QUOTES ON #PICPOEM

#picpoem quotes

Trending | Latest
21 JUN 2018 AT 11:24

হয়তো সেদিন তোমার সাথে হেঁটে যেতে পারতাম ছায়াপথ ধরে..
যুগান্তরের বৃষ্টি এসে ভিজিয়ে দিত আমাদের!

তোমার রক্তচক্ষু ইনসোমনিয়ার কাছে হয়তো সেদিন হার মেনে নিত আমার মধ্যরাতের অবসাদ!
কিন্ত সেসব কিছুই ঘটেনি..

কারণ,তোমার গলিতে নিষিদ্ধ গোপনীয়তা বজায় রাখে দুধারের নিয়ন বাতি;
আমার পবিত্র স্বপ্নগুলো যে তার থেকে অনেক বেশি উজ্জ্বল!

-


20 JUN 2018 AT 23:10

আজ ধর, নিঃশ্বাসে মিশে গেল ধূসর মেঘের আড়াল,
ঠিকানাবিহীন গন্তব্যে হাঁটার বায়না ধরলাম তোর আশকারায়;

সেই অগোছালো পথটা কি যত্ন করে এঁকে দিবি আমায়?
নাহয় ক্লান্ত ল্যাম্পপোস্টের প্রশ্রয়ে ফের পাড়ি দেব অচেনায়;

যেভাবে তোর আলতো মুঠোয় হাত ডুবিয়ে কোনোদিন,
দু-এক পশলা বৃষ্টির ভিড়ে হারাতে চেয়েছিলাম নির্দ্বিধায়।

-


22 MAR 2019 AT 17:33

-


20 JUN 2018 AT 23:05

পরিযায়ী যারা বসেছিল,
তারা একে একে ফিরে গেছে।

আলোকমালা আঁধার মেখেছে
বৃষ্টিতে ভিজে ভিজে।

আগামীর পথ রুদ্ধ বুঝি !
তবুও এগোই, তুমি-আমি একা রাহী।


-


24 AUG 2018 AT 23:20

The place where the colour of the Sky is pink...
In the row of the trees,sadness doesn't live;
Like the ocean of indigenous crimson,
As if you can get flushed if you wish!
The richly blooming flower petals are falling down...
As if the heaven came down to the earth!
& may be in that way an artist keeps his eyes in it!

-


10 SEP 2018 AT 18:32

মুখোশের ভিড়ে হারিয়ে যেতে যেতে,সময়ের গিরিখাতে থমকেছিল মুহূর্ত।
ঘুমের পর্দা সরে গিয়ে যখন চেতনার আলো জেগে উঠল,
আবিষ্কার করলাম নিজেকে সনাতনী সাদা-কালোর মধ্যে।
আটকে গেল চোখ দেওয়ালের বাহারি আয়নার প্রতিবিম্বতে;
মুখ-মুখোশের বাছাই সারতে গিয়ে সেখানে নিজের অস্তিত্বটাই 'প্রহেলিকা'!
আঁতকে উঠে টুপিতে মুখ ঢাকলাম,
দেওয়াল বেয়ে চুঁইয়ে পড়ছে কর্মফল,অসমাপ্ত বিবেক।
তখন প্রতিবিম্বের প্রতিবিম্বতে লেগে বিষণ্ণতা,ভিতরমহলের প্রতিচ্ছবি।
আর,বাকিটুকু জুরে শুধুই সাদা-কালোর দ্বন্দ,মুখ-মুখোশের আসা-যাওয়া।

সবকিছু ছাপিয়ে,নিশ্ছিদ্র শূন্যতা বিদ্রুপ করে বলে যায়:
"তোমার ঘরে বসত করে কয় জনা,মন জানো না!"

-


3 SEP 2018 AT 18:32

চোখের তারায় হাজার স্বপ্নের ভিড়,
ছিল আলোর বুকে ছুটে যাওয়ার আকাঙ্খা।
কিন্তু কেমন করে দৃষ্টি আটকে গেল,থেমে গেল উড়ান।
অন্ধকারে মিশে যেতে যেতে ছটফটিয়ে উঠল আলোয় ফেরার আর্তি।
এ যেন স্বপ্নের ভিতর আরেক স্বপ্নের বাস!
ভিতরমহল থেকে 'আমি'টা বেড়িয়ে আসতে চাইল;
কিন্তু গরাদের সীমা লঙ্ঘন করতে পারল না।
কেউ যেন কেড়ে নিয়েছে তার স্বাধীনতা,উপহার দিয়েছে দাসত্ব!

বর্ণহীনতার সাদা-কালোয় যখন অভ্যস্ত হয়ে উঠেছে সত্ত্বা,
তখন কে যেন চুপিসারে বলল,"অন্ধকারেরও নিজস্ব আলো আছে"।
শুরু হল ফের গরাদ জড়িয়ে বেঁচে থাকার লড়াই,কিন্তু মুক্তি এল না।
তাই প্রাণপাখি দৃষ্টি পিঞ্জরের বন্দী হয়েই স্বপ্ন বোনে...
"চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে"!

-


21 AUG 2018 AT 13:17

There is no life here...only silence is eternal,
Once it has a destiny too...
But,now there exists only barren land.
I wanted to scream,I wanted to express...
But alas!My sound became dumb;
Like someone swallowed the liveliness...

I've been running absurdly,
May be,this path will lead towards eternity...
Then a sudden voice whispered,
"Oh,Darling! You're fading away!"
Because,There is no life here...only silence is eternal...

-


20 AUG 2018 AT 18:02

চারিদিকে পিন পতনের স্তব্ধতা,ক্যানভাসে শুধুই সাদা-কালোর দৌরাত্ম্য।
কোথাও ছিটে-ফোঁটা রোদের স্পর্শ নেই...
ইতি-উতি বজ্রগর্ভ মেঘের আনাগোনা,যেন প্রবল ঝড়ের পূর্বাভাস;
তারই নীচে সফেন,নিস্তরঙ্গ সমুদ্রের বুক চিরে বয়ে গেছে সেতু।
আর তাতেই সুষমভাবে সারিবদ্ধ পুরুষের সমান্তরাল রেখা।
নিশ্চল,নিস্পন্দ লাইনের অবয়বগুলো প্রায় একই ধাঁচের;
কালো কোট-প্যান্ট-জুতো,মাথায় ফেজ টুপি আর কাঁধ থেকে ঝুলন্ত ব্যাগ।
হঠাৎ একপলক দেখলে অফিসযাত্রী কিংবা শৃঙ্খলাবদ্ধ সৈনিকের কথা মনে পড়ে।

রেখার অভিযাত্রীদের ক্রমশ বড় থেকে ছোটো হতে হতে বিন্দুতে পরিণত হতে দেখা যায়।
বহমান সরলরেখার মতোই এলাইনের উৎপত্তি খোঁজা দুষ্কর!
প্রত্যেকের দৃশ্যমান পিঠ থেকে যেন নৈশব্দ গড়িয়ে পড়ছে,মেপে নিচ্ছে শিরদাঁড়ার ঋজুতা।
কিন্তু কোথায় চলেছে এই পুরুষবাহিনী?কীসের মাদকতায় সময়ই বা এমন অচল?
তবে কী অনন্তের পথে যাত্রা নাকি শেষ বিচারের স্থৈর্য!
যেন বাতাসে হাজার নিরুত্তর প্রশ্ন,কিন্তু চরাচরে প্রবল শব্দহীনতা।
নীরবতায় মুগ্ধ হয়ে কেউই লাইনচ্যুতি ঘটানোর সাহস দেখায়নি;

মেঘগুলো আরেকটু নীচ নেমে এলে,এমন মুহূর্তকে বন্দী করে ক্যাপশনে লিখলাম:
"ধূসর সাম্রাজ্যে নৈশব্দের মিছিল।"
চকিতে কে যেন বলে গেল,"কবি,নীরবতাও দ্যোতনাময়"!

-


23 JAN 2019 AT 19:03

Handwritten Poem

-