How are you now?
Is it too late to ask or you're just glad I did?
Never been easy to fall apart...
From a canopy of dreams we built together.
The chains of love were never too strong.
Or did you tie them too loose from start?
Ashes of ruin, lost sparks everywhere
In the mirror everyday where I stare.
You don't just focus on the bad parts;
Our love was always the good part.
The moon tonight isn't so bright, it's still
And pale like our hopes tied.
Can you hear me out? Or my words
Can't strive to break your wall yet?
Are we strangers now?
Or you dare see a friend in me yet?-
[...]
সে আজও জানলোনা, তার অবজ্ঞার কি ভয়াবহ পরিণতির
শিকার হয়েছে আমার অজাত শিশু...
মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত করেছে তার নৃশংস প্রতারণা।
সে আজ নিরীহ এক প্রাণী মাত্র।
সে কি পারবে ফেলে আসা ক্রন্দন ভরা রাত্রি গুলি ফিরিয়ে দিতে?
তার নির্মম অশ্রু আজ পারবে কি আমার মমতার রক্তপাতের মূল্য দিতে?...
(Read caption)-
There's no way to go back,
The lanes, the old streets I was once a part of...
they're not anymore to stare at.
The harsh test of time from where very few run back,
It's all a sham.
The tides wait for none, but we do. Our pasts waited & hoped for the present and forgot that we're no sculptors.
Future shapes it's own destiny, we don't.
So what if we miss it? The very being we once escaped.
What if we wanna get back to the old self chained to hope & passion?
Are we terrible or exhausted?
Then, am I Lilith or just human?-
After marriage,
Getting a job was His duty,
And leaving was Hers..-
পর করে দিলি অমনি? বিনা অনুমতিতে,
ডাকলি না আর ঘুরে কোনো মতে,
দূরে সরিয়ে দিলি এত সহজে?
বাধেনি একবারও? বুকের পাঁজরে?
বা-পাশে যেখানে আমি ছিলাম বিরাজমান,
দিয়ে দিলি আজ অন্য কোনো আগন্তুক কে?
Read the full piece in caption
-
How happy were you...
Colors bright,
Smiling upright.
Or was it all a show?
A reel facade?
Is it that easy,
To fake a smile & pretend?
Or, is it even harder?
I, for once, couldn't care less.
At the end, it's all the same!
- Yours, Broken Soul.
-
ভুল করেও যদি কখনো মনে পড়ে আমায়,
যেনো আমিও ভালো আছি।
ভালো আছি চোখের জলের দুই ফোঁটায়,
সাদা আকাশে মেঘের গর্জনে,
সুখে আছি তোমার আমার ভুলে আসা
অসম্পূর্ণ কবিতায়।
এক সময় যে কাগজের লেখা দিয়ে চোখ মুছে ছিলে,
জেগে আছি সেই পাতার প্রত্যেক হরফে।
বর্ষাকালের পিছল রাস্তায় জল জমে থাকা আমাদের দুজনের ছোট্ট গল্প,
জেনো আজও কেউ লেখে রাতের আঁধারে।
আমি আজও থাকবো সেই পথ চেয়ে,
কথা দিয়ে ছিলাম পাশে থাকবো হাথ দুটি ধরে।
তুমি আমাতে মিলে ছিল যে ছোট্ট স্বপ্নের নীড়,
নির্বোধ আমি থাকবো চিরকাল সেই আশাতেই।
-
Failure at love, is what they say
Failure at life, never been that easy.
The waves, vast & unforgiving...
There's no mercy in their eyes.
Try the midnight moon, cold & white.
The thousand balls of fire never lie.
I'm a broken soul, gasping for a glue.
How I wished, it would be you!
Failure in love, is nothing new.
When mending your broken pieces is all you've left,
You'll gradually learn to love the eternal wait...
-
(...continued.)
আমি ভুলিনি তোমায়, জেনো,
আহম্মক ক্ষুদে লালসায় লিপ্ত, তুমিই অভিলাষ।
শ্রাবণের ধারা ধরণীর বুক চিরে,
সহস্র টুকরো তে ছড়িয়ে পড়া সেই রুদ্ধ শ্বাস।
তুমি ধূমকেতু, হাজার বছর ব্যাপি জমে থাকা প্রত্যাশা,
তাই তোমায় পেয়ে মনের লিপ্সা জেনো আরোও বেড়েই চলে।
থামেনা কেবল নিরপেক্ষ অর্জুনের বান,
আসে বিধে যায় আমার বক্ষ জমিতে।
অপলক তোমার নিঠুর দৃষ্টি ঠিক এমনি চেয়ে থাকে।
নিশি ঘোরে নিঝুম, আঁখি আজ নিদ্রা হিন,
জেগে থাকি তার অপেক্ষায়, এই বুঝি তার তলব পাবো - অসীম সেই আশায়।
-
আমার সব চরিত্র কাল্পনিক নয়, বাস্তব ও আছে কিছু।
কিছু অচেনা, কিছু না দেখা,
শিশির ভেজা পাতায় লেখা হরফ শুধু নয়।
তাকে পেয়ে হারিয়ে ফেলার দুঃখ বড্ডো আপন, ভাগাভাগি নেই কোথাও।
তাকে নিশি রাতের চাঁদের পরে এক ঝলক দেখার স্বাদ অন্য, ভুলে যাওয়া অদৃষ্ট নয়।
তাই তাকে দেখেও না দেখে এগিয়ে যাওয়া অনুপায় এক প্রচেষ্টা,
বিধির নিষ্ঠুর লেখন নয়।
তুমি ছিলেনা আজ চোখের সদরে,
তুমি ছিলে হৃদয় - দর্পনে,
স্বচ্ছ, নিষ্পাপ, অবিকল অতীত।
অতএব বর্তমান ব্যতীত।
~Continued to the next~
-