Mizanul Haque   (rough element)
176 Followers · 13 Following

read more
Joined 13 March 2017


read more
Joined 13 March 2017
18 AUG 2021 AT 21:42

|| সংরক্ষণ ||

ক্যাটাস্ট্রোফের শেষে, কাবুলিওয়ালার দেশে
বিমানবন্দরের টারম্যাক ভরা ফুটফুটে হাসি!
জানা নেই ওর - দেশ কাকে বলে,
আর কত হলোকাস্টে প্রতিষ্ঠা হয় শরিয়া...

ওর দেশে আজ, দ্বেষ‌‌ চলছে,
ফেলে পালিয়েছে পরিবার,
হয়তো ৭ মাসের বাবা-মা জান্নাত খোঁজেনি,
খুঁজছে পথ, প্রাণে বেঁচে থাকবার।

জারাঞ্জ থেকে কান্দার বারুদের দরবেশ,
শ্রাবণের ধারার মত আকাশ থেকে ওরা ঝরে পরলো,
সব রক্তের নেগোসিয়েশন আগেই হয়েছে দোহাতে,
আজ শুধু পালন হল তার, গোধূলি উৎসব!

বিশ্বশান্তির সংরক্ষণের পালক উঠলো রাষ্ট্রপুঞ্জে,
আর সোভেনিয়রে লেখা থাকলো হাসিটার ভবিষ্যত, তালিবানী খানিমাত!

-


24 JUL 2021 AT 11:24

| | না লেখা চিঠি | |

জমাট বেঁধেছে রক্ত তুমি নিশ্বাস ধরে রাখো,
আমি প্রতি হৃৎস্পন্দনে ধুয়ে দেব জঞ্জাল!
তুমি একলা ভেবো না,
এই শহরের প্রতি অলি গলি গুজবের কারখানা,
সময়ের খোরাক, স্বার্থের বন্যায়...
শাষক অস্ত্র চালায়,
আর ধর্মগুরু পিছনে পিছনে ফর্দ কষে দেয়!

আমার শহর তোমাকে বিদায় দেবার আগে,
সাময়িক অন্যায়কে আমি শিরোনাম থেকে মুছবো,
যদি বল জঞ্জাল জমাবে;
আমি নীল খামে সাইনাইড পাঠাবো সব সময়রেখা আড়ালে,
তুমি সুস্থ হবে নীলকন্ঠের মতো!

-


26 JUN 2021 AT 15:21

আমার আশা ইউনিয়ন,
গর্জন হোক আরও জোড়ালো,
আমার নেতা সাহস হোক,
যার আছে সর্বশিক্ষা আনার ঝোঁক!

-


11 JUN 2020 AT 10:21

|| নিয়নের কথা ৩ ||
মানচিত্রে যখন জাত, মুহূর্তেরা ধর্মশীল
রক্ত যখন‌ খাদ্য হয়, নিয়মনামায় রাষ্ট্রভয়,
আমার নেতা সুপ্রভাত, শক্ত হাত মুঠোর ভাত,
সাহস বাড়ুক ইউনিয়নে, নিয়মভাঙার নিয়ম সাথ।

ঠুনকো ঠুনকো চুরির কোলাজ, রাষ্ট্রভয়ে গারাদ ভরাক,
আমার নেতা রাস্তা হোক, যে পথেতে‌ শ্রমিক আওয়াজ!
তোমার শত্রু চিন থাকুক, থাকুক তোমার পাকিস্তান,
আমার দাবি পেটের ভাত, বাড়ির পাশেই কাজের হাত!

আমার আশা ইউনিয়ন, গর্জন হোক আরও জোড়ালো,
আমার নেতা সাহস হোক, যার আছে সর্বশিক্ষা আনার ঝোঁক!

কর্পোরেট দালাল রাষ্ট্রনেতা, ভাষনে শুধুই বাড়ায় ক্রেতা,
আমার নেতা পরিযায়ী, হাঁটছে দেশ বাড়ছে চিতা!
সেই ছাঁই-য়ের ইউনিয়নে, গাঁথা হোক নতুন কথা,
বলতে থাকুক শক্ত হাত, পেটের ভাষা, শিক্ষা সাথ!

-


3 JUN 2020 AT 20:01

বর্ণে উজ্জল, শ্যামলা, ঘন কলো চুল।
যুগান্তকারী সৃষ্টি, যত্ন করা রূপ
দম্ভ অনেক
মৃত্যুর ওপারে সৌন্দর্য বৃদ্ধি,
পোড়া পচা গলা...
আর যত্ন করা রূপ,
আজ এক মুঠো কালো ছাঁই।

সেরা সৃষ্টি, মহাপুরুষ, বড়মানুষ
নেতা অভিনেতা আর বেশ্যা, দলিত
শরীরের শেষ ঠাঁই
শেষমেষ
সেই কবর
নাহলে একমুঠো কালো ছাঁই।

রূপ কর্ম সবই প্রাক্তন,
বাস্তব শুধু কালো কৎসিত পোড়া ছাঁই।
আর যদি তুমি সমাধি হও
তবে ফুল পাবে,
হবে সার্থক, একদিনের আলোচনা গানে, উৎসব!

-


15 MAY 2020 AT 22:15

নিয়নের কথা

বিনাশ কালের আগে স্বপ্নেরা অচেনা,
শর্তরা ছুঁলে শতকরা,
জীবন তোমার তরী সুর বদলাক,
তুমি অসহায় সুর-এ সময়ের সাথে,
সময়কে বদলাও!

করে নিও অন্য গানের মহরা,
তবু তোমার সুর খোঁজ গীতবিতানে,
পাতা ওল্টাও!

শুধু শতকরাতে হিসাব নিও না,
বদ্ধ হয়ে রবে সময়ডালে; অধ্যায়ে,
অজুহাত রেখ বদলানোর স্বার্থে,
নিরলস ক্লান্তিতে
আর একটু প্রাণ দাও!
গান গাও!!

গীতবিতান সুর খুঁজে দেবে,
তুমি জীবন তরী বয়ে যাও!

-


10 MAY 2020 AT 18:23

মুহূর্তের চিন্তানবিস, নিয়মনামায় বুদ্ধি স্যাঁকে,
পর্দা টেনে গন্ধ চেখে, রাজনীতি ব্যাবসা মাপে।

-


28 MAR 2019 AT 13:28

রাত দুপুরে চায়ের কাপ -এ খুব সহজে মিথ্যা বলে,
সময় বুঝে গল্প বানায় সত্যি খোঁজার কৌতুহল - এ!

-


12 FEB 2019 AT 2:34

ফর্দ গুলো ধরন পাল্টাই,
হয়তো কিছু বলছে সুরে সুরে,
পারলে করো একটা চেনা গান,
মুখরা গেও অন্তরায় জোর -এ!

-


11 NOV 2018 AT 16:26

সময়ে আমার সুখ্যাতি নেই হয়তো,
কথায় কথায় লিখতে পারিনা রোজ ইতিহাস;
তবুও আমার দেশে হারানো কাঁটায় আমিই রাজা,
আর সব যুগেতে তুমিই রাণী, তুমিই ধাঁধা!

-


Fetching Mizanul Haque Quotes