Indrani Chakraborty   (Freedom)
154 Followers · 16 Following

Student...passionate writer...the words of my works define me...find me out through them
Joined 12 March 2017


Student...passionate writer...the words of my works define me...find me out through them
Joined 12 March 2017
5 FEB AT 23:07

বাবা,
এখন আর কেউ মা বলে ডাকে না আমায়। আজ জীবনের প্রথম উপার্জন হাতে পেলাম। পায়ের তলার মাটি কিছুটা শক্ত হয়েছে আর কাঁধটা অনেকটা ভারী। চোয়ালটা ক্রমশ কঠিন হয়েছে, হারিয়ে গেছে বটবৃক্ষের আশ্রয়।
ভালো থেকো।

-


23 DEC 2023 AT 19:27

When the tears won't be seen,
When the days of inner battle would be lonely,
When there won't be an ear to hear the trauma and anxiety,
Go back to yourself.
Be your own support system.

-


17 NOV 2020 AT 21:37

চেনা ছকের অলিগলি
পথ হারিয়েছে জ্যোৎস্নাতে,
মৃত্যু ব্যাথা জমছে ভীষণ-
অব্যক্ত শব্দতে।

দূরের আকাশে জ্বলছে আলো
স্বপ্ন ডোবানো সলতে-তে;
আমার ঘরে অন্ধকার
হেরে যাওয়ার শাস্তিতে।

ব্যর্থতার বুকে হারিয়ে যাচ্ছি
কিস্তিতে কিস্তিতে,
কোনদিন হয়তো ফিরবো আবার-
নক্ষত্র হয়ে, জিততে।

-


11 NOV 2020 AT 15:44

ছুটছে জীবন
লক্ষ্যহীন,
কমছে আয়ু
ফুরোচ্ছে দিন।

ভাবনা ভিড়ে
সাড়হীন-
ব্রহ্মতালু গুনছে,
মৃত্যু দিন।

হৃদয়ের ঢেউ
স্পন্দনহীন;
আজ আমার
মুক্তির দিন।

-


11 NOV 2020 AT 14:33

চুটছে জীবন
লক্ষ্যহীন,
কমছে আয়ু
ফুরোচ্ছে দিন।

ভাবনা ভিড়ে
সাড়হীন-
ব্রহ্মতালু গুনছে,
মৃত্যু দিন।

হৃদয়ের ঢেউ
স্পন্দনহীন;
আজ আমার
মুক্তির দিন।

-


23 SEP 2020 AT 0:53

The most unexpected hand
Held the restlessness;
In utmost serenity.
The mess was made to believe,
In its beauty and ability.

(Full poem in caption)

-


17 JUN 2020 AT 20:10

কাকে ডাকবে তুমি
তৃতীয় ব্যক্তি নামে?
ওই অবিশ্বাসকে,যে বিচ্ছেদ ঘটায় প্রেমে?!
নাকি সেই প্রচন্ড অভিমানকে;
যে,বন্ধুত্বে ভাঙন বয়ে আনে?
অথবা সেই অস্থিরতাকে;
যে প্রাতিষ্ঠানিক নিয়মের ইন্ধন পেয়ে,
অস্বস্তি বাড়িয়ে তোলে জীবনে?!

ক্রমশ জটিল হয়ে ওঠা এই পৃথিবীতে--
অবিশ্বাসে,অভিমানে স্নাত আমরা
আর প্রতিনিয়ত জমতে থাকা ক্ষোভ, ক্লান্তি
মিলেমিশে জন্ম নেয় ছায়ায় ঢাকা
আস্ত সব তৃতীয় ব্যক্তি;
শুধু আমরা ওদের চিনতে পারি না।

-


9 JUN 2020 AT 20:21

ঘনিয়ে এসেছে অন্ধকার
ছেয়ে গেছে কালো মেঘ,
বজ্রবিদ্যুতে প্রতিফলিত
ইনকিলাবের আবেগ।

( বাকিটা ক্যাপশনে )









-


9 JUN 2020 AT 15:08

দিনের শেষে তারাদের গান,
ঘরে ফেরার আদুরে ডাকনাম!

-


10 MAY 2020 AT 0:01

এপারে দাঁড়িয়ে আমার দেশ
ওপারে দাঁড়িয়ে তুমি,
মাঝের পদ্মায় প্রতিচ্ছবি
অখণ্ড জন্মভূমির।

এপারে দাঁড়িয়ে আমার শহর
ওপারে তোমার ঢাকা-
মাঝের আসমান, মাঝের জমিন
একই মায়ায় আঁকা!

এপারে আমি স্বপ্ন দেখি
ওপারে গান বাঁধো তুমি,
কাঁটা তার তুচ্ছ করে একদিন
ভাষায় এক হবো, তুমি-আমি।

-


Fetching Indrani Chakraborty Quotes