এক।।

-


1 FEB 2020 AT 11:07

আচ্ছা যদি এমন হত
তুমি আমার মনের মত
আমিও তোমার মনের মতো হতাম
ঝগড়া করার সুখ কি করে পেতাম!

জীবন লাগত পানসে ভারি
শুধুই ভাব নেই'ক আড়ি
কথার ওপর কথার খোঁচা ছাড়া
জানিনা সে জীবন কেমন ধারা!

-


14 DEC 2019 AT 13:24

এই মেঘ, এই ঝড়
এই বৃষ্টি, এই রোদ্দুর।
এই মুখ ভার, এই হাসির ফোয়ারা।
এর নামই বোধহয়..দাম্পত্য ইয়ারা।

-


18 MAY 2021 AT 18:41

বিস্ময় ও আকস্মিকতায় ভরা রঙিন প্রেম উদযাপনের পর,
যখন কেউ
একঘেয়ে, গতানুগতিক প্রাত্যহিক জীবন যাপনে খুশি খুঁজে নেয়
তখন বুঝবে ভালোবাসা সফল !

-


9 OCT 2020 AT 13:58

" স্বামীর ভালোবাসায় স্ত্রী "

সেদিন তুমি এলে,
পরিচিত আগন্তুক হয়ে
ধীরে ধীরে যেন ভীষন
একান্ত হয়ে গেলে।
সেই দারুন দিনে, তোমার বুকে মাথা রেখে কেঁদেছি,
তোমার কাঁধে মাথা রেখে রাঙা বিকেলে আবেগ মেখেছি,
রাগ অনুরাগের খুনসুটিতে, আবদারের অছিলায়
নিঃশ্বাস-প্রশ্বাসে,আশ্বাসে, বেঁধেছো ভালোবাসায়।
এভাবেই একটু একটু করে গড়া আমাদের সোনার সংসার,
গরবিনি আমি, তোমায় পেয়ে,আর তুমি, আমার অহংকার।

-


23 FEB 2020 AT 12:13

আর বাতায়ন থেকে রোদের কিরণ আসে।
আঁখির পলক অস্থিরতায়,
জড়িয়ে ধরে অন্য পাশে,
পসম ঢাকা বুকের মাঝে,
ছায়া খুঁজে তাকায় গৃহিণী চিবুক দিকে।
প্রভাতিক বসন্তদূত ডেকে ওঠে মধুর স্বরে।
দৃঢ়মুষ্টি আলিঙ্গনে,
স্বামীর চুম্বন, পত্নী কপালে।।

এভাবেই শুরু হোক
সমস্ত বসন্ত সকাল।
এভাবেই থাকুক প্রেম,
এই বসন্তে শুরু হওয়া,
সমস্ত নব দাম্পত্যের সাথে।।

-